নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিপ্লবী ধারায় লিখতে পছন্দ করি।

গিলগামেশের দরবার

সামুদ্রিক বাস্তুতন্ত্র গবেষক (দক্ষিণ চীন সাগর)

গিলগামেশের দরবার › বিস্তারিত পোস্টঃ

ভারত পাকিস্থান যুদ্ধ ও বান কি মুন মামুর অ্যান্ড্রয়েড ফোনের বিজ্ঞাপন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২

ভারত আর পাকিস্থানের প্রায় ৩০ লক্ষ সেনা যুদ্ধের মুখে দাঁড়িয়ে অস্ত্রে শান দিচ্ছে। প্রায় ১৫০ কোটি মানুষের দুশ্চিন্তায় ত্রাহি ত্রাহি অবস্থা। উদ্ভুত পরিস্থিত ট্যাকল করার জন্য আমাদের ইউনাটেড ন্যাশনের ভূমিকাটা কি জানেন?

বান কি মুন অ্যনড্রয়েড মোবাইলের গুনকীর্তন করছেন। ফোনটা মনে হয় কোরিয়ান স্যামসাং। নিজের দেশের প্রোডাক্ট বলে কথা! কোটি মানুষ মারা যাওয়ার জন্য প্রহর গুনছে আর বান কি মামু মোবাইলের ব্যান্ড অ্যাম্বেসেডরের মত সারা বিশ্বব্যাপি মোবাইলের অ্যাড দিয়ে বেড়াচ্ছেন। বান কি মামুর মনে হয় ভদকা খাওয়ার টাকায় শর্ট হইছে তাই ফোন কোম্পানির অ্যাড দিয়ে সেটা পুষিয়ে নিচ্ছে।

ইউনাটেড ন্যাশনের মত হিজড়া একটা প্রতিষ্ঠান ভুখা নাঙ্গা মানুষের পে করা ট্যাক্সের কোটি কোটি ডলার দিয়ে পুষে, তার কর্মকর্তাদের ভদকা খাইতে রাখার দিন মনে হয় শেষ হইছে। ইউ এন কে মনে হয় শুড়শুড়ী দেয়া পিপড়ার মত।

ফাউল ফাউল!

এই ভিডিওটা ইউ এন এর অফিশিয়াল টুইটার পেজ থেকে নেয়া।

ভিডিও লিংক

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০২

সেলিম৮৩ বলেছেন: বান কি মুন কে ভাই?
শুনেছি জাতিসংঘ নামক কি জানি একটা অাছে।
এটা খায় না মাথায় দেয়?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫

গিলগামেশের দরবার বলেছেন: ইহা অ্যাড মিডিয়া। দেখেন না ফোনের অ্যাড দেয়!

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:



পাক ভারত সম্পর্কে মুন এমন কিছু বুঝেন, যা আপনি বুঝতেছেন না

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০

গিলগামেশের দরবার বলেছেন: আমি বুঝতাছি যে সে অ্যাড দিচ্ছে। এর আগেও দেখেছি, মিনমিনে আওয়াজ করতে। আম্রিকা হুংকার ছাড়লে জাতি পংগো প্যারালাইজড হয়ে যায়। তাই বান কি মামু বুঝে বুঝে অ্যাড দেয় ভাই। হুগো চাভেজের কথাটা শুনে এখনকার জাতি পংগোর হেড কোয়ার্টারটা কারাকাসে নিয়ে যাইতে হতো। তাইলে তখন তারে জাতি সংঘ বলে ডাকা যেত। এখন মনে হয় শুড়শুড়ী দেয়া পিঁপড়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.