নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিপ্লবী ধারায় লিখতে পছন্দ করি।

গিলগামেশের দরবার

সামুদ্রিক বাস্তুতন্ত্র গবেষক (দক্ষিণ চীন সাগর)

গিলগামেশের দরবার › বিস্তারিত পোস্টঃ

ওমরানের শেষকৃত্য

৩০ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:১০


পড়ে থাকা ছেড়া পাতার বিসুখের মতো নষ্ট,
ভোর রাতে জেগে থাকা নিষিক্ত কোন প্রেম নিষিদ্ধ,
ছেড়ে ছেড়ে ছাই রঙের বর্ণালিতে মেতেছে অপ্রিয় জাদুকর,
কিছু আঁকছে না, বৃত্তে বন্ধী ক্যানভাস সব ধুসর।

সীমান্ত পেরিতে ঐ ঘরহারা উদ্বাস্তুর কান্না,
হাজার শোকগাথা তোমাদের মনে থাকার না,
প্রেম আর বিরহে মেতে তোমাদের চিত্তে স্থুলতা,
নগ্ন চিন্তার সব উদ্ভট। ছেড়ে পালাচ্ছে সব ঘরহারা,
আমি দেখছি, আমি দেখছি-
এই কবিতায় শুধু লিখছি।

ত্রানের সব বস্তা নিয়ে ছুটে পালাচ্ছে আমলা-
শুধু দেখব আর দেখব আমি কিছু বলব না।
কাঙালের ধন লুট হয়ে গেলো, তোমরা করো রাজনীতি
গদিতে মোড়ানো বেড নেতার, সবাই করে চাটাচটি।

বিগলিত সব ছিনা, ভ্রু, ভালোবাসা নিয়ে-
তোমাদেরকে দেবো প্রেম প্রেম খেলতে,
নশ্বর ভালোলাগা গুলো বেশ্যার দরে বেচতে,
তোমাদের সুখ-ব্যাথা দেখবো রোমন্থনের মোমবাতি জ্বালিয়ে।
হিমাদ্রির কাছের অভিযোগে সৃষ্টির আল্পনা,
তোমরা সবাই ত্রান চোর, তা তোমরা জানো না?

ত্রানের শিবিরের বেচে যাওয়া শেষ ধুলো টুকু কুড়িতে,
হয়তো ওমরানের শেষকৃত্যটা হয়ে যাবে।



উৎসর্গঃ আলেপ্পোতে রাশিয়ান বিমান হামলায় নিহত শিশুদের কে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.