নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ বলে কিছু নেই এখানেশুন্যের মাঝে চেতনারা সব জেগে থাকেঘুরে ফিরে সেইসব সুখ দুঃখফিরে ফিরে আসে চক্র পুর্ণ করhttps://www.facebook.com/herahemel
শোষিতের পবিত্র শরীরের ভিতে
গড়ে তুলেছ ঝকমকে গগনচুম্বী অট্টালিকা।
শ্রমিকের দীর্ঘশ্বাস চাপা দিয়েছ
মানবতার নষ্ট বানীর মোড়কে।
ইমারতের গাঁথুনিতে ভরেছ
নির্যাতিতের মাংস,
অস্থির পর অস্থি জুড়ে দিয়েছ;
রক্তের জোড়কে।
এই পৃথিবীর উঁচু উঁচু দালানে
পেঁচানো ধাপ ধাপ সিঁড়িতে
দামি কার্পেটে, তপ্ত পানির নলে
নিপীড়িতের ব্যথাতুর আর্তনাদ
বঞ্চিত সুর হয়ে বাজে।
একদিন,
এইসব পবিত্র অস্থি-মজ্জা, রক্ত-মাংস
প্রাণ ফিরে পাবে, অপবিত্র গঠনে।
ধ্বসে যাবে পূঁজির পাহাড়
জীবনের প্রয়োজনে।
সেই দিন,
ছিন্ন হবে তোমাদের নষ্ট মস্তক
নিয়তির রক্তাক্ত বিপ্লবে।
©somewhere in net ltd.