![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পেছনে অদৃশ্য একজোড়া চোখ সর্বদাই আমাকে লক্ষ্য করছে।
প্রিয় আব্বা,
আপনি জানিয়া খুশি হইবেন
যে আমি কিন্তু বড় হইতেছি।
কয়েকদিন যাবত কিছু আজিব অনুভূতি হইতেছে
সেগুলা জানাইতেই এই পত্র
আব্বা, বিছানাখানা কেন যেন অনেক বড় বড় লাগে, চারদিক অগোছালো থাকে।
আমার একলা মানুষের পক্ষে সবদিক
গোছাইয়া রাখা সম্ভব হয় না।
বাড়ি আসতে চাই। কিন্তু আসলেই এত বড় বাড়িটা কেমন খালি খালি লাগে।
কেন এমন লাগে কও তো আব্বা?
আচ্ছা আব্বা, আমার বয়স জানি কতো হইলো? :!>
না জানলে আম্মারে জিগাইয়া বলবা।
অবসর সময়ে জিগাইবা।
আম্মা একা একা রান্না করে। হেল্প করার কেউ নাই।
আজ উঠি, অনেক কাজ পরে আছে
পাঞ্জাবিটা ইস্তেরি করতে হবে
একটু পর আমারই বয়সী এক বন্ধুর বিয়া খাইতে যাইতেছি বইলা তোমার
ব্যস্ত সময় আর নষ্ট করলাম না।
ইতি
তোমারি আলাল
পুনশ্চঃ গত শুক্রবার মাথা হইতে দুটি পাকা চুল উদ্ধার করিয়াছি। কলপের দামসম্পর্কে আইডিয়া দিয়া পত্র দিও।
১৮ ই জুন, ২০১৩ রাত ২:২৫
স্বর্গীয় শয়তান বলেছেন:
২| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৭
লিংকন১১৫ বলেছেন: খাইছে আমারে
১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫
স্বর্গীয় শয়তান বলেছেন:
৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ১২:১১
স্বর্গীয় শয়তান বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ রাত ২:১৮
সোহাগ সকাল বলেছেন: হেহে! আব্বা বলবে, "বাবা! বাজারে নাকি প্লাস্টিকের স্যান্ডেল আর ঝাড়ুর দাম কইমা গ্যাছে?"

তয় আপনের বুদ্ধিডা খ্রাফ নাহ!