নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বং অনিত্যম

আমার কবিতারা ঘাস খায় বিষণ্ণ নদীর তীরে

ব্ল্যাক_ডাইমণ্ড

শেষ বলে কিছু নেই এখানেশুন্যের মাঝে চেতনারা সব জেগে থাকেঘুরে ফিরে সেইসব সুখ দুঃখফিরে ফিরে আসে চক্র পুর্ণ করhttps://www.facebook.com/herahemel

ব্ল্যাক_ডাইমণ্ড › বিস্তারিত পোস্টঃ

ব্যবধান

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১১

তুমি ছিলে হিন্দু, আমি মুসলিম

দুইয়েতে বিস্তর ব্যবধান

সহসা অধরে স্পর্শিল অধর

অবশেষে আমরা মানুষ হলাম।



তুমি ছিলে মূর্তি পূজারী, আর আমি ভাবের

দৈবাৎ মিলনে ভেসে গেল বাঁধ

যা ছিল কল্পিত ত্রাসের।



মাগরিবের আজান হয়েছে তাই

যেতে হবে প্রভু মোর অপেক্ষায়

তোমার যাওয়ার কথা আলো হাতে

আঁধারে রয়েছে ঠাকুর আলোর আশায়।

অকর্মণ্য ঠাকুরদ্বয় চেয়ে আছে

নির্বাক

মানুষের প্রনয়ে বিভেদ করার

সাধ্য তাদের নাই।



জড়িয়ে ধরেছি তোমায় ভরদুপুরে

পাশে ছিল তারা ঠাঁই

ছুড়ে ফেলেছি প্রভুদ্বয়

প্রেমের চেয়ে বড় কিছু নাই।



অবশেষে ম্লান হয়ে এল বেলা

শুনলাম আঁধারের গান

ফিরে এল প্রভুরা অন্ধকারে

রচিল দুজনের মাঝে

মেরুসম ব্যবধান।



জানি একদিন ধসে যাবে বাঁধার প্রাচীর

হয়ত থাকব না

তবুও রয়ে যাবে দুজনের ছায়া।

শেষ হয়ে যায়নি কিছু তাই

শেষ বলে কিছু নেই এখানে

শূণ্যর মাঝে চেতনারা জেগে থাকে

ঘুরে ফিরে সেইসব সুখ-দুঃখ

ফিরে ফিরে আসে চক্র পূর্ণ করে।



০৯-০৪-১৪

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: জড়িয়ে ধরেছি তোমায় ভরদুপুরে
পাশে ছিল তারা ঠাঁই
ছুড়ে ফেলেছি প্রভুদ্বয়
প্রেমের চেয়ে বড় কিছু নাই।

সুন্দর লেখা

২| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৯

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: ধন্যবাদ, পরিবেশ বন্ধু। আসলে এই কবিতা আমার জীবন থেকে নেওয়া। অতীতের স্মৃতি রোমন্থন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.