![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেলেন রুপা
রাতের শেষ প্রহরে ভোরের আগমনী ,
তখনো আকাশ থেকে চাঁদের আলো সরে যায়নি ..
আমি নিরবে , ভয়ার্ত হৃদয় নিয়ে নেমে পড়লাম তোমায় দেখার উদ্দ্যেশে ,
বুক টা তখন ভয়ে ধুকপুক করে কাপছে !
রাস্তার ল্যাম্পপোষ্ট এর আলোয় মনে হচ্ছে , হয়তো রাত ২ টা কি ৩ টা বাজে !
মাঝে মাঝে রাস্তার কুকুর গুলো কেমন যেন ভয়ংকর আওয়াজে লিপ্ত হচ্ছে !
আমার হাত পা তখন নিজ থেকেই ঠান্ডা হয়ে আসছে !
মাঝে মাঝে অন্ধকারের নিরবতা আমাকে কেমন আকড়ে ধরতে চাইছে ।
আমি যেন দ্রুত গতিতে হেঁটে চলেছি তোমার পানে ।
ভোরের সূর্যদোয় তোমার মাঝে দেখার লোভ নিয়ে দ্রুত গতিতে ছুটে চলা ।
ভোর টা না হয় প্রকৃতির সাথেই হয়ে গেল ,
কিন্তু তোমার সাথে দেখা করার আগের প্রতিটি মূহুর্তই যেন আমার কাছে স্বর্ণযুগ বা তেমন কিছু !
চলতে চলতে হঠাৎ তোমার কাছে পৌছে যাওয়া !
এ যেন এক কঠিন ভালোলাগার মুহুর্ত !
যা বলে কখনোই বোঝানো সম্ভব নয় , হয়তো বুঝবেও না কখনো ।
তুমি আমার পাশে মাঝে মাঝে স্বপ্ন মনে হচ্ছে , মাঝে মাঝে বাস্তব !
তোমার কথা গুলো মনে হচ্ছে শুধু শুনেই যাই , আমি কিছুই না বলি ।
তোমার সাথে বৃষ্টি ভেজা রংধনুময় বিকাল ,
সে যেন স্বপ্নময় এক রাজ্যে ঘোরা বিকাল ছিলো ।
সাথে জোঁসনা রাতের সন্ধ্যা অপেক্ষা তা যেন হাজার বছরের মধুময় মুহুর্ত ____
হঠাৎ করেই পূর্ণিমার আলোয় আলোকিত নীল সবুজে ঘেরা পৃথিবী !
সাথে তুমি আর আলোয় ঘেরা আমি ……
মনে হয় স্নিগ্ধ প্রদীপের আলো মেখে যায় আমার শরীরের প্রতিটি অংশে ,
অসাধারণ কিছু স্মৃতিতে ঘেরা অমলীন মুহুর্ত !
মুহুর্ত গুলো নিমিষেই শেষ হয়ে যায় থেকে যায় শুধু স্মৃতি ,
সেই স্মৃতি নিয়েই নতুন স্বপ্নের পথ বেয়ে চলতে থাকা ……
তোমার অপেক্ষা যেন দিনের প্রতিটি মুহুর্ত থেকে শুরু করে রাতের শেষ চেয়ে থাকা পর্যন্ত ___
তোমায় ভালোবাসা যতটা না কঠিন তার চেয়ে বেশি কঠিন তোমার উপর অভিমান করে থাকা !
তবু মাঝে মাঝে অভিমানী হই , মাঝে মাঝে তোমায় নিয়ে অভিযোগের মালা সাজাই !
কিন্তু তোমার উপর অভিমান করে , সবার আড়ালে অঝরে অশ্রু ঝরাই ক্ষনে ক্ষনে ।
তোমায় অনেক ভালোবাসি মনে মনে …
কি করব বলো ? আমি তো এমনি !
©somewhere in net ltd.