![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু তোমাকে – -হিদায়াতুল্লাহ বিপদের সময় বন্ধুকে তুমি- কর পরীক্ষা ! সুখের সময় দরদী সাজিলে- পাবেনা সমীক্ষা । জনৈক যদি গায়ে পড়ে- করে উপকার , অপার মহিমায় হয়ে যায়- বন্ধুত্তের কারবার । প্রতারণা কর যদি তুমি- কর আমার সাথে, বিনিময় অশ্রুআঁখি ও বন্ধুত্ত- পাবে আমার কাছে । সুখের পায়রা হয়না বন্ধু- শত্রু সে যে ভাই, মানিক জোড়ের মর্মার্থ বন্ধু- তুমি বুঝ নাই । কবিতা মাধ্যম তাইতো আমি- তোমাকে বলিতে চাই; যোগ্য মনে করিলে আমাকে- রাখিও কথাটি ভাই, কোমল হৃদয়ে দিওনা আঘাত- করিওনা শঠতা । হৃদয়ের ভাষা হৃদয়াঙ্গম কর, পাবে মমতা ।
জিহাদ জিহাদ জিহাদ
https://www.facebook.com/hedayet.islamic.org
তোমরা যাকে জিহাদ বল আমি তাকে বলিনা,
শুধু নর হত্যা জিহাদ হলে আমি তাকে মানিনা।
জিহাদের নামে ভ্রান্ত পথে কেউ চালিত হইস না,
তোমরা যাকে জিহাদ বল আমি তাকে বলিনা।
ভাই হয়ে ভাইয়ের গায়ে কেমনে চালাস ছুরি!
জিহাদের নামে কে শিখালো এমন ছল-চাতুরী?
নর হত্যা মহাপাপ, তোরা তাও কি জানিস না?
তোমরা যাকে জিহাদ বল আমি তাকে বলিনা।
দাবীর বেলায় করিস তোরা নবীর ওয়ারিশান,
কাজের বেলায় নবডঙ্কা, শুধুই পেরেশান।
যুগে যুগে কত, আউলিয়া যত, এসেছিল ধরাদমে,
মুসলিমকে তারা করেছেকি হত্যা,জিহাদের নামে?
তাইতো বলি নর হত্যায় কেউ মেতে উঠিস না,
তোমরা যাকে জিহাদ বল আমি তাকে বলিনা।
আসল জিহাদ বাদ দিয়ে তুই দৌড়সিস মেকীর পিছে,
মনের সাথে জিহাদ কর তুই, নইলে সকল মিছে।
সকল ছেড়ে যেতে হবে, যতই হও সেয়ানা,
তোমরা যাকে জিহাদ বল আমি তাকে বলিনা।
মুসলিম-মুসলিম যুদ্ধ করো, ঈদগাহে মারো বোমা,
এটাই বুঝি তোমাদের জিহাদের তরজমা!
ইসলামের অপমান তোরা, আর কেউ করিস না,
তোমরা যাকে জিহাদ বল আমি তাকে বলিনা।
জিহাদ মানে জ্বালিয়ে দাও…..
জিহাদ মানে পুড়িয়ে দাও…..
জিহাদ মানে ধ্বংস করো মনের পঙ্কিলতা,
জিহাদ মানে কষ্ট করো….
জিহাদ মানে চেষ্টা করো…..
জিহাদ মানে যুদ্ধ করে অর্জন করো মনের নির্মলতা।
নইলে কিন্তু শেষ বিচারে পাড় কেহ পাবিনা,
তোমরা যাকে জিহাদ বল আমি তাকে বলিনা।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০৮
অপূর্ণ রায়হান বলেছেন: জিহাদের ভ্রান্ত ধারনা ও প্রকৃত জিহাদ নিয়ে সুন্দর কবিতা +
ভালো থাকবেন