নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের পক্ষে বাতিলের বিপক্ষে বলিষ্ঠ কন্ঠঃস্বর

বন্ধু তোমাকে – -হিদায়াতুল্লাহ বিপদের সময় বন্ধুকে তুমি- কর পরীক্ষা ! সুখের সময় দরদী সাজিলে- পাবেনা সমীক্ষা । জনৈক যদি গায়ে পড়ে- করে উপকার , অপার মহিমায় হয়ে যায়- বন্ধুত্তের কারবার । প্রতারণা কর যদি তুমি- কর আমার সাথে, বিনিময় অশ্রুআঁখি ও বন্ধুত্ত- পাবে আমা

হিদায়াতুল্লাহ্‌

বন্ধু তোমাকে – -হিদায়াতুল্লাহ বিপদের সময় বন্ধুকে তুমি- কর পরীক্ষা ! সুখের সময় দরদী সাজিলে- পাবেনা সমীক্ষা । জনৈক যদি গায়ে পড়ে- করে উপকার , অপার মহিমায় হয়ে যায়- বন্ধুত্তের কারবার । প্রতারণা কর যদি তুমি- কর আমার সাথে, বিনিময় অশ্রুআঁখি ও বন্ধুত্ত- পাবে আমার কাছে । সুখের পায়রা হয়না বন্ধু- শত্রু সে যে ভাই, মানিক জোড়ের মর্মার্থ বন্ধু- তুমি বুঝ নাই । কবিতা মাধ্যম তাইতো আমি- তোমাকে বলিতে চাই; যোগ্য মনে করিলে আমাকে- রাখিও কথাটি ভাই, কোমল হৃদয়ে দিওনা আঘাত- করিওনা শঠতা । হৃদয়ের ভাষা হৃদয়াঙ্গম কর, পাবে মমতা ।

হিদায়াতুল্লাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

কোথায় যাব আমরা ?

০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৭

থামছে না চীনা মুসলিমদের উপর নির্যাতন, নতুন করে সহিংসতায় নিহত ৫০



চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াংয়ে গত সপ্তাহান্তের সহিসংতায় হতাহতের নতুন সংখ্যা প্রকাশ করেছে চীনা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার প্রকাশিত ওই তথ্যে দেখা যায়, পশ্চিম চীনের এই অঞ্চলের সহিংসতায় অন্তত ৫০ জন নিহত এবং আরো অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন।
চীনের গণমাধ্যমই এই খবর প্রকাশ করেছ। এটাকে ‘ভয়াবহ সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেছে পুলিশ।
এর আগে চলতি সপ্তাহে শুরুর দিকে রাষ্ট্রীয় গণমাধ্যমে লুন্তাই কাউন্টির ঘটনার প্রতিবেদন প্রকাশিত হলেও তাতে মাত্র দুজন নিহত হওয়ার কথা বলা হয়েছিল।
তবে বৃহস্পতিবার রাষ্ট্রীয় নিউজপোর্টালের খবরে বলা হয় যে ওই ঘটনায় ৪০ ‘দাঙ্গাবাজ’, ৬ বেসামরিক লোক এবং চার পুলিশ সদস্য নিহত হয়।
তবে হতাহতের খবর প্রকাশে কেন বিলম্ব হলো তার কোনো কারণ বলা হয়নি।
সাম্প্রতিক সময়ে জিনজিয়াংয়ে সহিসংতা বৃদ্ধি পেয়েছে।
সংখ্যালঘু উইঘুর মসুলিমদের আবাস ওই অঞ্চলটিতে হান চীনাদের সাথে উত্তেজনা বিরাজ করছে।
নৃতাত্ত্বিকভাবে তুর্কি মুসলিম সম্প্রদায়ভুক্ত উইঘুরদের সংখ্যা ৪৫% এবং হান চীনাদের সংখ্যা ৪০%।
সেখানে অল্প সময়ের জন্য ইস্ট তুর্কেস্তান রাষ্ট্র গঠন করার পর ১৯৪৯ সালে চীনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
এরপর থেকেই সেখানে হান চীনাদের ব্যাপক অভিবাসন ঘটে।
উইঘুররা বলছেন, তাদের ধর্ম ও সংস্কৃতির ওপর আঘাত হানছে চীনা কর্তৃপক্ষ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.