নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিপ্লবী ধারায় লিখতে পছন্দ করি।

গিলগামেশের দরবার

সামুদ্রিক বাস্তুতন্ত্র গবেষক (দক্ষিণ চীন সাগর)

গিলগামেশের দরবার › বিস্তারিত পোস্টঃ

শরনার্থীর চিৎকার

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২


সূর্যটাকে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, হয়ে যাবে ছারখার-
হিমালয়টাকে মিশিয়ে দেবো আটলান্টিকের ঐ অন্ধকার,
চাঁদকে গুলি করে মেরে ফেলেছি, বরফ সব গলিয়ে-
আন্দিজের উচু শহর দিয়েছি মাটিতে মিশিয়ে।

কুকুর শিয়াল মরা খায়, বিড়াল পাশের বাড়ি-
হায়েনার দল ঘুমিয়ে উঠল, এখন যাবে তোদের রাজ্য ছাড়ি।
প্রশান্ত সাগর খালি হয়েছে, বালি এখন তাতে ভর্তি-
তোরা সব কালা্র দল, শুনলি না ঐ ঘরহারার আর্তি।

জাহাজ ডোবে, নৌকা ডোবে, মানুষ নাকি মরে না-
তোরা তো সব বদ্ধ কালা, তোরা ওসব শুনবি না।
শিয়াল কুকুর শুনতে পেলো, লাশ গুলো সব কাকে খেলো,
তোরা তো সব অন্ধের দল, তোদের এতে কিবা গেলো।

শোরের বাচ্চা-হারামি বলে গাল আমি দিলাম না-
গাল দিয়েও যদি শিক্ষা হতো? তোদের এসব আসে না,
ভদ্র সেজে থাকিস তোরা, দিলাম আমি ধিক্কার-
কুকুরটাও শুনবে না ঐ শরনার্থীর চিৎকার।


উৎসর্গঃ সিরিয়ার অন্তঃহীন ছুটে চলা মানুষ গুলাকে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:



বিশ্বের ব হু দেশের মানুষ নিজের মাতৃভুমির উপর আস্হা হারিয়ে পালিয়ে যাচ্ছে, তারা সমস্যার সমাধান করতে চাচ্ছে না; সিরিয়ার রিফিউজীদের বাংলাদেশের প্লেইন দেন ঢাকায় আসার জন্য, ওরা আসবে না।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭

নগরবালক বলেছেন: সবাই একটা সুন্দর জীবন চায়। ঘরে বসে অনেক কিছুই বলা সম্ভব, আপনি কি কোন রিফিউজির সাথে কথা বলেছেন??? আমি বলেছি , শুনেছি তাদের গল্প । চাদগাজী সাহেব , মাথার উপর দিয়ে যখন দিন রাত চব্বিশ ঘন্টা বোমা উড়ে যাবে তখন টের পাবেন।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



আপনি জ্ঞান মানুষ সন্দেহ নেই, আপনি ওদের সাথে বলেছেন, ভালো; আমরা ৯ মাস সেই অবস্হায় ছিলেম; আমাদের ১ কোটী পালাতে বাধ্য হয়েছিল, কিন্তু ১ লাখ ২০ হাজার শত্রুকে পরাজিত করেছে; কাউকে না কাউকে সমস্যার সমাধান করতে হবে, সবাই পালিয়ে গেলে হবে না।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:



আপনি ওদের সাথে বলেছেন, ভালো; বাংলাদেশে আসতে চায় কিনা জেনে নেবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.