নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোয় আলোকিত

হ্যাজাক

বিশাল এই জগতটাতে আমি নগন্য । খুজি ফিরি সুন্দর একটি মানুষ, কিছু মানুষ............

হ্যাজাক › বিস্তারিত পোস্টঃ

মিথ্যে চেষ্টা

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯



ব্যস্ততার মাঝে নিজেকে ডুবিয়ে দেয়ার

এক মিথ্যে চেষ্টা

তবুও নিরন্তর চেষ্টা করে যাই

যদি ডুবিয়ে রাখা যায় ব্যস্ততার গভীরে নিজেকে

যদি ভুলে থাকা যায় কষ্ট গুলো

যদি ভুলে থাকা যায় ব্যথাগুলো

মিথ্যে সে সব চেষ্টা

এ যেন তীলে তীলে নিজেকে নিঃশেষ করে দেয়ার পায়তারা।



দিনগুলি যদি আমার মতো গড়ে নেয়া যেত

হয়তো এ চেষ্টার প্রয়োজন হতো না

তাকে যদি মনে কথাগুলো আগেই বুঝানো যেত

হয়তো এ কষ্টের প্রয়োজন হতো না

তাকে যদি আরো আগেই ভালবাসায় জড়ানো যেত

হয়তো এ ব্যথা থাকতো না

এমনি একটি সময় তাকে বুঝানো গেলো

যখন অতিবাহিত হয়ে গিয়ছে অনেকটা সময়

যখন গড়িয়ে গিয়েছে অনেক পথ

যখন ভাললাগা ভালবাসা বহুদূরে অবস্থান করছে



তবুও তাকে ভালবাসি

তবুও তার ভালবাসা পেয়েছি

তবুও তার ভালবাসার প্রতীক্ষায় থাকবো

তবুও তার ভালবাসা পাবো

তবুও তাকে ভালবাসবো

তবুও সে ভালবাসবে



হয়তো এ ভালবাসায় তাকে একান্ত করে পাওয়া হবেনা

হয়তো এ যাত্রায় তার হাতটি হাতের মুঠোয় আগলে রাখা হবেনা

হয়তো গভীর রাতে জ্যোৎস্না আকাশে তাকিয়ে গল্প করা হবেনা

হয়তো তাকে ভালবাসা দিয়ে জড়িয়ে ধরা হবেনা



তাতে কি?????

হাজারো কষ্টের মাঝেও তার ভাললাগা, ভালথাকাই যদি হয় আমার ভালথাকা

যাকে আত্মা বলি, সে আত্মা যদি সুখে থাকে এটাই আমার সান্তনা

যার স্পন্দন প্রতিটি শিরায় শিরায় সে সচল থাকাই আমার প্রেরণা

তার সুস্থতা অসুস্থতাই যদি হয় আমার সুস্থতা অথবা অসুস্থতা



সান্তনা এখানেই......

প্রতীক্ষার মাঝেও তাকে দীর্ঘ ভালবাসাটুকু অবেশেষে বলা গেলো

একান্ত ভাবে তাকে কিঞ্চিৎ ভালবাসা দেয়া গেলো

নবীড় ভাবে তাকে ভালবাসায় জড়ানো গেলো

গভীর ভাবে তার মাঝে হারিয়ে যাওয়া গেলো

সবচেয়ে বড় কথা হলো, আজীবন তাকে একান্তভাবে ভালবাসার অনুমতি পাওয়া গেলো।













(ছোট্ট একটি স্ট্যাটাস লিখতে গিয়ে কি হয়ে গেলো,............. কবিতা হলো কিনা কবিরা হয়তো বলতে পারবে, আমি শুধু বলবো আমি ব্যস্ততার মাঝে নিজেকে ডুবিয়ে দিতে চেষ্টা করছি)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৭

হ্যাজাক বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.