![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানার আগ্রহ আমাকে সামনে এগিয়ে নেয়
চাঁদ আঁকা চাহুনির টানে সরব জনপদ স্তব্ধ ক্ষণকাল
যুগল পাদুকা একলা মনে আগুন ভাসায় গোধুলিতে
কলার ভেলায় ধেয়ে আসা সুখ
অহেতুক যান্ত্রিক সুর তোলে
চেয়ে থাকে মনচাঁদ মনের অগোচরে
অতৃপ্ত চোখ বন্দী সোনামাছ হয়ে ঠুকরে চলে কাচেঁর দেয়াল
ওপারের সুখ খোজেঁ , চাঁদ খোজেঁ, বানের জলে কূল খোজেঁ
এক জোড়া পাদুকা তবু একলা মনে
শহর ছেঁকে সোনার দামে ভস্ম কেনে।
দানের মেলায় আত্মদানের জায়গা পেলে
নিজের কবর খুড়বে বলে ছুটেই চলে,
ডাগর চোখের মায়ায় পড়ে সব হারাতে কিচ্ছা বোনে।
সংবাদের চার দেয়ালে বন্দী হতে
মৃতের দলের নেতার মত বৃষ্টিরঙে গা রাঙিয়ে
আবার সবার নজর নিতে আকাশ ফাটায়।
স্তব্ধ জনপদ খেই ফিরে পায়
তবু চাঁদ পায়না জনম একা পাদুকা জোড়া
সময় পেলে থামবে ভেবে এগিয়ে চলে।
২১ শে মে, ২০১৭ বিকাল ৪:০৮
হীরক মুশফিক বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো
২| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১:০০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল কাব্যখানি। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।
২১ শে মে, ২০১৭ বিকাল ৪:০৮
হীরক মুশফিক বলেছেন: ধন্যবাদ সুজন আপনাকে।আপনার জন্যও শুভকামনা।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১০
নাগরিক কবি বলেছেন: ইঞ্জিনিয়ার রা কবি হয়ে গ্যালে সমস্যা
তয় ভালা হইছে
২১ শে মে, ২০১৭ বিকাল ৪:০৮
হীরক মুশফিক বলেছেন: আমি ইন্জিনিয়ার নই নাগরিক কবি। তবে সে সময় মাঝে মধ্যে আড্ডা দেয়া হতো বুয়েটে।
৪| ২১ শে মে, ২০১৭ বিকাল ৫:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লিখনি
ভাল লাগা রেখে গেলাম
২১ শে মে, ২০১৭ বিকাল ৫:১৮
হীরক মুশফিক বলেছেন: জমে থাক ভালো লাগা ভালো থাকার জমিনে! হাহাহা। ধন্যবাদ, আপা।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৭ রাত ১২:০৪
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +।