![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারা আসলো।কিছুই ছিল না তাদের কাছে। শুধু বাইবেলটা এনেছিল।আমাদের ছিল সবকিছু। উর্বরা সব জমি।তারা আমাদের হাতে বাইবেল দিয়ে বলল আসো আমরা প্রার্থনা করি, ঈশ্বর আমাদের মঙ্গল করবেন। তারা আরো বলল আমরা তোমাদের সাহায্য করব। তারপর আমরা চোখ বন্ধ করে প্রার্থনা করতে বসে গেলাম। আমরা তাদের সাহায্যের অপেক্ষায় থাকলাম।
অতঃপর আমরা চোখ খুললাম, দেখি তাদের বাইবেল আমাদের হাতে, আমাদের সব জমি তাদের হাতে।
এভাবেই সাম্রাজ্যবাদী ইউরোপিয়ান শক্তি গুলা মানুষের জমি, দেশ কেড়ে নিয়েছিলো। কেড়ে নিয়েছিল সার্বভৌমত্ব।
সাম্রাজ্যবাদী ইউরোপিয়ান ইউনিয়নের নিপাত হোক।
ছবি কার্টেসিঃ জুলিয়ান অ্যাসাঞ্জ খ্যাত "উইকিলিকস"
©somewhere in net ltd.