![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিদের হৃদয় মগজ সব পঁচে গেছে,
বেরোচ্ছে প্রেমের আঁশটে গন্ধ
সভ্যতা বেচা ছন্দ দিয়ে সাজিয়ে দিচ্ছে-
প্রিয়তমার ধুসর চোখের কাজল,
ঘোলা সমুদ্রের ডুব সাতারে মগ্ন, লিখছে নষ্ট উপাখ্যান,
কলম সব গলে গেছে, শরীরী প্রেমের উত্তাপে।
পাকস্থলীতে সদ্য পড়া চোলাই সুবাসে লিখছে-
গদ্য-পদ্যের উদ্ভট সব হিসাব।
কবিদের হিসাব পাটিগণিতে এভাবে আমি দেবো মিলিয়ে,
প্রেম না, বিষাক্ত আত্নঘাতি সব লাইন দিয়ে।
কাশ্মীরের ছররা গুলো কবির বুকে লাগছে,
হিন্দকুশের আড়ালে আত্নঘাতীর ভেস্ট পরে আছে কবি,
থাইল্যান্ডের স্বৈরাচারীর লাঠির বাড়ি পড়ছে কবির উর্বর মাথায়,
সিরিয়ায় ফেলা বোমা পড়ছে কবির প্রেমে সিক্ত টসটসে হাতে,
ইরাকে পেতে রাখা বোমার গাড়িতে বসে আছে কবি,
ইরানে জেলের বদ্ধ কুঠুরিতে শুয়ে ঘুমায় আমাদের সব প্রেম কবি,
টার্কির অভ্যুত্থানে ফাঁসির আদেশে বিচার হচ্ছে প্রিয় কবিদের।
ফিলিস্তিনে নিজের বাড়িতে পরবাসী যৌন কবি,
খেমরুজের নির্যাতনে কলিজা পঁচে গেছে কল্পনা কাতুর কবিদের,
তবুও কবিরা লিখুক, লিখুক সব কাব্য-প্রেমের।
ব্যাথা গুলো সব ওরা পাক, ঐ বেজন্মার দল,
তবু বেঁচে থাক আমার প্রিয়, কবি সকল।
উৎসর্গঃ সকল প্রেম কবিকে
©somewhere in net ltd.