নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোয় আলোকিত

হ্যাজাক

বিশাল এই জগতটাতে আমি নগন্য । খুজি ফিরি সুন্দর একটি মানুষ, কিছু মানুষ............

হ্যাজাক › বিস্তারিত পোস্টঃ

আমি শুধু ভালবাসার অনুমতি চাই

০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:১৯



আমি বলছি না, আমাকে নিয়ে তোমার গল্প লিখতে হবে

আমি শুধু তোমাকে নিয়ে গল্প লেখার অনুমতি চাই,

আমি বলছি না, আমাকে নিয়ে তোমার কাব্য লিখতে হবে

আমি শুধু তোমাকে নিয়ে কাব্য লেখার অনুমতি চাই।



আমি বলছি না, আমাকে তোমার কল্পনার সাগরে ভাসাতে হবে

বলছি শুধু তোমাকে আমি আমার কল্পনার সাগরে ভাসাতে চাই,

আমি বলছি না, আমাকে তোমার স্বপ্নে দেখতে হবে

বলছি শুধু তোমাকে আমি আমার স্বপ্ন রাজ্যের রানী বানাতে চাই।



আমি বলছি না, আমার কুৎসিত চেহারার দিকে তুমি তাকিয়ে থাকো

আমি শুধু তোমার মায়াবী চোখে দৃষ্টির স্বান্তনা খুজতে চাই,

আমি বলছি না, আমার ছবি তুমি বালিশের নিচে রাখো

আমি শুধু তোমার ছবি স্ক্রিনে ঝুলিয়ে রেখে প্রেরণা খুজতে চাই।



আমি বলছি না তোমার সুখে আমাকে ভাগি করো

বলছি শুধু তোমার সুখে দূরে দাড়িয়ে মুচকি হাসি দেয়ার অনুমতি চাই,

আমি বলছি না, আমার কষ্টে তুমি অশ্রু ফেলো

বলছি শুধু তোমার কষ্টে পাশে থেকে হাতটি ধরার অনুমতি চাই।



আমি বলছি না, আমাকে তোমার ভালবাসাতে হবে

বলছি শুধু তোমাকে একাকি নিভৃতে ভালবাসার অনুমতি চাই।









ইহা হ্যাজাকের জীবদ্দশার দ্বিতীয় কাব্য নামক আগডুম বাগডুম।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৪

সোনাবালি'র আপন ভুবন বলেছেন: আমি বলছি না, আমাকে তোমার ভালবাসাতে হবে
বলছি শুধু তোমাকে একাকি নিভৃতে ভালবাসার অনুমতি চাই।

০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৭

হ্যাজাক বলেছেন: হুম। সেটাই..................

২| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:০২

ডি মুন বলেছেন: আমি বলছি না, আমার কষ্টে তুমি অশ্রু ফেলো
বলছি শুধু তোমার কষ্টে পাশে থেকে হাতটি ধরার অনুমতি চাই।

০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৫

হ্যাজাক বলেছেন: রাজী আছেন?

৩| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:১১

রুপম শাহরিয়ার বলেছেন: ভালো লাগল।
++++++++++

০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৫

হ্যাজাক বলেছেন: প্লাসগুলো ধন্যবাদের সহিত গৃহিত হলো।

৪| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:২৪

আর.হক বলেছেন: অনুমতি কি পাওয়া গেলো?

০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৬

হ্যাজাক বলেছেন: প্রক্রিয়াধীন.........

৫| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো,,,,,,,,,,,

০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৭

হ্যাজাক বলেছেন: হ্যাজাকের জীবদ্দশার দ্বিতীয় কবিতা ভাল লাগছে শুনেই হ্যাজাকের বাতি আরো জ্বলে উঠলো।

৬| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

বটবৃক্ষ~ বলেছেন: সহজ সরল আবেগের চমৎকার প্রকাশ...+++

বলছিনা ভালোবাসতেই হবে...

০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৯

হ্যাজাক বলেছেন: আবেকটাতো সহজ সরল হওয়াটাই শ্রেয়। যেখানে কোন কৃত্রিমতা থাকেনা।

৭| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:১৬

একজন আরমান বলেছেন:
দারুন।

নিরমলেন্দু গুনের "তোমার চোখ এতো লাল কেন" কবিতার প্রভাব আমাদের সকলের মাঝেই বোধ করি পরেছে। :)

০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:২৭

হ্যাজাক বলেছেন: আরমান ভাই জিন্দাবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.