নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিপ্লবী ধারায় লিখতে পছন্দ করি।

গিলগামেশের দরবার

সামুদ্রিক বাস্তুতন্ত্র গবেষক (দক্ষিণ চীন সাগর)

গিলগামেশের দরবার › বিস্তারিত পোস্টঃ

আমি লাল ভালোবাসি

৩০ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:২১


আমি চিৎকার করে বধিরকে বলে দেবো, লাল-
আমি লাল ভালোবাসি লাল। টুকটুকে লাল;
স্বস্নিগদ্ধ রঙ্গন, অবুঝ পলাশের লাল,
শেষ বিকালের বিপ্লবী আকাশের মত আমি লাল ভালোবাসি।

জীবন্ত ধমনীতে বহমান রক্তকুঞ্জের কুলুকুলু ধারার মতো-
জাদুঘরে রাখা প্রীতিলতার গায়ে বিদ্ধ বুলেটের লাল,
বক্ষব্যাধিতে আক্রান্তের বমি গন্ধের মত লাল
আমি লাল ভালোবাসি লাল।

পিচ পথে হড়হড়িয়ে ঢেলে দেয়া আসাদের বুকের মত লাল;
ডাস্টবিনে ফেলে দেয়া অবাঞ্চিত ভ্রুনের মত লাল,
পিঞ্জরে বেঁধে রাখা মাদুলির মতো বক্রহীন,
উন্মাদের খোলা মাথার ঘেলুর লাল, আমি লাল ভালোবাসি।

বাড়ি থেকে ডেকে নিয়ে, অবাধ্য কমরেডের বুকে-
বসিয়ে দেয়া ক্রস বুলেটের মত লাল।
তিয়েনআমেনে বীরদর্পে কাপানো ট্যাংকের চেইনের মতো,
বিশ্বযুদ্ধে নিহত, পচা বাসি সেনার মাংসের মত লাল
আমি লাল ভালোবাসি লাল।

বহমান ইউফ্রেটিসের মোহনা বৃত্ত, মৃতের শরীরের লাল,
ফায়ারিং স্কোয়াডে ঘুমন্ত বিপ্লবীর বুক,
সিগারেটের আগুনে পোড়ানো ধর্ষিতার নিতম্বের চেয়ে আরো লাল।

বিপ্লব লাল, রক্ত লাল, সবুজ ও এখন লাল,
পোকা মারা বিষ লাল, বুড়ো হাতির দাঁত লাল,
সাদা রং লাল, কালো রং লাল, এখন সব লাল। বিপ্লবী লাল,
স্যালুট লাল, সেনার বুটের তলা ও লাল।

তার চেয়ে ভালোবাসি আমি লাল,
আমি লাল ভালোবাসি লাল।



উৎসর্গঃ ভিয়েতনামের লাল আগস্ট বিপ্লবের সেনানীদের।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: জোরালো।

২| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২

গিলগামেশের দরবার বলেছেন: ভিয়েত কং দেরকে লাল সালাম। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.