নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ বলে কিছু নেই এখানেশুন্যের মাঝে চেতনারা সব জেগে থাকেঘুরে ফিরে সেইসব সুখ দুঃখফিরে ফিরে আসে চক্র পুর্ণ করhttps://www.facebook.com/herahemel
এড়িয়ে যাই বরাবর অস্তিত্বের প্রশ্ন
নিজ পরিচয়ে চিনিনা নিজেকেই
সতত বলি আমার শরীর, আমার মন
আবার আমারই এই জীবন
যে বলে আমি, কে সে আমি
যে বলে আমারই সব পাগলামী।
হাজারও জ্ঞানী সদাই খোঁজে আমি
হাজার বছর ধরে, রহস্যর ওপারে
রয়ে যায় আমার লুকানো আমি
আমি জানি আমি কোনজন
ফিরিয়ে দিয়েছি যে আমাকেই আমি।
আমি আমি, নাকি সে আমি
আমি ভাগ করেছি ভুলে
সে ছাড়া যে আমি আমার নই
অস্তিত্বের প্রশ্নে তাই নীরব রই।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০১
ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: ধন্যবাদ, আপু।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৩
সিপন মিয়া বলেছেন: http://www.somewhereinblog.net/blog/saimahq আপনার সাথে সহমত। তবে পোস্টদাতাকে বলি এই আমিত্বই সৃষ্টিলগ্ন থেকে আমাদের অনুসন্ধিৎসু করে দিয়েছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৭
ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: দার্শনিক চিন্তার প্রথম পাঠই হল আমিত্বকে নির্ণয় করা। সক্রেটিসও এই আমিত্বের স্বরূপসন্ধানে গুরুত্ব দিয়েছিলেন। বাউল সাধকদের দার্শনিক ভিক্তিও এই আমিত্ব। ধন্যবাদ আপনাকে।
আর অপ্রাসঙ্গিক লিংক শেয়ারকে ব্লগ কর্তৃপক্ষ স্পামিং হিসেবে গন্য করে থাকে, এদিকে লক্ষ্য রাখবেন।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩
আমিই মিসির আলী বলেছেন: চমৎকার
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৭
ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: শুভকামনা
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২০
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লাগছে কবিতায় ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৮
ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: ধন্যবাদ
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩২
হাসান মাহবুব বলেছেন: আমি জানি আমি কোনজন
ফিরিয়ে দিয়েছি যে আমাকেই আমি।
কবিতাটির প্রাণভোমরা এ দুটি লাইন। অদ্ভুত, ফিলোসোফিক্যাল এবং paradoxical.
ভালো লাগা রইলো।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২
ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: ফিলোসফিক্যাল দিক ভেবেই লিখেছি, কিন্তু আপনার মত এভাবে গুরুত্বসহকারে ভাবিনি। দারুণ একটা ব্যাখ্যা দিয়েছেন।
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০
শায়মা বলেছেন: গুড ভাইয়ু!!!!!!!!
সুন্দর কাব্য!