নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বং অনিত্যম

আমার কবিতারা ঘাস খায় বিষণ্ণ নদীর তীরে

ব্ল্যাক_ডাইমণ্ড

শেষ বলে কিছু নেই এখানেশুন্যের মাঝে চেতনারা সব জেগে থাকেঘুরে ফিরে সেইসব সুখ দুঃখফিরে ফিরে আসে চক্র পুর্ণ করhttps://www.facebook.com/herahemel

ব্ল্যাক_ডাইমণ্ড › বিস্তারিত পোস্টঃ

হাসির গল্প

০১ লা মে, ২০১৪ ভোর ৪:২৭

হাসির গল্প লিখবে সে

পৌষের ঝরা হলুদ পাতায়

অথবা হৃদয়ের গহীন কোনে

ঘাসের ডগায় ঝরা শিশির বিন্দু

কিংবা বিষাদের নীল কালিতে।



চায় সে চারপাশে রংধনুর সাত রঙ

গল্পের মাঝে দিতে চায় তার কিছু আবরণ

খুজে ফিরে দিনরাত গভীর হতে গভীরে

মনের আনাচে কানাচে, অন্ধকার খোপে

সেখানে কোথাও রেখেছিল কিছু সুখ চেপে

ভেবেছিল কখনো হবে না আর অমলিন

সহসা জেনে গেল সে, সময়ের সিঁড়ি বেয়ে

যতনে চেপে রাখা সুখগুলি আজ বিষাদে নীল।



বলেছিল সে, হাসির গল্প লিখবেই

শরতের সাদা মেঘে হারাবে না আর

কিংবা কাল বৈশাখীর রুদ্র রূপে

নৌকার পাটাতনে শুয়ে না হোক

তবু লিখবে সে মাতাল স্রোতে ভেসে।



এরপরও কেটে গেছে বহুদিন

গল্পের খাতা শূণ্য রয়েছে এখনো

সুখের আশায় রাখা পাতাগুলি তাই আজও নীল

ভাঙ্গবে না তবু, ছাড়বেনা কিছুতেই

বিষাদের মাঝেই এঁকে যাবে সে স্বপ্ন অনাবিল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.