নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ বলে কিছু নেই এখানেশুন্যের মাঝে চেতনারা সব জেগে থাকেঘুরে ফিরে সেইসব সুখ দুঃখফিরে ফিরে আসে চক্র পুর্ণ করhttps://www.facebook.com/herahemel
হাসির গল্প লিখবে সে
পৌষের ঝরা হলুদ পাতায়
অথবা হৃদয়ের গহীন কোনে
ঘাসের ডগায় ঝরা শিশির বিন্দু
কিংবা বিষাদের নীল কালিতে।
চায় সে চারপাশে রংধনুর সাত রঙ
গল্পের মাঝে দিতে চায় তার কিছু আবরণ
খুজে ফিরে দিনরাত গভীর হতে গভীরে
মনের আনাচে কানাচে, অন্ধকার খোপে
সেখানে কোথাও রেখেছিল কিছু সুখ চেপে
ভেবেছিল কখনো হবে না আর অমলিন
সহসা জেনে গেল সে, সময়ের সিঁড়ি বেয়ে
যতনে চেপে রাখা সুখগুলি আজ বিষাদে নীল।
বলেছিল সে, হাসির গল্প লিখবেই
শরতের সাদা মেঘে হারাবে না আর
কিংবা কাল বৈশাখীর রুদ্র রূপে
নৌকার পাটাতনে শুয়ে না হোক
তবু লিখবে সে মাতাল স্রোতে ভেসে।
এরপরও কেটে গেছে বহুদিন
গল্পের খাতা শূণ্য রয়েছে এখনো
সুখের আশায় রাখা পাতাগুলি তাই আজও নীল
ভাঙ্গবে না তবু, ছাড়বেনা কিছুতেই
বিষাদের মাঝেই এঁকে যাবে সে স্বপ্ন অনাবিল।
©somewhere in net ltd.