নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ বলে কিছু নেই এখানেশুন্যের মাঝে চেতনারা সব জেগে থাকেঘুরে ফিরে সেইসব সুখ দুঃখফিরে ফিরে আসে চক্র পুর্ণ করhttps://www.facebook.com/herahemel
সুর্যোদয়ের সাথে আঁধার নামে আমার
থেমে যায় মস্তিষ্কের সব কোলাহল।
চিন্তারা সব ঘুম ঘুম চোখে
নিউরনের খাঁজে খাঁজে নেয় খুঁজে আশ্রয়।
আঁধারের প্রানীরা সব গুটি গুটি পায়ে
নেমে আসে আঁধারের মাঝে আঁধার রচিতে
দূষিত নগ্ন তরবারি হাতে
সাঁড়ি সাঁড়ি দাঁড়ায় তাহারা আলোর বিপরীতে।
তাহাদের কামার্ত চোখে ভেসে বেড়ায় কাল্পনিক লালসা
আলো কেঁটে কেঁটে আঁধারের মাঝে মেটায় পিপাসা।
আমি হয়ে যাই ক্ষত বিক্ষত
দেখিতে গিয়ে আঁধারের খেলা
ক্লান্ত আমি এপথ ঘুরে ওপথে খুঁজে ফিরি আলোর মেলা।
দিগন্তে চেয়ে দেখি আলো হাতে একদল প্রদীপের পূজারী
ছুটিতেছে আঁধারের মাঝে
নিয়ে একঝাঁক আলোর তরবারি।
মিশিয়া যাই আলোতে পড়িয়া ঢলে
নিজেকে খুঁজিয়া পাই তাহাদেরই দলে।
©somewhere in net ltd.