নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের পক্ষে বাতিলের বিপক্ষে বলিষ্ঠ কন্ঠঃস্বর

বন্ধু তোমাকে – -হিদায়াতুল্লাহ বিপদের সময় বন্ধুকে তুমি- কর পরীক্ষা ! সুখের সময় দরদী সাজিলে- পাবেনা সমীক্ষা । জনৈক যদি গায়ে পড়ে- করে উপকার , অপার মহিমায় হয়ে যায়- বন্ধুত্তের কারবার । প্রতারণা কর যদি তুমি- কর আমার সাথে, বিনিময় অশ্রুআঁখি ও বন্ধুত্ত- পাবে আমা

হিদায়াতুল্লাহ্‌

বন্ধু তোমাকে – -হিদায়াতুল্লাহ বিপদের সময় বন্ধুকে তুমি- কর পরীক্ষা ! সুখের সময় দরদী সাজিলে- পাবেনা সমীক্ষা । জনৈক যদি গায়ে পড়ে- করে উপকার , অপার মহিমায় হয়ে যায়- বন্ধুত্তের কারবার । প্রতারণা কর যদি তুমি- কর আমার সাথে, বিনিময় অশ্রুআঁখি ও বন্ধুত্ত- পাবে আমার কাছে । সুখের পায়রা হয়না বন্ধু- শত্রু সে যে ভাই, মানিক জোড়ের মর্মার্থ বন্ধু- তুমি বুঝ নাই । কবিতা মাধ্যম তাইতো আমি- তোমাকে বলিতে চাই; যোগ্য মনে করিলে আমাকে- রাখিও কথাটি ভাই, কোমল হৃদয়ে দিওনা আঘাত- করিওনা শঠতা । হৃদয়ের ভাষা হৃদয়াঙ্গম কর, পাবে মমতা ।

হিদায়াতুল্লাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

ঠ্যালার নাম বাবাজী !!!

০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১১

লতিফ সিদ্দিকী পাগলের বংশধর : মন্তব্য হাসিনার


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র হজ্ব এবং তাবলীগ জামায়াত সম্পর্কে কটূক্তি করায় নিজ দলের সভাপতি মণ্ডলীর সদস্য লতিফ সিদ্দিকীকে পাগলের বংশধর বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
হঠাত্ লতিফ সিদ্দিকীর এ বক্তব্য নতুন ষড়যন্ত্রের অংশ কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা গতকাল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ মন্তব্য করেন হাসিনা। সাক্ষাতে উপস্থিত থাকা একাধিক নেতা এ তথ্য জানান।
এর আগে সকালে সিলেট বিমানবন্দরে দলীয় নেতাদের সঙ্গে আলাপকালে লতিফ সিদ্দিকীকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, এ পরিবারের সবাই নিয়ন্ত্রণহীন।
আওয়ামী লীগের এক নেতা জানান, রাতে শেখ হাসিনা বলেন, সব কিছুই যখন ঠিকঠাকভাবে চলছিল তখনই লতিফ সিদ্দিকী কেন এ ধরনের মন্তব্য করলেন তা খুঁজে বের করা উচিত। এর সঙ্গে নানা যোগসূত্র থাকতে পারে বলেও আশঙ্কা করেন প্রধানমন্ত্রী।
দলীয় ওই সূত্রে জানা যায়, শেখ হাসিনা বৈঠকে আশরাফকে শিগগিরই দলের কার্যনির্বাহী সংসদের সভা ডাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, লতিফ সিদ্দিকীর ব্যাপারে সদ্ধিান্ত নেওয়াই আছে। কার্যনির্বাহী সংসদের সভার মধ্য দিয়ে সবার মতামতের মাধ্যমে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।
সূত্র মতে, লতিফ সিদ্দিকীর বক্তব্যের পর উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সৈয়দ আশরাফ দলীয় সভাপতিকে অবহিত করেন।
সূত্র আরো জানায়, ঈদের পরে ১০ বা ১১ অক্টোবর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা হতে পারে।
জানা যায়, শেখ হাসিনার সঙ্গে সাক্ষতে সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে ছিলেন জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, ড. হাছান মাহমুদ, অসীম কুমার উকিল, আফজাল হোসেন, পঙ্কজ দেবনাথ প্রমুখ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩০

জনতার রায় বলেছেন: একজন যোগ দেয় যুদ্ধাপরাধীদের সাথে, আরেকজন প্রধান্মন্ত্রীর নিউইয়র্ক সফরের সমস্ত সাফল্য ম্লান করে দেয় এক কথায়। পাগলের বংশধর ছাড়া আর কিই বা বলার আছে!

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৩

এ কে এম রেজাউল করিম বলেছেন: @জনতার রায়
সহমত ১০১ বার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.