![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐ সীমান্তের কাঁটাতার কেটে আমি হায়েনা ঢুকিয়ে দেবো,
প্রতি খাঁজে নিশ্চিত মৃত্যুর ডাক দিয়ে রুখব সব শরনার্থী,
জমি আমার, ঘর আমার, দেশ আমার,
তবে কেন আসবে ঐ ঘরহারার দল?
বিভ্রান্ত পথিককে থামিয়ে পিপাসার জল কেড়ে নেবো,
কোলে থাকা ছোট শিশুর কার্ডিগান, বাক্সে থাকা সব চকলেট,
কাঁটা তারে বিদ্ধ হয়ে থাকা থলথলে মাংসের কিমা,
আমি চেটে পুটে খেয়ে নিয়ে ঢেকুর তোমাদের মুখে ছাড়ব।
ধুলো পায়ে হেটে আসা সব ক্ষুধার্তের দল থেকে সবচেয়ে সুন্দরীকে-
করে রাখব আমার নিঃস্বঙ্গ রক্ষীতা। নষ্টামির শিখরে নিয়ে যাবো,
অর্ধেক রাত চকলেট আর অর্ধেক রাত স্ট্রবেরি দিয়ে খেয়ে,
সকাল দেখবো কোন সমাবেশ করা নেতার চোখে।
শিশু গুলোকে বেচে দেবো, চোখ, কান, হৃদপিন্ড, ফুসফুস- সব দামী,
কোটি টাকার ব্যবসায় শরনার্থী শিবির, আমার হাত লাল।
সাথে দেশে দেশে অস্ত্রের বিকিকিনি, আমি শ্যাম্পেনের ড্রামের সুখ বুঝি,
আমি রাজা, আমি রাজা, তোরা সব অসুস্থ আমার আজ্ঞাবহ প্রজা,
বিক্রি হবি? আমি আমি কিনব!
কুমারি মেয়ের অস্থির সব স্বপ্ন কিনে তোদের জন্য বানিয়ে দেবো
ঐ কাটাতারে ঘেরা সব বন্দী শরনার্থী শিবির।
উৎসর্গঃ শরনার্থী শিবিরের উদ্বাস্তুদের কে
©somewhere in net ltd.