![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু তোমাকে – -হিদায়াতুল্লাহ বিপদের সময় বন্ধুকে তুমি- কর পরীক্ষা ! সুখের সময় দরদী সাজিলে- পাবেনা সমীক্ষা । জনৈক যদি গায়ে পড়ে- করে উপকার , অপার মহিমায় হয়ে যায়- বন্ধুত্তের কারবার । প্রতারণা কর যদি তুমি- কর আমার সাথে, বিনিময় অশ্রুআঁখি ও বন্ধুত্ত- পাবে আমার কাছে । সুখের পায়রা হয়না বন্ধু- শত্রু সে যে ভাই, মানিক জোড়ের মর্মার্থ বন্ধু- তুমি বুঝ নাই । কবিতা মাধ্যম তাইতো আমি- তোমাকে বলিতে চাই; যোগ্য মনে করিলে আমাকে- রাখিও কথাটি ভাই, কোমল হৃদয়ে দিওনা আঘাত- করিওনা শঠতা । হৃদয়ের ভাষা হৃদয়াঙ্গম কর, পাবে মমতা ।
পুলিশি বাধা উপেক্ষা করে ইসলামী দলগুলোর মিছিল সমাবেশ চলছে
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র হজ্ব এবং তাবলীগ জামায়াত সম্পর্কে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর কটূক্তির প্রতিবাদ ও শাস্তির দাবিতে শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ থেকে জুমআ নামাযের পর কয়েকটি ইসলামী দল বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়।
পরে পুলিশি বাধা উপেক্ষা করে ইসলামী দলগুলোর সমর্থকরা মিছিল নিয়ে পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় হয়ে আবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে এসে শেষ হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই স্থানে সমাবেশ চলছিল।
উল্লেখ্য, আজ সকাল থেকেই বায়তুল মোকাররমের উত্তর গেইটে প্রায় দু’শতাধিক পুলিশ অবস্থান নিয়েছে। মসজিদে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করে ভেতরে ঢুকতে দিচ্ছে পুলিশ। যার কারণে অনেক সাধারণ মুসুল্লি মসজিদে প্রবেশ করতে পারেনি।
২| ০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩০
হ্যারিয়ার-৩ বলেছেন:
মসজিদে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করে ভেতরে ঢুকতে দিচ্ছে পুলিশ।
যার কারণে অনেক সাধারণ মুসুল্লি মসজিদে প্রবেশ করতে পারেনি।
পুলিশ তো ভেতরে ঢুকতে দিচ্ছেই,
আপনাকে দেয় নি কেন? কমোড়ে ইট নিয়ে গেছিলেন নাকি?
০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৮
হিদায়াতুল্লাহ্ বলেছেন: না ভাই !মাথায় পাগড়ি ছিল ।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৭
জনতার রায় বলেছেন: নাস্তিকদের চরম দুর্দিন আজ। তাদের একজন সাহসী মুজাহিদ জন্মেছিল - সেও কিনা আজ শহীদ হবার পথে!