নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বং অনিত্যম

আমার কবিতারা ঘাস খায় বিষণ্ণ নদীর তীরে

ব্ল্যাক_ডাইমণ্ড

শেষ বলে কিছু নেই এখানেশুন্যের মাঝে চেতনারা সব জেগে থাকেঘুরে ফিরে সেইসব সুখ দুঃখফিরে ফিরে আসে চক্র পুর্ণ করhttps://www.facebook.com/herahemel

ব্ল্যাক_ডাইমণ্ড › বিস্তারিত পোস্টঃ

কে কথা কয়

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩২

কে কথা কয় বুকের ভিতর
মনের আলো নিভিয়েছি এক ফুঁৎকারে
দেখিতে পাইনা তাই গহীন অন্তর
তবু টের পাই কে যেন কথা কয়।

রাত্রির গভীর অন্ধকার ফুঁড়ে
তার কথা যেন জোনাকির আলো
আঁধার তবু বেড়েই চলে ক্রমশঃ
বুকের ভিতর গহীন কালো।

যে কথা কয়, সে বোঝে না সময়
সকাল, দুপুর কি মধ্যরাত
তারস্বরে করে চলে আবেগের বাঁধে ক্ষত
পাঁজরে পাঁজরে ধ্বনি বাজে তার মত।

কে যেন বার বার ভেঙ্গে দেয় নীরবতা
হঠাৎ আবার সব স্তব্ধ নীরব
তন্দ্রাচ্ছন্ন মনে ঘুম ঘুম দুপুর
আবার কে যেন কথা কয়
বুকের ভিতরে গহীন অন্তর।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৯

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: ধন্যবাদ :)

২| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪০

হাসান মাহবুব বলেছেন: ++

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৭

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: ডাবল মাইনাস দিলেও সমস্যা হত না, শেষে প্লাসই হত। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.