![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশাল এই জগতটাতে আমি নগন্য । খুজি ফিরি সুন্দর একটি মানুষ, কিছু মানুষ............
মাননীয় মডু,
সামহোয়ার ইন ব্লগ
বিষয়ঃ এক কোটি মন্তব্য উপলক্ষ্যে পার্টির আবেদন।
জনাব
ইতিমধ্যেই আমরা অবগত হইয়াছি যে, ২০০৫ সালে শুরু করিয়া সামহোয়ার ইন ব্লগ (সামু) আজ ১০,০০০,০০০ (এক কোটি) মন্তব্য লাভ করিয়াছে। প্রায় ত্রিশ লক্ষ পোষ্ট দিয়া লক্ষাধিক ব্লগার আজ এক কোটি মন্তব্যের নতুন মাইল ফলক স্থাপন করিতে সক্ষম হইয়াছে।উক্ত মন্তব্য করিবার সম্পূর্ন কৃতিত্ব সম্মানিত ব্লগারগনের। তাহাদের আন্তরিকতা, ভালবাসা, আর ক্যাচালের সমন্বয় যে মাইল ফলক স্থাপন করিতে সক্ষম হইয়াছে তা উপলক্ষ্যে সকল ব্লগারবৃন্দের সম্মানে একটি পার্টির আবেদন করিতেছি।উল্লেখ্য যে, প্রমান হিসেবে উপরে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হইলো।
সবিনয় নিবেদন এই যে , উক্ত আবেদন গ্রহন করিয়া এ উপলক্ষ্যে মডুদের কাছে একটা রাত্রিকালীন পার্টির আবেদন করিতেছি।
নিবেদক
হ্যাজাক
সকল ব্লগারদের পক্ষ থেকে।
বিঃদ্রঃ প্রথম ও কোটি স্থাপন কারী দুই মন্তব্যকারীকে দেখিবার ব্যাপক ইচ্ছা জাগিয়াছে , সুহৃদয়বাগন সহায়তা করিবেন।
শুভকামনা সামু।।
অভিনন্দন সামু।
অভিনন্দন সকল ব্লগারবৃন্দ।
২২ শে জুন, ২০১৩ রাত ১১:৫৬
হ্যাজাক বলেছেন: আসেন কোলাকুলি করি কিন্তু পার্টি হওয়া চাই।
২| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:০০
খাটাস বলেছেন: লাখ ব্লগার এক সাথে পার্টি, শোলাকিয়ায় পার্টি করা যাইতে পারে।
আসেন কোলাকোলি করি।
২৩ শে জুন, ২০১৩ রাত ১২:০৬
হ্যাজাক বলেছেন: ফরিদ উদ্দিন মাসুদ সাবের কাছে থেকে ভাড়া নিমু সমস্যা কি? ঈদের কোলাকুলি নাকি পার্টির কোলাকুলি?
৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:০২
একজন আরমান বলেছেন:
খানাপিনা শুরু করার আগে আম্রে কল দিয়েন।
২৩ শে জুন, ২০১৩ রাত ১২:০৭
হ্যাজাক বলেছেন: আগে ভাগেই লেটকা মাইরা বসেন পরে জায়গা পাইবেন না কিন্তুক
৪| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:০৯
মাক্স বলেছেন: আবেদনপত্র নাকচ করা হৈল
২৩ শে জুন, ২০১৩ রাত ১২:১৭
হ্যাজাক বলেছেন: নিজেই খাইবেন না অন্যান্যদের ও খাইতে দিবেন না , পাইছেন টা কি?
৫| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:১৩
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন:
২৩ শে জুন, ২০১৩ রাত ১২:১৭
হ্যাজাক বলেছেন: হাসলেন .......... হাসলে কি আর পার্টি হবে?
৬| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:২৯
ফারহুম বলেছেন: রেডি হইতাছি...
২৩ শে জুন, ২০১৩ ভোর ৫:৫৯
হ্যাজাক বলেছেন: আশান্বিত হইলাম
৭| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৩৮
লিঙ্কনহুসাইন বলেছেন: বেশি কইরা হ্যাজাক লাইটের ব্যবস্থা করতে হইপো , কারেন্টের তো আর বিশ্বাস নেই এই যায় এই আসে
তায় কইছিলাম পার্টিটা বঙ্গোপসাগরে হইলে কেমন হয় ! বিশাল একটি জাহাজের বঙ্গোপসাগর মাঝে শত শত ব্লগারা অহ চর্ম ব্যাপার সেপার জাহাজ ভাড়া করতে ১০-২০ টাকা যায় লাগে আমি দিমু :!> তার পরেও সমুদ্রের মাঝে হবে এই পার্টি !!!
২৩ শে জুন, ২০১৩ ভোর ৬:০১
হ্যাজাক বলেছেন: আপনে ভাই বুঝছেন। কারেন্টের বিশ্বাস নাই বলেই টিউব লাইটের বদলে নাম রাখছি হ্যাজাক।
বঙ্গোপসাগর হোক আর আটলান্টিক হোক পার্টি একটা হওয়া চাইই চাই
৮| ২৩ শে জুন, ২০১৩ ভোর ৪:৩৫
বাংলার হাসান বলেছেন: একটা মিস কল দিলেই হাজির হয়ে যাব।
২৩ শে জুন, ২০১৩ ভোর ৬:০৩
হ্যাজাক বলেছেন: মডুদের কাছে পার্টি উপলক্ষ্যে নিমন্ত্রন কার্ড পাঠানোর জোর দাবী জানাচ্ছি
৯| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৯:২১
হেডস্যার বলেছেন:
খালি থালা লৈয়া হাজির হইলাম। খানা কখন শুরু হৈবো?
২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৬
হ্যাজাক বলেছেন: মডু সম্প্রদায়ের কোন আওয়াজ পাওয়া যাচ্ছে না।
১০| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: ওয়াও !! এটা তো একটা বিশলা ব্যপার !
অভিনন্দন সামু
২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:২০
হ্যাজাক বলেছেন: সামুর কোন সাড়া শব্দ নাই।
১১| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: পার ক্লিকে ১ সেন্ট!
১ কোটি ভাগ ১০০। এক লক্ষ ডলার
পার্টি একদিন না টানা চইলতে হপি!!!!!!!
সামু এডসেন্সে আছে? না নাই? না থাকলে কেনু নাই....
আমরাও কিসু কামাইতাম
নিজেরাই পার্টি করতাম
২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:২১
হ্যাজাক বলেছেন: হিসাব কিতাবে তো আপনে বহুত পাক্কা।
১২| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:০৩
রেজা এম বলেছেন: আলাস্কা বিচ এ পার্টি হোক । । । । তবে গোবি জায়গাটা মন্দ না .।/। আপনারা কি বলেন ?
২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:২৩
হ্যাজাক বলেছেন: আলস্কা বলেন গোবি বলেন আর কক্সবাজার বলে পার্টি কিন্তু একটা হওয়া চাইই চাই।
কিন্তু মডুদের কানে কি পানে যাবে?
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৩ রাত ১১:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: অভিনন্দন ও অভিবাধন ব্লগার জগতের সব বন্ধুদের
এস তবে দিনক্ষন টিক করে একদিন নিজেদের মেলে দেই আড্ডা ও
আনন্দ ভুবনে ।
আজ শুধুই খুশি
আজ শুধুই আনন্দ
হোক সবার চিত্ত এক নব জলসায়
ভেসে যাক অন্যায় , দূর হোক মন্দ
শুভ ব্লগিং