![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশাল এই জগতটাতে আমি নগন্য । খুজি ফিরি সুন্দর একটি মানুষ, কিছু মানুষ............
তাকিয়ে আমি তোমার কাজল নয়নে অপলকে,
বলছো মনে, দেখছো কি এমন করে?
বলছি শুনো, দেখছি তোমার নয়ন জোড়া গভীর নয়নে।
দেখছি আমি দীঘল তোমার এলোকেশে,
বলছো মনে, দেখছো কি এমন করে?
বলছি শুনো, নাকটি আমার ডুবিয়ে দেবো তোমার এলোকেশে।
তাকিয়ে আমি বিন্দু জলে ডুবে থাকা তোমার নাকে,
বলছো মনে, দেখছো কি এমন করে?
বলছি আমি, জলটুকু তোমার নাকে ঘসে নেবো আমার নাকে।
তাকিয়ে আমি তোমার গলের ঐ ভাজে,
বলছো মনে, দেখছো কি এমন করে?
বলছি মনে, ঘুরবো আমি তোমার গলের ঐ ভাজে।
দেখছি আমি তোমার ললাট উদাস পানে,
বলছো মনে, দেখছো কি এমন করে?
বলছি শুনো, মিশিয়ে দেবো আমার ললাট তোমার ললাটে।
ধরছি আমি হাতটি তোমার শক্ত করে,
বলছো মনে, দেখছো কি এমন করে?
বলছি মনে, আঁকড়ে নেবো হাতটি তোমার আমার হাতে।
তাকিয়ে আমি তোমার ঠোঁটে নিস্পলকে,
বলছো মনে, দেখছো কি এমন করে?
বলছি শুনো, দেবো তোমার মিষ্টি ঠোঁটে একটি চুমু এঁকে।
তাকিয়ে আমি তোমার দিকে মুগ্ধ হয়ে,
বলছো তুমি, দেখছো কি এমন করে?
বলছি শুনো, জড়িয়ে নেবো তোমায় আমি আপন করে ভালোবেসে।
হ্যাজাক
১২.০৬.১৩, রাত ২.৫৩, মোবাইলে।
ছবিঃ ফর্ম গুগল।
১৩ ই জুন, ২০১৩ রাত ১২:১৭
হ্যাজাক বলেছেন: ধন্যবাদ।
২| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:০৮
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
১৩ ই জুন, ২০১৩ রাত ১২:১৮
হ্যাজাক বলেছেন: কৃতজ্ঞ হলাম।
৩| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:১৮
মায়াবী ছায়া বলেছেন: +++
১৩ ই জুন, ২০১৩ রাত ১২:২০
হ্যাজাক বলেছেন: বুঝে পেলাম
৪| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:২০
তানিয়া হাসান খান বলেছেন: সুন্দর
১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪
হ্যাজাক বলেছেন: ধন্যবাদ আপু
৫| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:১১
লিঙ্কনহুসাইন বলেছেন: হ্যাজাক লাইট এর মতন ফকফকা কোবতে ++++++
১৩ ই জুন, ২০১৩ রাত ১:২৫
হ্যাজাক বলেছেন: হ্যাজার টিউব লাইট হতে পারেনি কিন্তু হ্যাজাকের মৃদু আলোতে আলোকিত করার চেষ্টা করছে ।
৬| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:২৯
লিঙ্কনহুসাইন বলেছেন: হ্যাজাকের মৃদু আলোতে কেমতে হইলো !! একটা হ্যাজাক ১০টি টিউব লাইট এর চাইতে বেশি আলো দেয়
১৩ ই জুন, ২০১৩ রাত ১:৩৩
হ্যাজাক বলেছেন: তাইলে ঐটাই ঠিক......... হ্যাজাকের মিস্টি আলো, হ্যাজাকেরর আলো আধারীর খেলা। টিউব লাইটের সেই আলো আধারীর খেলা্টা নাই।
৭| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:৪২
আর.হক বলেছেন: একটা গান শুনছি............. শোন এ হৃদয় কি বলে ..... আমি আর একা নই।...
ভাললাগা দিলাম।
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৫
হ্যাজাক বলেছেন: ধন্যবাদ
৮| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:৩১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো।
১৪ ই জুন, ২০১৩ রাত ১:৪১
হ্যাজাক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৩ রাত ১২:০৫
আমার মন বলেছেন: ভাল লাগল। +