নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ বলে কিছু নেই এখানেশুন্যের মাঝে চেতনারা সব জেগে থাকেঘুরে ফিরে সেইসব সুখ দুঃখফিরে ফিরে আসে চক্র পুর্ণ করhttps://www.facebook.com/herahemel
সাত হাজার বছর ধরে
ক্রমাগত বেড়ে চলেছি
অন্ধ গুহা থেকে সুদূর মহাকাশ অবধি
ম্যারিয়ানা ট্রেঞ্চ থেকে হিমালয়ের চূড়া
ক্রমেই বাড়িতেছে ক্ষুধা।
প্রতিদিন খেয়ে চলি পাহাড়, নদী, সাগর
টগবগে যুবক আমি
সামান্যে তাই ভরে না উদর
গ্রোগাসে গিলে চলি মাঠ, বন, নগর।
শতাব্দী শতাব্দী ধরে বদলেছি রূপ
হাজার বিপ্লবীর রক্ত মেখে
আমারই মাঝে বসে রুখতে চেয়েছে আমাকে
পারেনি দমাতে সর্বগ্রাসী স্রোত
প্রতিদিন মুখে পুড়ি এক একটি জনপদ
চলেছি বিশাল থেকে বিশালতার পথে
ক্রমাগত নিজের পাতা ফাঁদে
ফিরবার পথ আজ রুদ্ধ
জানি ধ্বংস অনিবার্য্য
অনেক দূর এসেছি আমি
খাবার বিশেষ নাই
নিজ দেহের উপর পড়েছে দৃষ্টি
এই ছিল নিজ হাতে গড়া নিয়তি
খাব এবার নিজেকেই
সাত হাজার বছরের ক্লান্ত আমি
০১ লা মে, ২০১৪ ভোর ৪:২৫
ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: ক্ষান্ত দেবার সাধ্য তার নাই।
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৬
ডার্ক ম্যান বলেছেন: ক্লান্ত রাক্ষস এইবার ক্ষেন্ত দাউ