![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশাল এই জগতটাতে আমি নগন্য । খুজি ফিরি সুন্দর একটি মানুষ, কিছু মানুষ............
ঃ এস্কুকিউজ মি, আপু , একটু ভিতরে বসতে দিবেন?
ঃ অবশ্যই ।।
এভাবেই বছর খানেক আগে একটি পরীক্ষার হলে তাহার সহিত সংক্ষিপ্ত পরিচয়। একই বেঞ্চের দুইপ্রান্তে দুইজন। একটু আধটু সহযোগিতা নিয়ে দুজনেই লিখেছিলাম। পরীক্ষা শেষে পরীক্ষার হাল হাকিকত জানিয়া বিদায় নিয়েছিলাম। নামখানা জেনেছিলাম সাবিরা। তার পর আর নাই। কোন যোগাযোগের মাধ্যম সংরক্ষনে রাখার মতো সময় হইলো না। কোথায় বাড়ী, কোথায় ঘর, কোন ভার্সিটি, কিছুই জানা হইলো না।
তথাপিও মনের কোনে সংরক্ষনে থাকিল তাহার চশমা পড়া সুন্দর মুখখানি। রহিল গোচরে অগোচরে তাহার কুনুইর গুতা।
পৃথিবী গোল বলিয়া তাহার সহিত আবারও সাক্ষাৎ হইতে পারে বলিয়া সেই দিনের অপেক্ষায় আশায় বুক বাধিয়া রহিলাম।
রেজাল্ট দিলো রোল নাম্বার দেখিয়া বুঝিলাম দুইজনেই পাশ করিয়াছি। আশায় বুক বাধা যে বাস্তবে পরিনত হইবে তাহা বুঝিতে পারিলাম।
গোলাকার পুথিবীর নিয়ম মানিয়া আবারও তাহার দেখা পাইলাম অদ্য। আমার পরেই তাহার সিরিয়াল। সেহেতু সে আমার পিছনে দাড়িয়েই ছিলো । দেখা হইতেই পরিচয় দিতেই মনে করিতে পারিলো আমি সে। পূর্বের চেয়ে খানিকটা পরিবর্তন হইয়াছে তথাপি সৌন্দর্য্যে কমতি হইয়াছে বলিয়া মনে হইলো না। দেখিয়া তাহার কি মনে হইলো........... প্রশ্ন করিবার মতো সময় ছিলো না কারণ তখন উভয়ের মাথায় ভীষন টেনশন।
দু চার খানা কথার ফাকে জানিলাম তাহার বাড়ী চট্টলায়। ইন্টারভিউ শেষ করিয়া পরীক্ষার কুশলাদী জানিয়া বিদায় হইলাম।
বাসায় ফিরিয়া আসিয়া ঘুরিয়া ফিরিয়া তাহার বদনখানি চোখের সামনে ঘুরপাক খাচ্ছে পুনর্বার।
পৃথিবী গোল বলিয়া আবারও মনে বদ্যমূল বিশ্বাস রহিয়াছে তাহার সহিত পুনরায় দেখা হইবে কোন এক পথচলায়। ...........................................
................
...........
............
............
.............
.............. সেদিনের অপেক্ষায় রহিলাম।
(ছবিখানা গুলাম মামা দিছে)
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৭
হ্যাজাক বলেছেন: গোল মনে করিতে থাকুন । ঘুরিয়া ঘুরিয়া আসিবে নিশ্চয়ই
২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৮
পথ-হারা এক পথিক বলেছেন: আপনার লেখা পড়ে মনে হচ্ছে আমার পৃথিবীটা প্লেইন। তার সাথে আর দেখা হবেনা- হইলেও তার পোলাপাইন সাথে লইয়া।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৩
হ্যাজাক বলেছেন: পোলাপাইন সহিতও যদি দেখা হয় তবুও তো হইলো । গোল বানাইবার জন্য টেন্ডারের আয়োজন করেন।
৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৮
অশান্ত কাব্য বলেছেন: কোডব্লকার বলেছেন: ভাই আপনার পৃথিবী গোল। আর আমার টা ১০০ কোণা। ২০০১ সালে দেখা হইছে, আর দেখা হয় নাই।
কথাটা ভাল্লাগলো । আসলেই মাঝে মাঝে মনে হয় পৃথিবী কি আসলেই গোল !!!
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৫
হ্যাজাক বলেছেন: রাজমিন্ত্রি , কাঠমিস্ত্রি হইয়া মাঠে নামিয়া পড়েন। গোল বানানোর জন্য চেষ্টায় লিপ্ত হউন
৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৮
হ্যাজাক বলেছেন: জাতি খালি পড়িয়াই গেলা। কিছু বলিয়া গেলো না।
৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৯
অন্তহীন বালক বলেছেন: পৃথিবীটা গোল হোক আর না হোক,
আমি একটা গোল দেবোই।।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
হ্যাজাক বলেছেন: গোলবারে কেউ থাকবে তো? নাকি খালি বারে গোল দিবেন?
৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৪
মিজভী বাপ্পা বলেছেন: আমিতো ভাবছিলাম ইনিই তিনি।যাক পাইচেন এখন মিষ্টি খাওয়ান
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৭
হ্যাজাক বলেছেন: পাইলাম, আমি উহাকে পাইলাম। কিন্তু ভবিষ্যতে আমি উহাকে পাইবো???
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪০
হ্যাজাক বলেছেন: চশমাটা এরকমই , তবে কালো গ্লাস না। চেহারায় আরেকটু লাল আভা রহিয়াছে, মাথায় সাদা একটা স্কার্প পড়া ছিলো।
৭| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৮
মৃন্ময় বলেছেন: মিজভী বাপ্পা বলেছেন: আমিতো ভাবছিলাম ইনিই তিনি।যাক পাইচেন এখন মিষ্টি খাওয়ান
মিস্টি খামু......।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪২
হ্যাজাক বলেছেন: রেজিষ্টি করিয়া প্রাপ্তি স্বীকার করিতে পারিলে মিস্টি অবধারিত কিন্তু ইতিমধ্যে যদি কেহ রেজিষ্টি করত প্রাপ্তি স্বীকার করিয়া ফেলিয়া থাকে তাহলে মিষ্টি কি বৃথা যাহিবে?
৮| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
এ,রহিম বলেছেন: আসলেই পৃথিবী গোল , ১৯৯৯ সালে শেষ দেখা হয়। ভাবছিলাম হয়তো এই জীবনে আর দেখা হবেনা কিন্তু পৃথিবী গোল বলিয়া ২০১২ সালের মে মাসের এক সকালে আবার দেখা হয়। কিন্তু ততদিনে বড্ড দেরী হয়ে গেল।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫২
হ্যাজাক বলেছেন: জাতি কিন্তু তাহা বিশ্বাস করিতে দোটানায় রহিয়াছে।
পৃথিবী গোল = (প্রমানিত)
৯| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১০
নানাভাই বলেছেন: দেখা পাইবেন, তয় আরো ৩০ বৎসর পর।
তখন ওনারে এই রকম দেখবেন।
খালি কষ্ট কইর্যা চিইন্যা নিবেন!
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৪১
হ্যাজাক বলেছেন: চিনিবার ক্ষেত্রে আমারে একটুখানি সহায়তা করিলে কৃতজ্ঞ হইবো
১০| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১২
ড. জেকিল বলেছেন: পৃথিবী গোল নাকি ???
তাইলে আমার জনের সাথে দেখা হয় না কেন ????
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৪২
হ্যাজাক বলেছেন: ঘুরতে থাকেন। হইয়া যাবে। এখনো ঘুরা শেষ করিতে পারেন নাই বলিয়া সন্দেহ হইতেছে
১১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১৩
বাংলাদেশী দালাল বলেছেন: "সৌন্দর্য্যে কমতি হইয়াছে বলিয়া মনে হইলো না।"
পেতনি হইয়া গেলেও উহাতে আপনার গোল পৃথিবী কিঞ্চিত পরিমানেও টেমা হইবে না।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৩
হ্যাজাক বলেছেন: গোল যাতে থাকে আমারে এ গোলাকার পৃথিবী
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
কোডব্লকার বলেছেন: ভাই আপনার পৃথিবী গোল। আর আমার টা ১০০ কোণা। ২০০১ সালে দেখা হইছে, আর দেখা হয় নাই।