| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্ল্যাক_ডাইমণ্ড
শেষ বলে কিছু নেই এখানেশুন্যের মাঝে চেতনারা সব জেগে থাকেঘুরে ফিরে সেইসব সুখ দুঃখফিরে ফিরে আসে চক্র পুর্ণ করhttps://www.facebook.com/herahemel
নতুন সূর্য পুবাকাশে
উঠল হেঁসে মেঘের ফাঁকে
আঁধার কেটে আলোর রশ্মি
ছুটে চলেছে লাল সবুজে।
পাকী বীর্য সব পথে নামে
খুনে খঞ্জর হাতে নিয়ে
তাদের বাবারা বন্দি জেলে
ফাঁসির দড়ি আসছে ধেয়ে।
ব্যর্থ হয়ে হারিয়ে দিশা
চোখে তাদের রক্ত নেশা
কন্ঠে পুষে পাকিস্তান
বাংলা বানায় গোড়স্থান।
জাগো বাঙালী, মিলাও হাত
নামো পথে, এসেছে ডাক
বাংলা ছাড় পাকী বীর্য
উঠেছে আজ নতুন সূর্য।
©somewhere in net ltd.