নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোয় আলোকিত

হ্যাজাক

বিশাল এই জগতটাতে আমি নগন্য । খুজি ফিরি সুন্দর একটি মানুষ, কিছু মানুষ............

হ্যাজাক › বিস্তারিত পোস্টঃ

সে তো তুমি…...

১৮ ই জুন, ২০১৩ রাত ১১:১০



দূরের আকাশে যাকে খুঁজি, সে তো তুমি

দিগন্ত নিলীমায় যার ছবি আঁকি, সে তো তুমি

সাগরের তরঙ্গে যাকে খুঁজি, সে তো তুমি

নদীর বাঁকে বাকেঁ যাকে খুঁজি , সে তো তুমি

তোমার খোঁজে ঘুরি আঁকাশের নিলিমায়, সাগরের জলকণায় দিগবিদিকে।



প্রতিটি পলক যাকে নিয়ে, সে তো তুমি

প্রতিটি নিঃশ্বাসে যাকে নিয়ে, সে তো তুমি

প্রতিটি শ্রবণে যার ধ্বনি, সে তো তুমি

প্রতিটি উচ্চারণে যার বানী, সে তো তুমি

তোমায় খুঁজি অপলক নয়নে, ঘন নিঃশ্বাসে, শ্রবণে উচ্চারণে প্রতিটি ক্ষনে।



হাজার ভীড়ের মাঝে যাকে খুজি, সে তো তুমি

একাকি নীড়ের সাঁজে যাকে খুঁজি, সে তো তুমি

ক্লান্ত দুপুরে যাকে খুঁজি, সে তো তুমি

স্নিগ্ধ সকালে যাকে খুজি, সে তো তুমি

তোমায় খুঁজি একাকি পথে মুগ্ধ বিকাল, রাত্রি গভীর অন্ধকারে।



তৃষিত হৃদয়ে যাকে খুঁজি , সে তো তুমি

হৃদয় পটে যার ছবি আঁকি, সে তো তুমি

প্রতিটি আঁচড়ে যাকে অনুভবি, সে তো তুমি

স্মৃতির বাঁকে যাকে খুঁজি, সে তো তুমি

খুঁজি তোমায় তৃষিত হৃদয়ে স্মৃতির মাঝে, চিন্তা গুলির দৃশ্যপটে।



মিষ্টি রোদে খুঁজছি যারে, সে তো তুমি

চাঁদের আলোয় খুঁজছি যারে, সে তো তুমি

একলা পথে খুঁজছি যারে, যে তুমি

চুপটি করে ভাবছি যারে, সে তো তুমি

ভাবছি যাবো চলবো দূরে হাতের ফাঁকে হাত ঢুকিয়ে, মিষ্টি আলোয় সঙ্গোপনে।



শুনছি তোমার মিষ্টি ধ্বনি আপন মনে

দেখছি তোমার নয়ন জোড়া নিষ্পলকে

বিভোর তোমার হাসির দেশে তন্মযে

বাসবো ভালো তোমায় আমি হৃদয় দিয়ে

জড়িয়ে নিবো তোমায় আমি আপন করে।







১৮.০৬.১৩, রাত ০২.৩২ ।

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: +

১৯ শে জুন, ২০১৩ রাত ১২:০৯

হ্যাজাক বলেছেন: পেলুম

২| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:০০

মায়াবী ছায়া বলেছেন: একলা পথে খুঁজছি যারে, যে তুমি
চুপটি করে ভাবছি যারে, সে তো তুমি
ভাবছি যাবো চলবো দূরে হাতের ফাঁকে হাত ঢুকিয়ে, মিষ্টি আলোয় সঙ্গোপনে।
--বেশ ভালো লাগলো !! চমৎকার লিখেছেন ।।
ভালো থাকুন ।।

১৯ শে জুন, ২০১৩ রাত ১২:১০

হ্যাজাক বলেছেন: ধন্যবাদ ছাড়া কি বা দিতে পারবো?

৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:১০

শহুরে আগন্তুক বলেছেন: কে ?????? #:-S

১৯ শে জুন, ২০১৩ রাত ১২:১৯

হ্যাজাক বলেছেন: সে..........

৪| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:
+++ ভাল লাগল।

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৪

হ্যাজাক বলেছেন: ধন্যবাদ।

৫| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা!

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৫

হ্যাজাক বলেছেন: প্রীত হলাম

৬| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

রাইসুল সাগর বলেছেন: +++ । শুভকামনা সব সময়।

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৫

হ্যাজাক বলেছেন: আপনার জন্যও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.