নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোয় আলোকিত

হ্যাজাক

বিশাল এই জগতটাতে আমি নগন্য । খুজি ফিরি সুন্দর একটি মানুষ, কিছু মানুষ............

হ্যাজাক › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার ইচ্ছেঘুড়ি

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২



এখন আর আগের মতো ভালো লাগে না গানের সুরে মন ডুবাতে

ভালো লাগে না, ছিনেমা দেখে সময় কাটাতে

ভালো লাগেনা, টিভি নাটকে নিজেকে ডুবাতে

শুধু ভালো শুধু তোমায় নিয়ে গান বেঁধে তোমার জন্য সময় কাটাতে।



এখন আর ভালো লাগেনা বাহিরে বাহিরে ঘুরে বেড়াতে

ভালো লাগেনা, দূরের পথে চেয়ে থাকতে

ভালো লাগেনা, সন্ধ্যা বিকালে একাকি হাঁটতে

ভালো লাগে শুধু তোমার সাথে কল্পনায় বাস্তবে দূরের পথে ঘুরে বেড়াতে।



এখন আর ভালো লাগেনা গল্প কবিতা পড়তে

ভালো লাগেনা, উপন্যাসের মাঝে ডুবিয়ে দিতে

ভালো লাগেনা, ভ্রমন কাহিনীতে ঘুরে বেড়াতে

ভালো লাগে শুধু তোমায় নিয়ে গল্প লিখতে, কবিতা বানাতে, উপন্যাসে চরিত্র আঁকতে।



এখন আর ভালো লাগেনা বন্ধুদের সাথে আড্ডা দিতে

ভালো লাগেনা, অন্যের সাথে সময় কাটাতে

ভালো লাগেনা, কারো সাথে গল্প জমাতে

ভালো লাগে শুধু তোমার সাথে গল্পের পর গল্প করে সময়ের ঘড়ি ঘুড়াতে।



এখন আর ভালো লাগেনা আকাশের দিকে তাকিয়ে থাকতে

ভালো লাগেনা, চাঁদের আলোয় নিজেকে ভাসাতে

ভালো লাগেনা, ঝিরঝির বাতাস গায়ে জড়াতে

ভালো লাগে শুধু তোমাতে তাকিয়ে চন্দ্রে নিলিমায়, বাতাসের মাঝে হারিয়ে যেতে।



এখন আর ভালো লাগেনা, অলস ঘুমিয়ে সময় কাটাতে

ভালো লাগেনা, চিন্তা গুলোকে ভাবতে দিতে

ভালো লাগেনা, মনযোগী মনে কাজে ডুবতে

ভালো লাগে শুধু তোমার সাথে তোমার মাঝে জীবনটাকে সঁপে দিতে।



ভালো লাগে,

তোমার আমার সময়টাকে মিলিয়ে নিতে

তোমার ভাবার ভাবনাগুলো ভেবে নিতে

তোমার জন্য প্রতীক্ষা করে কাটিয়ে দিতে

তোমার কাছে মিষ্টি করে বকা খেতে

তোমার চোখে চোখ রেখে তাকিয়ে থেকে

তোমার জন্য প্রতিটি কাজে ব্যস্ত থেকে।



ইচ্ছে করে,

তোমার হাতটি তোমার হাতে রেখে চুপটি করে বসে থাকার

তোমার চোখে চোখটি রেখে পলকহীন তাকিয়ে থাকার

তোমার কাঁধে মাথা রেখে জ্যোৎস্না রাতে আকাশ দেখার

তোমার কোলে মাথা রেখে দিবা রাতি ঘুমিয়ে যাওয়ার

তোমার বুকে কানটি পেতে তোমার বুকের শব্দ শুনার

তোমার চুলে নাকটি আমার ডুবিয়ে দিয়ে ঘ্রান শুকার

তোমার নাকে নাকটি ঘষে লাল বানিয়ে জলটুকু নেবার

তোমায় আমার বাহুর মাঝে বুকে সাথে জড়িয়ে ধরার

তোমার পাশে জীবনটাকে কাটিয়ে দেওয়ার।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.