নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের পক্ষে বাতিলের বিপক্ষে বলিষ্ঠ কন্ঠঃস্বর

বন্ধু তোমাকে – -হিদায়াতুল্লাহ বিপদের সময় বন্ধুকে তুমি- কর পরীক্ষা ! সুখের সময় দরদী সাজিলে- পাবেনা সমীক্ষা । জনৈক যদি গায়ে পড়ে- করে উপকার , অপার মহিমায় হয়ে যায়- বন্ধুত্তের কারবার । প্রতারণা কর যদি তুমি- কর আমার সাথে, বিনিময় অশ্রুআঁখি ও বন্ধুত্ত- পাবে আমা

হিদায়াতুল্লাহ্‌

বন্ধু তোমাকে – -হিদায়াতুল্লাহ বিপদের সময় বন্ধুকে তুমি- কর পরীক্ষা ! সুখের সময় দরদী সাজিলে- পাবেনা সমীক্ষা । জনৈক যদি গায়ে পড়ে- করে উপকার , অপার মহিমায় হয়ে যায়- বন্ধুত্তের কারবার । প্রতারণা কর যদি তুমি- কর আমার সাথে, বিনিময় অশ্রুআঁখি ও বন্ধুত্ত- পাবে আমার কাছে । সুখের পায়রা হয়না বন্ধু- শত্রু সে যে ভাই, মানিক জোড়ের মর্মার্থ বন্ধু- তুমি বুঝ নাই । কবিতা মাধ্যম তাইতো আমি- তোমাকে বলিতে চাই; যোগ্য মনে করিলে আমাকে- রাখিও কথাটি ভাই, কোমল হৃদয়ে দিওনা আঘাত- করিওনা শঠতা । হৃদয়ের ভাষা হৃদয়াঙ্গম কর, পাবে মমতা ।

হিদায়াতুল্লাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

দেখুন ! গাজাখোর কাকে বলে ?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩০

দেখুন ! গাজাখোর কাকে বলে ?




আমি হজ ও তাবলিগের ঘোর বিরোধী: লতিফ সিদ্দিকী (ভিডিওসহ)


ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী হজ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে আবারও আলোচনায় এলেন। এমনকি তাবলিগ জামায়াত, প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাংবাদিকদের সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেছেন আওয়ামী লীগের এ শীর্ষ নেতা ।
নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি হোটেলে রবিবার স্থানীয় সময় বিকেলে সেখানকার টাঙ্গাইলবাসীদের সঙ্গে এক মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
হজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, "আমি কিন্তু হজ আর তাবলিগ জামায়াতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ এবং তাবলিগ জামায়াতের বেশি বিরোধী।" তিনি বলেন, "এ হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাজ নাই। এদের কোনো প্রোডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে।"
মন্ত্রী বলেন, "এভারেজে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায় প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়।"হজ কীভাবে এসেছে এর ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, "আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কিভাবে চলবে। তারা তো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করলো যে আমার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে। এর মধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে।"
তাবলিগ জামায়াতের সমালোচনা করে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, "তাবলিগ জামায়াত প্রতি বছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদের তো কোনো কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়।"লতিফ সিদ্দিকী তার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে বলেন, "কথায় কথায় আপনারা জয়কে টানেন কেন। 'জয় ভাই' কে? জয় বাংলাদেশ সরকারের কেউ নয়। তিনি কোন সিদ্ধান্ত নেয়ারও কেউ নন।"
হজ সম্পর্কে বিরূপ মন্তব্যের পর স্থানীয় প্রবাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সংবাদটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ প্রবাসীরা মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতিতেই সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মন্ত্রীর এ ধরনের বক্তব্যে বিস্মিত দলের কর্মী ও সমর্থকরা। সভাস্থলে অনেকেই ক্ষোভ প্রকাশ করলে এক পর্যায়ে লতিফ সিদ্দিকী দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্ক সফর করছেন আব্দুল লতিফ সিদ্দিকী। সেই সংবাদ সম্মেলনের ভিডিও দেখতে ক্লিক করুন:
https://docs.google.com/file/d/0BzseULU4sETyaGRMUjlRQkpsVkU/edit
https://docs.google.com/file/d/0BzseULU4sETybHpmNjR3UlF3czQ/edit
https://docs.google.com/file/d/0BzseULU4sETycEdVeGhraHRBTXc/edit

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অতিদ্রুত ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে এই কুলাঙ্গারের বিচারের ব্যাবস্তা করা হোক।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

ইনফা_অল বলেছেন: ধর্মীয় অনুভূতি এত সস্তা নয়। কথার জবাব কথা দিয়ে দেন। আমল বাড়িয়ে দেন

০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৬

হিদায়াতুল্লাহ্‌ বলেছেন: তার মানে ? কি বুঝাতে চাচ্ছেন ? স্পষ্ট করুন !

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩০

ভাঙ্গা হৃদয় বলেছেন: খা পুরে তো ধইরা চিকন বেত দিয়া পাছায় বাইরানো উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.