নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ বলে কিছু নেই এখানেশুন্যের মাঝে চেতনারা সব জেগে থাকেঘুরে ফিরে সেইসব সুখ দুঃখফিরে ফিরে আসে চক্র পুর্ণ করhttps://www.facebook.com/herahemel
দুঃখ শুধু তোমার একার
আমার কিছুই নাই
বেড়ি দিয়ে বাঁধলে যখন
বাতাস কোথায় পাই
ভালবাসার সংজ্ঞা তুমি
বানাও নিজের মতে
অবাধ্যতার হিসেব তোল
অপমানের খাতে
অহংবোধের দোহায় দিয়ে
আঘাত কর যত
দিতাম যদি তেমন আঘাত
সইতে তুমি কত
তোমার বেলায় সবই সঠিক
আমার বেলায় ভুল
সঠিক নিয়েই থাকো তুমি
নিয়ে আরও কুল
নিঃশ্বাস নিতে চেয়ে নাহয়
হলাম অমানুষ
পারব না তবু ভিন্ন হতে
উড়িয়ে সুখের ফানুস
তোমার জন্য কুকুর ভাল
জোড়সে কষে লাথি মারো
ভাতের থালায় দিয়ে ফেন
চু চু করে আবার ডেকো
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: বাধ্য হয়ে লিখতে হয়েছে,আপু।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০
আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: ভাল লাগলো
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: শুভকামনা
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪
শায়মা বলেছেন: কেনো? বাধ্য হয়েছো কেনো?
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৪
ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: যারা প্রফেশনাল কবি সাহিত্যক নয়, তারা যা লিখে, সব নিজ জীবনের অনুভূতিকে কেন্দ্র করে। বিষাদময় অভিজ্ঞতা থেকেই এমন ছড়া লিখেছি।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
শায়মা বলেছেন: আহালে ভাইয়াতা!!!!!!!!!!!
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: মন খারাপ করে কি হবে, আপু। যাহাই ঘটুক জীবন তো থেমে থাকে না।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩
হাসান মাহবুব বলেছেন: কবিতা ভালো। শেষে আইসা বিরাট ট্রাজেডি।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: হা হা হা...... তাইলে আমি ট্র্যাজিক কবি। :p
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০
এস কাজী বলেছেন: লাস্টে আইসা পুরা খ্যাক খ্যাক হয়ে গেলাম
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন:
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১
শায়মা বলেছেন: হা হা কবিতাটা ভালোই ছিলো কিন্তু লাস্টে এসে হাসি পেলো ভাইয়া!