নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের পক্ষে বাতিলের বিপক্ষে বলিষ্ঠ কন্ঠঃস্বর

বন্ধু তোমাকে – -হিদায়াতুল্লাহ বিপদের সময় বন্ধুকে তুমি- কর পরীক্ষা ! সুখের সময় দরদী সাজিলে- পাবেনা সমীক্ষা । জনৈক যদি গায়ে পড়ে- করে উপকার , অপার মহিমায় হয়ে যায়- বন্ধুত্তের কারবার । প্রতারণা কর যদি তুমি- কর আমার সাথে, বিনিময় অশ্রুআঁখি ও বন্ধুত্ত- পাবে আমা

হিদায়াতুল্লাহ্‌

বন্ধু তোমাকে – -হিদায়াতুল্লাহ বিপদের সময় বন্ধুকে তুমি- কর পরীক্ষা ! সুখের সময় দরদী সাজিলে- পাবেনা সমীক্ষা । জনৈক যদি গায়ে পড়ে- করে উপকার , অপার মহিমায় হয়ে যায়- বন্ধুত্তের কারবার । প্রতারণা কর যদি তুমি- কর আমার সাথে, বিনিময় অশ্রুআঁখি ও বন্ধুত্ত- পাবে আমার কাছে । সুখের পায়রা হয়না বন্ধু- শত্রু সে যে ভাই, মানিক জোড়ের মর্মার্থ বন্ধু- তুমি বুঝ নাই । কবিতা মাধ্যম তাইতো আমি- তোমাকে বলিতে চাই; যোগ্য মনে করিলে আমাকে- রাখিও কথাটি ভাই, কোমল হৃদয়ে দিওনা আঘাত- করিওনা শঠতা । হৃদয়ের ভাষা হৃদয়াঙ্গম কর, পাবে মমতা ।

হিদায়াতুল্লাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

চোরে চোরে হালি !!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩০

আমি তো পাগল হয়ে যাব !!!


** ভারতীয় ইতিহাসের ১৪০০ বছর পরের নতুন ফিতনাবাজ দালাল "ভন্ড় ডাঃ জাকির নায়েক", লা মাযহাবী পীর মতিউর রহমান মাদানী, তৌসিফ, জসীম ও ডাঃ গার্লিব লা মাযহাবী আহলে হাদিস" দের ১০০% শিরিক ও কুফরী মতবাদ **
[ প্রমাণ= ডাঃ জাকির নায়েক লেকচার সমগ্র, ভলিয়াম নং-১,২,৩,৪,৫ ]
(১) আল্লাহ পাক কে হিন্দু "ব্রাহ্ম ও বিষ্ণু" নামে ডাকা যাবে,
[ ডাঃ জাকির নায়েক লেকচার সমগ্র, ভলিয়াম নং-১, পৃষ্ঠা=২৬৫, ভলিয়াম নং-২, পৃষ্ঠা=৩৮০]
(২) হিন্দু "রাম ও কৃষ্ণ" এই গুলো আল্লাহ পাকের নবী ছিলেন,
[ ডাঃ জাকির নায়েক লেকচার, ভলিয়াম-২, পৃষ্ঠা=১৬২ ]
(৩) পবিত্র কোর আন শরীফের মধ্যে ব্যাকরণ গত ভুল-ত্রুটি আছে ,
[ ডাঃ জাকির নায়েক লেকচার, ভলিয়াম-১, পৃষ্ঠা=৫১২ ]
(৪) হিন্দু গ্রন্থ "বেদ" এই টি আল্লাহ পাকের নাযিলকৃত কিতাব ,
[ ডাঃ জাকির নায়েক লেকচার, ভলিয়াম-২, পৃষ্ঠা=১৬২ ]
(৫) ইসলামে ৪ জন মহিলা নবী এসেছেন, তারা হলেন= বিবি মরিয়ম (আঃ), বিবি আছিয়া (আঃ), বিবি ফাতেমা (রাঃ) ও বিবি খাদীজা (রাঃ) ।
(৬) রাসূলুল্লাহ (সাঃ) তার রাওজা মুবারকে সশরীরে মৃত ,
(৭) কোর আন শরীফ স্পর্শ করার জন্যে অযুর প্রয়োজন নেই,
(৮) হায়েয, নিফাস, ঋতুবর্তী মহিলারা কোর আন পড়তে পারবে
(৯) আরবী "হুর" শব্দ টির অপ-ব্যাখ্যা ,
(১০) হাদীস শরীফের অর্থ বিকৃতি করে ভ্রান্ত মতবাদ
(১১) দাজ্জাল সম্পর্কে মণ গড়া ভ্রান্ত মতবাদ
(১২) ঈদের দিন জুম আ নামায পড়া লাগে না
(১৩) ঈদের নামাযে অতিরিক্ত ১২ তাকবীর দিতে হবে, প্রথম রাক আতে ৭ তাকবীর ও ২য় রাক আতে ৫ তাকবীর
(১৪) তারাবীহ ও তাহাজ্জুদ এক ই নামায,
(১৫) তারাবীহ নামায শুধু ৮ রাক আত আদায় করতে হবে
(১৬) ফজরের আযানের পরে সাহরী খাওয়া যাবে বলে ভ্রান্ত মতবাদ
(১৭) ভূল অজ্ঞতা বা বাধ্যতার কারনে রোযা ভাঙ্গে না
(১৮) নারী-পুরুষের নামায এক ই নিয়ম বলে ভ্রান্ত মতবাদ
(১৯) জুমার খোতবা যে কোন ভাষায় দিতে পারে
(২০) ৩ তালাক কে ১ তালাক বলে ভ্রান্ত মতবাদ ,
(২১) মহিলাদের চেহারা ঢাকতে হবে না বলে ভ্রান্ত মতবাদ
(২২) খৃষ্টান "শার্ট-প্যন্ট-কোর্ট-টাই" এই গুলো নামায আদায়ের সবচেয়ে উত্তম পোষাক,
(২৩) কাকড়া ও কচ্ছপ খাওয়া হালাল ,
(২৪) মহিলারা মসজিদের ভিতরে নামায পড়তে পারবে বলে ভ্রান্ত মতবাদ,
(২৫) রাসূলুল্লাহ (সাঃ) এর একাধিক বিবাহ ছিল রাজনৈতিক উদ্দেশ্য ।
(২৬) ক্বাযা নামায পড়া লাগবে না বলে ভ্রান্ত মতবাদ ,
(২৭) বিশ্ব-বিখ্যাত তাবেয়ী ও যুগশ্রেষ্ঠ ফকীহ "িমাম আযম আবু হানীফা (রাহঃ)" সম্পর্কে মিথ্যা বানাওটি অপবাদ ও মিথ্যা অপ-প্রসার ।
(২৮) বিশ্ব-বিখ্যাত ৪ ইমামের মাযহাব সম্পর্কে ভ্রান্ত মতবাদ ,
ডাঃ জাকির নায়েক বলেন = "িমাম আবু হানীফা (রাহঃ) ভূল করেছেন, ইমাম শাফেয়ী (রহ) ভূল করেছেন, ইমাম মালেক (রহ) ভূল করেছেন ও ইমাম হাম্বলী (রহ) সবাই ভূল করেছেন ।
[ ডাঃ জাকির নায়েক লেকচার, ভলিয়াম নং-৫, পৃষ্ঠা=৯২ ]
(২৯) ডাঃ জাকির নায়েক এর সমাবেশে একসাথে নারী-পুরুষ, খৃষ্টান ধর্ম ও হিন্দু ধর্মের ব্যপক প্রচার ও প্রসার ।
(৩০) "কাফির শিয়া ও সুন্নি" দের মধ্যে পার্থক্য টা শুধু মাত্র "রাজনৈতিক",
আক্বীদাহ গত নয় ।
>>> ১৪০০ বছর পরের নতুন দাজ্জাল "ভ্রান্ত কথিত আহলে হাদিস_ সালাফি_ জাকির নায়েকবাদী_ লা মাযহাবী" গুমরাহী ফিতনা থেকে সাবধান !!!!!!!!!!!!!!!!
সাবধান !!!!!!!!! সাবধান !!!!!!!!!!
সাবধান ও সতর্ক থাকবেন ভাই !!!!!!!!!!! <<<
PLEASE PLEASE
SHARE this very Important Post
SHARE SHARE Now



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০

মোগল সম্রাট বলেছেন: আপনে কোন মাযাহাবের ?

২| ০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৪

হিদায়াতুল্লাহ্‌ বলেছেন: হানাফি মাযহাবের ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.