নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিপ্লবী ধারায় লিখতে পছন্দ করি।

গিলগামেশের দরবার

সামুদ্রিক বাস্তুতন্ত্র গবেষক (দক্ষিণ চীন সাগর)

গিলগামেশের দরবার › বিস্তারিত পোস্টঃ

কবিতা বিক্রি হয়ে গেছে

৩০ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:২৪


এখানে কাক কুকুরের চেয়ে কবি বেশি, আস্ফালনে-
প্রেম বিরহের যত সব মিথ্যা বানোয়াট নিয়ে উভচরের দাঙ্গা,
নষ্ট সভ্যতার মত তাদের নিয়ে বসে কবিতার পর্ষদ,
ছিলেকুটে সাফ করা হয় বিদ্রোহীর সব দর্শন।

আমার সমকামী কবিতা, তোমাদের ভালো লাগার নয়,
তোমরা না হয় গেছো ব্যাঙের মতো, নিরাপদ থাকো।

এখানে মানুষের চেয়ে আনবিক বোমা বেশি-
পরমানুর অবৈধ সন্তানেরা শেষ করছে সভ্যতার অর্ধায়ু।
এখানে সভ্যতার চেয়ে যুদ্ধ বেশি-
ধান খেতের চেয়ে ক্ষুধার্ত পেট।

এখানে প্রেমের চেয়ে প্রেমিক বেশি-
উর্বর ভূমি চাষ করে- ফসল ফেলে দেয় রাস্তায়।

এখানে নীতির চেয়ে আমলা বেশি-
পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা নীতি কাব্য, দুর্গতের খালি পেটের ঘুম।
এখানে হরিন কম, বাঘ গুলো বেশি ক্ষুধার্ত,
প্লুটোনিয়াম চুল্লিকে ঠান্ডা করে, গরিবের থুতু।

এখানে মৃত্যু বেশি, জীবন কম,
চোরাবালি নিয়ে যাচ্ছে আমাদের জ্ঞান, চিন্তা, বিবেক।
হারামির হারামিপনা সভ্য,
মৃত্যুপথযাত্রীর আর্তনাদ ভুল, চরম ভুল।

এখানে বিবেক বিক্রি হয়, টাকায়,দেহে কিংবা রক্তে-
নিঃস্ব কবি, কবিতার লাইন ময়লাদানিতে।

কবি বিক্রি হয়ে গেছে, সাথে সব লাইন,
এখানে মানুষ মরে,
কলম থেকে প্রসব হয় প্রেমের নষ্ট উপাখ্যান।



উৎসর্গঃ সকল প্রেম কবিকে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.