| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্ল্যাক_ডাইমণ্ড
শেষ বলে কিছু নেই এখানেশুন্যের মাঝে চেতনারা সব জেগে থাকেঘুরে ফিরে সেইসব সুখ দুঃখফিরে ফিরে আসে চক্র পুর্ণ করhttps://www.facebook.com/herahemel
যে ছাগু আইডি খুলল আজ রাত্রে
তার পোস্টে খবর পেলুমঃ
সে পেয়েছে ছাগুপত্র এক,
নতুন ব্লগের দ্বারে তাই ব্যক্ত
করে অধিকার
সেফ হওয়ামাত্র সুতীব্র মাৎকারে।
বন্দী বুদ্ধিতে নিঃসহায়, তবু তার কী-বোর্ডে হাত
উত্তেজিত, উদভ্রান্ত
কি এক ধার করা প্রতিজ্ঞায়।
তার পোস্ট বোঝে না কেউ;
কেউ দেয় লাইক, কেউ কম্মেন্টে থাপড়ায়।
আমি কিন্তু অফলাইনে বুঝেছি সে পোস্ট
পেয়েছি নতুন ছাগু আওয়ামীলীগ যুগে
অ্যাবাউট পড়ি রেজিস্টার্ড ছাগুর
অস্পষ্ট লীগ-জামাতী পেজে।
এসেছে নতুন ছাগু
তাকে ছেড়ে দিতে হবে স্থান
জীর্ণ ব্লগে ব্যর্থ, মৃত আর
ধরা খাওয়া পোস্টে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু ব্লক খাইনি যতদিন
ব্লগে আছে মাল্টি
প্রাণপণে ব্লগের ভাঙ্গবো সুনাম।
এ ব্লগকে এ ছাগুর লেখা যোগ্য করে যাব
আমি
নব্য ছাগুর কাছে এ আমার অঙ্গীকার।
অবশেষে সব প্রগতি মেরে
আমার ব্লগ পোস্টে নতুন ছাগুকে
দিয়ে যাব পাসওয়ার্ড
লিখবে সে সুবিধামত ইতিহাস।
(সুকান্ত ভট্টাচার্যের " ছাড়পত্র" কবিতার ছায়া অবলম্বনে)
০২ রা মে, ২০১৪ রাত ১১:২৬
ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: মানুষের মতই দুই পদ বিশিষ্ট, তবে চিন্তাভাবনা চারপেয়েদের মত। ইহাকেই ছাগু বলা হয়।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৪ সকাল ৮:৫০
দালাল০০৭০০৭ বলেছেন: ছাগু কি?