নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

গুলাম আজমের মুক্তির দাবীতে কান্দাকাটি শুরু করসে পাকিস্তান. . . . . . গোলাম আযমের মতো যে জামায়াত নেতারা ১৯৭১ সালে মুক্তিকামী বাংলাদেশিদের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় কাজ করেছেন, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার থেকে তাঁদের মুক্ত করাকে নৈতিক দায়িত্ব মনে করছে পাকিস্তানের বিরোধী দলগুলো।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

আয় না আরেকবার মুক্তযোদ্ধারা এখনও মরে নাই রে

পাকিস্তান মুসলিম লিগ-নেওয়াজের (পিএমএল-এন) চেয়ারম্যান ও মোতামির আলম-এ-ইসলামীর মহাসচিব সিনেটর রাজা জাফর উল হক গত সোমবার সানা নিউজকে বলেন, 'দেশের অখণ্ডতা রক্ষায় যাঁরা নিজেদের বিলিয়ে দিয়েছিলেন, তাঁদের সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশে আটক নেতাদের মুক্তি কেবল করুণার ওপর নির্ভর করতে পারে না।' তিনি বলেন, পাকিস্তানের সামরিক নেতৃত্ব ও প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বের উচিত, নিজ নিজ অবস্থান থেকে প্রভাব খাটিয়ে গোলাম আযমদের মুক্ত করা। এটিই পাকিস্তানের জনগণের দাবি।

গোলাম আযমের মতো যে জামায়াত নেতারা ১৯৭১ সালে মুক্তিকামী বাংলাদেশিদের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় কাজ করেছেন, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার থেকে তাঁদের মুক্ত করাকে নৈতিক দায়িত্ব মনে করছে পাকিস্তানের বিরোধী দলগুলো। আর এ কারণে গোলাম আযমদের মুক্ত করতে জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতাদের যথাসাধ্য ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তাঁরা।

শখ কত ! ! আইস আরেকবার আইক্কা আলা বাঁশ ধরাইয়া দিমু ৭১রের কথা এত তাড়াতাড়ি ভুইল্লা গেলি তোরা ??

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

হিসলা সিবা বলেছেন: ভাই কেউ কি একটু এই নিউজটার লিঙ্ক দেবেন ??
একটা ব্যাপার ভেরিফাই করা দরকার

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

নিষ্‌কর্মা বলেছেন:
১৯৭১-এ কিছুই হয় নাই।

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.