![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝিলামের এক পশলা স্রোতকে বিশ্লেষণ করতে বসেছি,
পেয়েছি একফোঁটা রক্ত, হারিয়ে যাওয়া শিশুর জুতো,
কয়বিন্দু পোষা কুকুরের লোম, বৃত্ত আঁকানো কম্পাস,
অনেক বছরের পুরানো মৃতের অস্থিমজ্জা-
ম্যাকারেলের ঝাঁক ঠুকে খাচ্ছে,
পাথরের উপর গড়ানো জল-ভীষন লাল।
জল তো বর্ণহীন; লাল তো রক্ত!
ঝিলাম কেন লাল?
বেওয়ারিশ বিপ্লবীর সমাধি গুলো এপিটাফহীন-
বাঁশের চটা খসে, ঢাউস গর্ত,
সেনারা বুটে মাড়িয়ে চলে যায়।
কবর থেকে রক্তের স্রোত যায়-ঝিলামে,
বোনের ইজ্জত ঢাকা শাড়ি ধুতে হয়-ঝিলামে,
শিশুর থুতনিতে মেশা কান্নার ধারা ঝিলাম হয়ে বয়ে যায়।
দুটো রাষ্ট্র বর্ডার-বর্ডার খেলা করে,
ঝিলাম বয়ে নিয়ে চলে রক্ত স্রোত,
লাল ঝিলাম,
আমার বিপ্লবী ঝিলাম।
Dedication: Free #Kashmir Movement.
©somewhere in net ltd.