নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিপ্লবী ধারায় লিখতে পছন্দ করি।

গিলগামেশের দরবার

সামুদ্রিক বাস্তুতন্ত্র গবেষক (দক্ষিণ চীন সাগর)

গিলগামেশের দরবার › বিস্তারিত পোস্টঃ

সাদা কালো রং করা উন্মাদের দেশ

৩০ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:১৩


বৃষ্টি ভালো লাগত, এখন খরায় ভিজি-
কাশবন থেকে বেরিয়ে, ডিঙ্গি নৌকা সাঁতরায়,
মাঝিকে ডেকে সিক্ত কবিতা গুলো পড়ে শুনাই-
বোঝে না, মাঝি বোঝে না। সে জল বোঝে, বোঝে-
বিষহীন সাপদাঁতের অমোঘ কামড়, রক্তাক্ততা।

ডিঙ্গি থেকে নেমে চলে যাই, পাহাড়। শক্ত বুকের-
উন্মাদ গান গায়, মাধুকারী মহুয়ার নেশায়।
খরায় ভিজি, সাথে কষ্টের জ্বর। আমাকে নিয়ে যাও মাঝি-
ঐ তেপান্তরের কোন সাদা কালো রং দ্বীপে,
চেতনাহীন কোন পথে, সাথে আমার বর্নহীন ক্যানভাস,
রঙের ডিব্বা, পালকের মতো তুলি।
আমি আঁকব, গাবো, কথা বলব, চিৎকার দেব-
ভয়হীন কোন প্রেমিকের বুকে।
নষ্ট হবো, কাশবনে ফিরে আসব- গভীর রাতে তুমি-আমি
ডুব সাঁতারের কোন দ্বীপে, ভয় হীন প্রেমিকের বুকে।

চিন্তা গুলো এলোমেলো, ঘুমের ঔষধে ঘুম হবে না,
কাকের দাঁড়াকে সাক্ষী রেখে প্রেম প্রেম খেলব,
নষ্ট হবো, কাশফুল গায়ে মেখে সারা রাত ঝাঁপিয়ে-
সকালে দেখবো, ডিঙ্গি চলে গেছে। নিষেধের দিন শেষ হবে-
আমাকে নিয়ে যাও মাঝি, আমি যাবো,
তোমার ঐ সাদা কালো রং করা উন্মাদের দেশে।


উৎসর্গঃ সাদা কালো রং কে

ছবি কার্টেসিঃ সাদা কালো রং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.