নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বং অনিত্যম

আমার কবিতারা ঘাস খায় বিষণ্ণ নদীর তীরে

ব্ল্যাক_ডাইমণ্ড

শেষ বলে কিছু নেই এখানেশুন্যের মাঝে চেতনারা সব জেগে থাকেঘুরে ফিরে সেইসব সুখ দুঃখফিরে ফিরে আসে চক্র পুর্ণ করhttps://www.facebook.com/herahemel

ব্ল্যাক_ডাইমণ্ড › বিস্তারিত পোস্টঃ

ছাগুপত্র

০১ লা মে, ২০১৪ ভোর ৪:২৮

যে ছাগু আইডি খুলল আজ রাত্রে

তার পোস্টে খবর পেলুমঃ

সে পেয়েছে ছাগুপত্র এক,

নতুন ব্লগের দ্বারে তাই ব্যক্ত

করে অধিকার

সেফ হওয়ামাত্র সুতীব্র মাৎকারে।

বন্দী বুদ্ধিতে নিঃসহায়, তবু তার কী-বোর্ডে হাত

উত্তেজিত, উদভ্রান্ত

কি এক ধার করা প্রতিজ্ঞায়।



তার পোস্ট বোঝে না কেউ;

কেউ দেয় লাইক, কেউ কম্মেন্টে থাপড়ায়।

আমি কিন্তু অফলাইনে বুঝেছি সে পোস্ট

পেয়েছি নতুন ছাগু আওয়ামীলীগ যুগে

অ্যাবাউট পড়ি রেজিস্টার্ড ছাগুর

অস্পষ্ট লীগ-জামাতী পেজে।



এসেছে নতুন ছাগু

তাকে ছেড়ে দিতে হবে স্থান

জীর্ণ ব্লগে ব্যর্থ, মৃত আর

ধরা খাওয়া পোস্টে

চলে যেতে হবে আমাদের।

চলে যাব- তবু ব্লক খাইনি যতদিন

ব্লগে আছে মাল্টি

প্রাণপণে ব্লগের ভাঙ্গবো সুনাম।



এ ব্লগকে এ ছাগুর লেখা যোগ্য করে যাব

আমি

নব্য ছাগুর কাছে এ আমার অঙ্গীকার।

অবশেষে সব প্রগতি মেরে

আমার ব্লগ পোস্টে নতুন ছাগুকে

দিয়ে যাব পাসওয়ার্ড

লিখবে সে সুবিধামত ইতিহাস।



(সুকান্ত ভট্টাচার্যের " ছাড়পত্র" কবিতার ছায়া অবলম্বনে)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৪ সকাল ৮:৫০

দালাল০০৭০০৭ বলেছেন: ছাগু কি?

০২ রা মে, ২০১৪ রাত ১১:২৬

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: মানুষের মতই দুই পদ বিশিষ্ট, তবে চিন্তাভাবনা চারপেয়েদের মত। ইহাকেই ছাগু বলা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.