নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বং অনিত্যম

আমার কবিতারা ঘাস খায় বিষণ্ণ নদীর তীরে

ব্ল্যাক_ডাইমণ্ড

শেষ বলে কিছু নেই এখানেশুন্যের মাঝে চেতনারা সব জেগে থাকেঘুরে ফিরে সেইসব সুখ দুঃখফিরে ফিরে আসে চক্র পুর্ণ করhttps://www.facebook.com/herahemel

ব্ল্যাক_ডাইমণ্ড › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুহীন এক প্রাণ- ইমন জুবায়ের

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯

ইমন জুবায়ের -বাংলা ব্লগের প্রবাদ পুরুষ। তাকে নির্দিষ্ট কোন বিশেষণে বিশেষায়িত করলে সেটা বেশ সরলীকরণ হয়ে যাবে।

যতদিন তিনি ব্লগে ছিলেন, নিরবিচ্ছিন্ন ভাবে ব্লগে লিখে গেছেন। তার লেখার মূল উপজীব্য হল মরমীবাদ, বাংলার সূফীসাধনাকে তিনি নতুন রূপে আমাদের মাঝে তুলে ধরেছেন।

তিনি মনে প্রাণে ছিলেন বাউল, একতারাকে স্থাপন করেছিলেন হৃদয়ে।

ধর্ম, দর্শন, ইতিহাস, মরমীবাদ নিয়ে অসংখ্য ব্লগ লিখেছেন, লিখেছেন গল্প, কবিতা। সঙ্গীতের প্রতি ছিল তার অপার ভালবাসা। বাংলার ঐতিহ্য ইতিহাস নিয়ে তার মৌলিক চিন্তা ধারা উঠে এসেছে তার লেখনীতে।

বৌদ্ধ ধর্ম ও দর্শনে ছিল তার প্রগার ভালবাসা, যার প্রমান পাই বুদ্ধকে নিয়ে তার বিভিন্ন লেখায়। নিজের পরিচয় দিতেন একটা শব্দে "বাঙ্গালী", মনে প্রাণেই তিনি ছিলেন বাঙ্গালী। জীবনকে তিনি শুধুই প্রাণ রসায়ন মনে করতেন না, প্রকৃতির সৌন্দর্য তিনি হৃদয়ে ধারণ করেছিলেন। মনে পড়ে যায় তার সে বিখ্যাত উক্তি,



"জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন

জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।"



তার সম্পর্কে হাজারো কথা লেখা হলেও তাকে পূর্ণভাবে বিশ্লেষণ করা যাবে না, মেধা ও মননশীল লেখায় পাঁচটি বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে ব্লগিং করেছেন। আমার সৌভাগ্য যে তার সময়ে আমি ব্লগিং করেছি।

২০১১'তে ব্লগ দিবস পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তিনিই প্রথম ব্লগার, যার পুরস্কার প্রাপ্তি নিয়ে কোন বিতর্ক হয়নি।



আজ তার প্রথম তিরোধান দিবস। ২০১৩ সালের ৪ জানুয়ারী তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে পারি দিয়েছেন। আমি বিশ্বাস করি না যে ইমন জুবায়ের আমাদের মাঝে নেই। প্রকৃতির অমোঘ নিয়মে রক্ত মাংসের ইমন জুবায়ের আমাদের মাঝে নেই ঠিকই, কিন্তু তিনি চিরকাল বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে, যে চিন্তাধারা তিনি আমাদের মাঝে প্রবাহিত করেছেন, তার মাঝেই তিনি বেঁচে আছেন। ইমন জুবায়েরের মত মানুষের আসলে মৃত্যু হয় না, তারা বেঁচে থাকেন তাদের সৃষ্টির মধ্যে।



সামু ব্লগ ইমন জুবায়েরের সন্মানে তার ব্লগ আর্কাইভকে প্রথম পাতায় স্থান দিয়েছিল। বাংলা ব্লগ তার কাছে চিরঋণী। চিরকুমার এই মেধাবী ব্লগার জীবনের শেষ দিন পর্যন্ত বাংলা ব্লগের সাথে যুক্ত ছিলেন। তার প্রথম তিরোধান দিবসে হৃদয়ের গভীর থেকে তাকে জানাই সশ্রদ্ধ ভালবাসা।



(ইমন জুবায়েরকে নিয়ে ব্লগার পারভেজ আলম এর একটা চমৎকার রিভিউর লিংক দিলাম, যেটাতে ইমন জুবায়েরের লেখার অন্তর্নিহিত দিক উঠে এসেছে।)

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০

পাঠক১৯৭১ বলেছেন: ব্লগার ইমন জুবায়ের চিকিৎসার অভাবে মারা গেছে; উনার প্রাণ মৃত্যুহীন নয়; কোন ব্লগারের প্রাণ মৃত্যুহীন নয়; চিকিৎসা মানুষের মৌলিক অধিকার।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: এখানে দেহের মৃত্যু বুঝানো হয় নি। তার সৃষ্টি, তার দর্শন, তার চিন্তা চেতনাকে বুঝানো হয়েছে। লেখাটি আবেগ দিয়েই লিখেছি, তাই সব কথা আক্ষরিক অর্থে না নেওয়ায় বাঞ্ছনীয়।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩

লেখোয়াড় বলেছেন:
ইমন জুবায়েরকে স্মরণ করে লিখেছেন, ভাল লাগল।
তাঁকে পরম শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলি।

ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২২

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: ইমন জুবায়েরের এই অপ্রত্যাশিত চলে যাওয়াতে বাংলা ব্লগের অপূরণীয় ক্ষতি হয়েছে। নতুন ব্লগারদের উচিত তার কিছু লেখার সাথে পরিচিত হওয়া।
ধন্যবাদ আপনাকে

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

সকাল রয় বলেছেন:
আমার দেখা প্রথম জাদুকর....ইমন জুবায়ের

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: তার লেখা অনেক মিস করি। একজন সত্যিকারের জ্ঞানী ব্লগারকে আমরা হারিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.