নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

বোন মালালা আমাদের এই লুঙ্গী পড়া বিড়ালরাই কিন্তু তোমাদের রুটি মূলা খওয়া মোটাতাজা ছাগলগুলোকে কাদাপানিতে নাকানি চুবানি খাইয়েছিল

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

মালালাতো শিশুই,

কিন্তু পাকি রক্ত বলে তো একটা কথা আছে তাই না ।

বাংলাদেশ পাকিস্তানে যাচ্ছেনা বলে বাঙলিদের বিড়াল বলেছে শিশু মালালা

বোন আমার তোমার ঐ দেশে কেউ যায় না ,



ভারত যায় না,

অস্ট্রেলিয়া যায় না,

ওয়েস্ট ইন্ডিজ যায় না



সবাই তোমাদের ভয় পায়,



ও আচ্ছা তুমিও যাওনা ,

তোমার দেশ মেয়েদের পড়তে দেয় না,

গাইতে দেয় না,

পোলিও টিকা দিতে দেয় না,

হাসতেও দেয় না



তোমার দেশে দৈনিক ২০০ বেসামরিকদের তোমরা মেরে ফেল ও তোমাকেও তো মারতে চেয়েছিল ভুলে গেলে ?

সমস্যা নেই পরেরবার আর মিস করবে না, তোমার দেশ বলে কথা ! !

আর আমাদের এই লুঙ্গী পড়া বিড়ালরাই কিন্তু তোমাদের রুটি মূলা খওয়া মোটাতাজা ছাগলগুলোকে কাদাপানিতে নাকানি চুবানি খাইয়েছিল



একদিন তোমার ছবি কভারে দিয়েছিলাম, আজ খুব মনে হচ্ছে আজাদ স্যারের কথা

"পাকিস্তানকে আমি ঘৃণা করি, যখন তারা ফুল নিয়ে আসে তখনও. . . ."



পাকিস্তানরে তোরা বড় দুর্ভাগা জাতি

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

নিষ্‌কর্মা বলেছেন:
ভাগ্য ভাল যে মুক্তিযুদ্ধ নিয়ে কিছুই বলে নাই এই বাচ্চা মেয়েটা। করে হয়ত বলেই বসবে। তার বলাটা অনেকটা নীচের লেখার মত হতে পারে।

Click This Link

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

কালবৈশাখীর ঝড় বলেছেন: পাকিস্তানরে, তোরা বড় দুর্ভাগা জাতি

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

শয়ন কুমার বলেছেন: পাকিস্তানকে আমি ঘৃণা করি, যখন তারা ফুল নিয়ে আসে তখনও. . .

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

খাইয়া কামনাই বলেছেন: বোন মালালা আমাদের এই লুঙ্গী পড়া বিড়ালরাই কিন্তু তোমাদের রুটি মূলা খওয়া মোটাতাজা ছাগলগুলোকে কাদাপানিতে নাকানি চুবানি খাইয়েছিল..................( with the help of urine drinkers of INDIA)

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

ডাব্বা বলেছেন: মালালা নিজেও জানে না এসব। এটা মালালা'র ফ্যানপেইজ। আমিও অবাক হয়েছিলাম দেখে প্রথমে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.