![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু তোমাকে – -হিদায়াতুল্লাহ বিপদের সময় বন্ধুকে তুমি- কর পরীক্ষা ! সুখের সময় দরদী সাজিলে- পাবেনা সমীক্ষা । জনৈক যদি গায়ে পড়ে- করে উপকার , অপার মহিমায় হয়ে যায়- বন্ধুত্তের কারবার । প্রতারণা কর যদি তুমি- কর আমার সাথে, বিনিময় অশ্রুআঁখি ও বন্ধুত্ত- পাবে আমার কাছে । সুখের পায়রা হয়না বন্ধু- শত্রু সে যে ভাই, মানিক জোড়ের মর্মার্থ বন্ধু- তুমি বুঝ নাই । কবিতা মাধ্যম তাইতো আমি- তোমাকে বলিতে চাই; যোগ্য মনে করিলে আমাকে- রাখিও কথাটি ভাই, কোমল হৃদয়ে দিওনা আঘাত- করিওনা শঠতা । হৃদয়ের ভাষা হৃদয়াঙ্গম কর, পাবে মমতা ।
ব্রেকিং নিউজ
নবী (সাঃ) কবর স্হানান্তর মূলক খবর জঘন্য বিভ্রান্তিকর মিথ্যাচার
প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না
রহমান রহীম আল্লাহ্ তায়ালার নামে-
বিদ্যুতের বেগে মিডিয়া থেকে মিডিয়ায় প্রচার হয়ে চলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর শরীফকে স্থানান্তরের পরিকল্পনার সংবাদ।
অনলাইন, ব্লগ, ম্যাগাজিন, দৈনিক পত্রিকা, ফেসবুক, টুইটার কোথাও বাদ নেই। আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে চলছে বিষয়টি নিয়ে। কিন্তু এর বাস্তবতা কি, শরীয়ত সম্মত কি না, আসলেই এরকম কোন পরিকল্পনা হয়েছিল কি না? তা নিয়ে কারো মাথা ব্যাথ্যা নেই। মিথ্যা সংবাদ, মিথ্যা কথা, মুখরোচক বিষয় মানুষের কাছে এত প্রিয় যে, দ্রুততম সময়ে তা প্রচার করতে না পারলে যেন তার পেটের ভাত হজমই হয় না।
সংবাদ মাধ্যমে খবরটির এত হিড়িক দেখে আমি আজ ফোন করেছিলাম, মসজিদে নববীর বাউণ্ডারী সংলগ্ন প্রতিষ্ঠিত কোর্টের অন্যতম সম্মানিত বিচারক শাইখ হাসান সা’দ আল গামেদীর কাছে।
তিনি বললেন, একটি অপপ্রচার। একটি মিথ্যা সংবাদ। সৌদী সরকার এরকম কোন পরিকল্পনা কখনই নেয়া হয়নি। তাছাড়া এটা শরীয়তের সম্পূর্ণ খেলাফ। তাই এদেশের মুফতীদের পক্ষ থেকে এধরণের ফতোয়া প্রদানের প্রশ্নই উঠে না। তিনি বললেন, মসজিদে নববী দক্ষিণ তথা কিবলার দিকে সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করে দেয়া হয়েছে।
আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ এর ওফাতের পর সাহাবীগণ তাঁর দাফন কোথায় হবে তা নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছিলেন। তখন আবু বকর (রাঃ) যে কথা বলেছেন তা আমি ভুলি নি। তিনি বলেছেন, আল্লাহ তায়ালা নবীদেরকে এমন স্থানেই মৃত্যু দান করেন, যেখানে দাফন হওয়া ঐ নবী পছন্দ করতেন। অতএব তাঁর বিছানার স্থানেই তাঁকে দাফন কর। (তিরমিযী, হা/1018)
মিথ্যা সংবাদ বিশ্বাস ও প্রচার করা থেকে সকলেই সতর্ক থাকা দরকার।
অন্যথা আপনি এই হাদীছ অনুযায়ী মিথ্যাবাদী গণ্য হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনবে (তা যাচাই-বাছাই না করে) তাই বলে বেড়াবে।” (সহীহ মুসলিম)
শেইখ আব্দুল্লাহ আল-কাফি
বৃটিশ সাংবাদিক ইন্দ্র জোনসনেএর লেখা খবর এক বড় ধরনের মিথ্যারোপ ও ইসলামের বিরুদ্ধে গভীর ষঢ়যন্ত্র .সউদী আরবের আরবী পত্রিকায় এর জোরাল নিন্দা প্রতিবাদ করা হয়েছে এতে বলা হয়েছে মুসলমানদের মধ্যে অনৈক্য বিভ্রান্তি ও ফিতনা সৃষ্টির জন্যই তা প্রচার করা হয়েছে —– এ যমিন যত দিন থাকবে ততদিন তাঁর কবর অবশিষ্ট থাকবে — বিস্তারিত পড়ার জন্য লিংক দেয়া হল: http://sabq.org/eekgde
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আচ্ছা!!!!
তা আপনার সূত্রটা কি?
সাউদ-সালাফি ওহাবীরা প্রতিক্রিয়া দেখে কি লেজ পেটে লুকাইয়া এই প্রচারে নামছে- যে খবরটাই মিথ্যা!!!
আর সারা পৃথিবী সেই মিথ্যা খবরই তাদের নামীদামী পত্রিকায় ছাপাইতেছে!!!!
Saudis risk new Muslim division with proposal to move Mohamed’s tomb
The 61-page document also calls for the removal of Mohamed’s remains to the nearby al-Baqi cemetery, where they would be interred anonymously.
কি জানি!!তয় চলেন তাদের নামে আরবের শেখেগো বুদ্ধি দেন মামলা করতে। মিথ্যা খবর প্রচারতো আর যাচ্ছে তা্ িবিষয় নয়!!!!!!!!!!!!!!!!!!!!!!
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
হেদায়েত বলেছেন: বিদ্রোহী ভুগু ভাই ---- বিশ্বের নামী দামী মিডিয়া তো এটাও বলেছিল যে ইরাকে মানব বিদ্ধংসী আস্ত্র আছে । .।.।.।কই পাইসে কি ?
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: @হেদায়েত- তা পাইছেনা কিন্তু ইরাক দখলে রাখছে এখনও!
সউদ সালাফিরা প্রতিবাদ করছে এই খবরের?
একটা লীংক দেন। তাদের উপর এত্ত বিশাল বড় আরোপ দেয়ার পরও কি তারা বিশ্ব মুসলিমের কাছে মিনিমাম কৈফিয়ত দেয়ার প্রয়োজন মনে করলো না???
নাকি প্রোপাগান্ডার নতুন স্টাইল -ধরা খাইয়া "এই খবর মিথ্যা" বইলা তারে ধামাচাপা দেবার চেষ্টা!!
আমাদের সউদি এম্বেসীও কিন্তু এই বিষয়ে বাংলাদেশের মানুষের এত প্রতিক্রিয়া দেখেও কোনরুপ বিবৃতি আজও দেয়নি!!!!
এতে কি প্রমাণ হয়?
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮
হিদায়াতুল্লাহ্ বলেছেন: এই নিন বিদ্রোহী ! আপনার লিঙ্ক http://sabq.org/eekgde
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: Sbak- follow: denounced the Islamic Educational, Scientific and Cultural Organization (ISESCO) strongly to the allegations made by the writer of British journalist Andrew Johnson, and published by the British Independent newspaper on the study, said it was prepared by a Saudi academic proposes to transfer the tomb of the Prophet Muhammad peace be upon him, from its current to Baqi cemetery, and that the Saudi authorities to discuss this proposal.
She said, "ISESCO" The false allegations that this study are discussed by the Saudi authorities slur large, from making bodies hateful and conspiracy against Islam and Muslims and the Kingdom of Saudi Arabia incubator holy places, and Secretary of them and the architecture and the provision of security, comfort and safety of pilgrims and visitors from all corners of the globe.
ঘটনাটা দেখূন। এখন যা বলা হচ্ছে তা- কি?
এটা একটা একাডেমিক প্রস্তাবনা! সউদ সরকারের নয়। কিন্তু সরকারের কাছেই এই প্রস্তাব রাখা হয়েছে।
মানে প্রস্তাবটা কিন্তু ঠিকই উঠেছে!!!!!!!!!!!! তা
সরকারই ভাবুক বা একাডেমি- আমমুসলিমের প্রতিবাদ কিন্তু বিষয়টা নিয়ে। যা ব্যাক্তি ভাবুক বা প্রতিষ্ঠান বা সরকার।
তবে তাদের শেষ প্যারায় যা বলা হয়েছে তা যদি করতে পারে- তবেই বোঝা যাবে- চান্দুদের সত্যতা কতটুকু।
অবশ্যই ঐ লেখক বা সাংবাদিক বা কলামিষ্ট যেই হোক- তার বিরুদ্ধে বিরাট আকারের মামলা করা উচিত- সাথে ঐ পত্রিক গুলোর নামেও।
দেখা যাক পারে কিনা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
রুমি৯৯ বলেছেন: Thanx