![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
আজকে বণিজ্য মেলায় সময় টিভির এক সাংবাদিক বিভিন্ন স্টলে পাকিস্তানের পতাকা ইচ্ছামত ওড়ানোর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতেই সাংবাদিকের পাক প্রীতি জেগে উঠল,অপদস্থ করা শুরু করল
বেটার সাথে হেভি ঝগড়া হইল ,
বাণিজ্য মেলায় পাকি স্টল গুলাতে পাইক্কা পতাকা ঝুলছিল কোন নিয়ম নীতি
ছাড়াই।
পাশেই সাংবাদিক দেখে ভাবলাম লোকটাকে জানাই,
ওরে শালা, কইতেই জইল্লা উঠল পাকি পিরিত, কয় আম্বেসিতে পতাকা উড়লে তখন আপনারা থাকেন কই ,
সংবিধানের কোনখানে লেখা আছে ... ব্লা ব্লা ।এইসব সস্তা দেশপ্রেম ছাড়েন ইত্যাদি ইত্যাদি । হালার সাথে ঝগড়ায় গেলাম না
বললাম "সংবিধান তো সাথে আনি নাই ,তবে আপনি নিশ্চয়ই জানেন, বলেন কি লেখা আছে,সংবিধান বিরোধী জেনেই তো
আপনাকে বললাম । এখন যদি ভুল কইরা থাকি আপনি বলেন কোথায় কি লেখা আছে "
বেটা স্মার্ট উত্তর আশা করে নাই ,এম্বেসিতে উড়ে ক্যান, এম্বেসি হ্যন ত্যন কইরা তেনা পেচাইতে লাগল
আমি বুঝলাম বেটা পুরাই ছাগু , কঠোর ভাষায় বললাম আপনি আপনার নাম আর পোস্ট বলেন আমি সংবিধান সহ দেখা করব . . .
স্বাধীন দেশে আপনি চাইলেই অন্য দেশের পতাকা ওড়াতে পারেন না (এমনকি এম্বেসিতেও),ওড়াতে চাইলে আমাদের দেশের পতাকাও ওড়াতে হবে,
এবং আমাদের দেশেরটা থাকবে একটু উপরে, অথবা একটু বড়, রাস্তার ক্ষেত্রে এমন ভাবে যেন আগে আমাদের দেশের টা আগে চোখে পড়ে,
(উইকি থেকে ঘুরে আসতে পারেন)
আর এম্বেসি, এয়ারপোর্ট এগুলা no mans jone,ঐ সব এলাকায় এমনকি একজন খুনি ঢুকে পড়লেও তাকে আর legally পুলিশ ধরতে পারে না,
ওইসব এলাকার জন্য প্রটোকল আলাদা , তবুও একা একটি দেশের পতাকা কখনই ওড়ানো হয় না ।
এটাতো গেল যুক্তির কথা , বাংলাদেশে পাকিস্তানের পতাকা উড়বে কেন ?
বাংলাদেশে পাকিস্তানের পতাকা দেখে গা জ্বলে উঠবেনা কেন
আসুন, বাংলাদেশের মাটিতে পাকিস্তানের পতাকা ওড়ানোকে 'না' বলি
বাংলাদেশের মাটিতে পাকিস্তানের ক্রিকেট, বাণিজ্য মেলা ইত্যাদিতে পাকিস্তানের পতাকা ওড়ানো বন্ধ করতে হবে,
কারণ আমরা আমাদের ইতিহাস ভুলি নাই। এখানে আমরা পাকিস্তান ও পাকিস্তানের সমর্থনকারীদের ঘৃণা প্রকাশ করি।
ছাগুরা এখান থেকে শত হাত দূরে আপনাদের কাজকর্ম চালিয়ে যান, যত পারেন মিরপুর স্টেডিয়ামে গিয়ে কচি ঘাস
খেয়ে জাবর কাটুন আর পাকিস্তানের পতাকা ওড়ান।
বাংলাদেশে পাকিস্তানের পতাকা উড়বে না
void(1);
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
হিসলা সিবা বলেছেন: সহজ শর্ত আম্রিকা যাওয়ার সুজুগ দেওয়া হয় তখন এত লাফান কেন??
বাহ দারুণ যুক্তি তো ! ! !
কোথায় লাফাইছিলাম আপনের বাসায় ?
বঙ্গবন্ধুর খাতিরের সাথে পতাকার সম্পর্ক কি ?
এখন মুজিব যদি ভুতটার কাছে মাইয়া বিয়া দিত তাইলে কি স্বাধীনতা মিথ্যা হইয়া যাইত
আপনারে ছাগু ট্যাগ করব কার এত সাহস
ছাগু হইলাম আমরা , পাকিস্তানি ও আমরা
দিনরাইত ছাগু গো লগে ধস্ত্বাধস্তি করি
রাইতে মসজিদে গেলে শিবিরের থ্রেট খাই
আপনি মহান আলোকবর্তিকা ধারি
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
মনে নাই বলেছেন: ভাইজান একখান পতাকার ছবি দিলেন সেটাও আবার পাকিদের!!! আপনারে দেখে আমাদের কোন ব্লগার জানি একটা পোষ্ট দিয়েছিলেন সেটার কথা মনে পরে গেলো: 'কারে কমু মূলা চোর, সবার হাতেই এক আটি।'
পোষ্টের সাথে একমত, পতাকা উড়ানোর জন্য কিছু নিয়ম আছে, আর আন্তর্জাতিক বানিজ্যমেলায় অবশ্যই সেই নিয়ম ফলো করা উচিত। প্রথমে বাংলাদেশের পতাকা, তারপর অন্যকিছু।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
অনিক আহসান বলেছেন: শুধু পাকিস্তান না সব দেশেরই আন্তর্জাতিক নর্মস ফলো করেই বানিজ্য মেলায় যার যার দেশের পতাকা উরানো উচিত। অন্যথায় সরকারের ব্যাবস্থা নেয়া দরকার।
৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
প্রগতিবাদী মাসুম ইফ্তী বলেছেন: ভাইজান একখান পতাকার ছবি দিলেন সেটাও আবার পাকিদের!!! আপনারে দেখে আমাদের কোন ব্লগার জানি একটা পোষ্ট দিয়েছিলেন সেটার কথা মনে পরে গেলো: 'কারে কমু মূলা চোর, সবার হাতেই এক আটি।'
পোষ্টের সাথে একমত, পতাকা উড়ানোর জন্য কিছু নিয়ম আছে, আর আন্তর্জাতিক বানিজ্যমেলায় অবশ্যই সেই নিয়ম ফলো করা উচিত। প্রথমে বাংলাদেশের পতাকা, তারপর অন্যকিছু।
৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮
ইমরান ইউ এ ই বলেছেন: আমার এখানেও কোরিয়ার পতাকা উড়ছে। তো সমস্যাটা কি। কাজ নাথাকলে রান্নাঘরে পেয়াজ কাটুন।
৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
অস্হির বলেছেন: @প্রগতিবাদী মাসুম ইফ্তী >পতাকা উড়ানোর জন্য কিছু নিয়ম আছে, আর আন্তর্জাতিক বানিজ্যমেলায় অবশ্যই সেই নিয়ম ফলো করা উচিত। প্রথমে বাংলাদেশের পতাকা, তারপর অন্যকিছু। একমত।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
লিউনেল মেসি বলেছেন: আপনারা তো আছেন এই ভাদা আর পাদা নিয়া।

যখন টি-শার্টের মধ্যে লেখা থাকে ইউ এস এ, অথবা সহজ শর্ত আম্রিকা যাওয়ার সুজুগ দেওয়া হয় তখন এত লাফান কেন?? আম্রিকা তো নৌবহর পাঠাইছিল পাকিস্তানরে সাহায্যের জন্য।
এই ছবিডা ভাল কইরা দেখেন।
এখনও কি আমাদের সাথে পাইক্কাগো যুদ্ধ চলতাছে?
এইসব জিনিস নিয়া কেন তর্ক করেন বুঝিনা।
আমারে পাকিস্তানি ট্যাগ দেওয়ার আগে আমার ব্লগ পড়ে আসবেন।