নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

দেশে কি শুধু একটা সমস্যা ? সীমান্তে হত্যা, পদ্মা সেতু, সাগর-রুনি, ইলিয়াস আলী, বিশ্বজিৎ, চাইলের দাম, তেলের দাম ........ আরও অনেক কিছু। এগুলা নিয়া কথা বললে শাহবাগ যাইতাম

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯

একশ্রেণীর তথাকথিত সুশীল হারাদিন খালি কইতাসে





দেশে কি শুধু একটা সমস্যা ?





সীমান্তে হত্যা, পদ্মা সেতু, সাগর-রুনি, ইলিয়াস আলী, বিশ্বজিৎ, চাইলের দাম, তেলের দাম ........

আরও অনেক কিছু। এগুলা নিয়া কথা বললে শাহবাগ যাইতাম



জি না ভাইজান, আপনি যাইতেন না

আজকে মানুষ সীমান্ত হত্যা নিয়া মাঠে নামলে আপনি আপনার টুপি খানা উল্টা কইরা পইরা বলতেন

দেশে কি শুধু একটা সমস্যা ?

পদ্মা সেতু, সাগর-রুনি, ইলিয়াস আলী, বিশ্বজিৎ,চাইলের দাম, তেলের দাম আর রাজাকার তো আছেই.....



আমাদের দাবী এখন একটাই, তারপর আবার নামবো আমারা,

রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব . . .



শুধু ব্যাক্তি স্বার্থে যারা আন্দোলনের বিরোধিতা করছেন তাদের বলছি

সাবধান বন্ধুরা ইতিহাস ছেড়ে কথা বলে না . . .

শাহবাগ আন্দোলনের ভুমিকা কি তার উত্তর ইতিহাস দেবে । শাহবাগ যোদ্ধারা ইতিহাসে স্থান করে নিয়েছেন।

এই আন্দোলন নিয়ে গবেষণা হবে,

পাঠ্য বইয়ে স্থান নেবে শাহবাগ। আর সেই সময় এসব মূল্যহীন স্ট্যাটাস আর বাগাড়ম্বর হারিয়ে যাবে ।

বরং প্রস্তুতি নিন, আপনার নাতি নাতনীদের নিজের ভুমিকা নিয়ে কী বলবেন?

ওরা আপনাকে ঠিকই জিজ্ঞেস করবে,

সে সময় তুমি কী করেছিলে?



void(1);

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭

মুহসিন বলেছেন: দেশে এখন একটির বেশী সমস্যা নিয়ে কথা বলে তাদের দেশদ্রোহী আখ্যা দিন। যারা শাহবাগে যেতে ব্যর্থ তাদেরকেও দেশদ্রোহী বলুন। শুধু শাহবাগীরাই দেশপ্রেমিক।

২| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১

পাস্ট পারফেক্ট বলেছেন: কিছু লোকের গোয়ার্তুমীর কারনে দেশের আজ এই অবস্থা। তার মধ্যে মগা আলমগীর- টাক্লু কামরুইল্লা অন্যতম।

৩| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪

িলপু_িসলেট বলেছেন: :D:D:D

৪| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫

পাস্ট পারফেক্ট বলেছেন: খালেদা জামাত্রে আচলের তলায় নতুন করে নিয়া নিছে- এতে আওয়ামী লীগের সবগুলা কেন যে মায়া কান্না শুরু করে দিলো বুঝি না।
যদি জামাত্রে সাপোর্ট করার জন্যে খালেদার ভোট কমে তাইলেতো লীগের খুশি হবারই কথা।

৫| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০

শোয়েব হাসান বলেছেন: এগুলা বলছেন তো আপনি রাজাকার

৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:১০

মাহমুদ। বলেছেন: ওই মিয়া এইসব কিতা কন ?আপনে তো নব্য রাজাকার।

৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:১৩

অচেনা আগন্তুক বলেছেন: শাহবাগ যোদ্ধারা ইতিহাসে স্থান করে নিয়েছেন। কিন্তু কিভাবে?

তার মূল্যায়ন হবে বিজয়ী আর বিজিতের হিসাবে।

তাই- সরকারের দালালি আর বিপ্লবকে গুলীয়ে ফেললে তো হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.