নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মসূত্রে আমিও পৃথিবীর একজন, পৃথিবীর উপর আমার হক আছে,(বিল গেটস ের মেয়ের বাড়ির সামনে আমার বারি বানানর অধিকার আছে)

সূর্য আমি, ঐ দিগন্তে হারাব, অস্তমিত হব, তবু ধরণীর তরে চিহ্ন রেখে যাব।

স্বর্গীয় শয়তান

আমার পেছনে অদৃশ্য একজোড়া চোখ সর্বদাই আমাকে লক্ষ্য করছে।

স্বর্গীয় শয়তান › বিস্তারিত পোস্টঃ

বিয়ে করতে মনটা আকু-পাকু :-B করছে কিন্তু বাসায় বলতে পারছেন না? B:-) নিচের চিঠিটা হয়তো আপনাকে সাহায্য করবে :P

১৮ ই জুন, ২০১৩ রাত ২:০৮

প্রিয় আব্বা,

আপনি জানিয়া খুশি হইবেন

যে আমি কিন্তু বড় হইতেছি। :D

কয়েকদিন যাবত কিছু আজিব অনুভূতি হইতেছে :-*

সেগুলা জানাইতেই এই পত্র











আব্বা, বিছানাখানা কেন যেন অনেক বড় বড় লাগে, চারদিক অগোছালো থাকে।

আমার একলা মানুষের পক্ষে সবদিক

গোছাইয়া রাখা সম্ভব হয় না। :(

বাড়ি আসতে চাই। কিন্তু আসলেই এত বড় বাড়িটা কেমন খালি খালি লাগে।

কেন এমন লাগে কও তো আব্বা? :((

আচ্ছা আব্বা, আমার বয়স জানি কতো হইলো? :!>

না জানলে আম্মারে জিগাইয়া বলবা। /:)

অবসর সময়ে জিগাইবা।

আম্মা একা একা রান্না করে। হেল্প করার কেউ নাই। :(( :(( :((

আজ উঠি, অনেক কাজ পরে আছে

পাঞ্জাবিটা ইস্তেরি করতে হবে



একটু পর আমারই বয়সী এক বন্ধুর বিয়া খাইতে যাইতেছি বইলা তোমার

ব্যস্ত সময় আর নষ্ট করলাম না।

ইতি

তোমারি আলাল :#)



পুনশ্চঃ গত শুক্রবার মাথা হইতে দুটি পাকা চুল উদ্ধার করিয়াছি। কলপের দামসম্পর্কে আইডিয়া দিয়া পত্র দিও।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:১৮

সোহাগ সকাল বলেছেন: হেহে! আব্বা বলবে, "বাবা! বাজারে নাকি প্লাস্টিকের স্যান্ডেল আর ঝাড়ুর দাম কইমা গ্যাছে?" :D

তয় আপনের বুদ্ধিডা খ্রাফ নাহ! :)

১৮ ই জুন, ২০১৩ রাত ২:২৫

স্বর্গীয় শয়তান বলেছেন: :P :P :P :P :P :P

২| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৭

লিংকন১১৫ বলেছেন: খাইছে আমারে

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫

স্বর্গীয় শয়তান বলেছেন: :D

৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D

৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ১২:১১

স্বর্গীয় শয়তান বলেছেন: :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.