নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

কয়েকজন ভলেন্টিয়ার দরকার দেলোয়ার হোসেন সাইদীর সবগুলো ফোনকলের স্ক্রিপ্ট দ্রুত লিখে ফেলতে, আগ্রহিরা এই পোস্টে যোগাযোগ করুন আসুন আমাদের প্রিয় ব্লগকে বানিয়ে ফেলি প্রামাণ্য দলিলের ভাণ্ডার । হাতে সময় খুব কম, কে কে কত কত নাম্বার শুনেছেন এবং কোনগুলো সংগ্রহে আছে জানান

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

দেলোয়ার হোসেন সাইদীর আদি রসাত্মক ফোন কল গুলো আমরা সবাই কম বেশী শুনেছি,

কিন্তু মিডিয়াফায়ার কিংবা ক্লাউড থেকে বার বার সরানোর চেষ্টা হচ্ছে হ্যাক করার চেষ্টা হচ্ছে।

পাঠক আপনি নিজেই হয়ত ইতিহাসের সাক্ষী হতে পারেন একটু কষ্ট করে ফাইল গুলো ডাউনলোড

কিংবা রেকর্ড করে, সেটা এমনকি মোবাইলেও হতে পারে,

ফোনালাপের স্ক্রিপ্ট গুলো এখন অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকেই বের হয়ে আসবে অসংখ্য সুত্র

আমরা কয়েকটি সংলাপ টাইপ করেছি, সবগুলো একার পক্ষে করা সম্ভব না

আমার দরকার কয়েকজন ভলেন্টিয়ার সবগুলো ফোনকলের স্ক্রিপ্ট দ্রুত লিখে ফেলতে, আগ্রহিরা এই পোস্টে যোগাযোগ করুন

আসুন আমাদের প্রিয় ব্লগকে বানিয়ে ফেলি প্রামাণ্য দলিলের ভাণ্ডার । হাতে সময় খুব কম, কে কে কত কত নাম্বার শুনেছেন

এবং কোনগুলো সংগ্রহে আছে জানান ১০১টা বেশী সময় লাগবে না, একটু দ্রুত . . .

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

সিডির দোকান বলেছেন: ভালা অইছে রে......

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

শয়ন কুমার বলেছেন: সাধারণ বাঙ্গালি হিসেবে সত্যি টাই জানতে চাই । খালেদার সঙ্গে হাসিনার একটা কাল্পনিক কথোপকথনের একটি উদাহরণ প্রকাশ হইলেই তো সাইদীর এটা থেমে যাবে ।কিন্তু সেধরনের কোন কথোপকথন এখনও কেন..............................!!!!!!!.. শিবিরের এই নিরবতা কেন ???????

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: শয়ন কুমার বলেছেন: সাধারণ বাঙ্গালি হিসেবে সত্যি টাই জানতে চাই । খালেদার সঙ্গে হাসিনার একটা কাল্পনিক কথোপকথনের একটি উদাহরণ প্রকাশ হইলেই তো সাইদীর এটা থেমে যাবে ।কিন্তু সেধরনের কোন কথোপকথন এখনও কেন..............................!!!!!!!.. শিবিরের এই নিরবতা কেন ???????

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

চলতি নিয়ম বলেছেন: ১০১ টা?? আমি তো মাত্র ৫ /৬ টা শুনছি?? বাকি গুলা কই গেলো ??

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

আঁধার রাত বলেছেন: স্বেচ্ছা শ্রম দিতে পারবনা। সবাই টাকা পাইব দুই নম্বরী করে আর আমি খাটুনী করে টাকা পাইবনা তা হয়না। টাকা দিলে লিখে দেব। কি করব ভাই বলেন। পেশাদার মানুষ। যে বাসায় থাকি দিন গেলে ৫০০ টাকা ভাড়া দিতে হয়। অডিও শুনতে বিদূ্ৎ লাগে। ইউনিট জানেন কত? পোষ্ট পর্যবেক্ষনে রাখলাম রাজী থাকলে আলোচনা চলতে পারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.