নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

গুগোলের হোমপেজে বাংলাদেশ

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৮

গুগোলের হোমপেজে বাংলাদেশ



টাইপ করুন google.com

void(1);

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৩

জানা বলেছেন:
খুব ভাল লাগছে। :)

পোস্টের জন্য ধন্যবাদ।

২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ওয়াও চমৎকার।

৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

রেজা এম বলেছেন: ্কই ??? নাই তো ।/

৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪০

শিপন মোল্লা বলেছেন: বুকটা ভরে গেলো।

৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫২

তানিয়া হাসান খান বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ।

৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

ড. জেকিল বলেছেন: দেখে খুব ভালো লেগেছে, সত্যি গর্ব করার মতো বিষয়।

৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

ড. জেকিল বলেছেন: দেখে খুব ভালো লেগেছে, সত্যি গর্ব করার মতো বিষয়।

৮| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:০৩

রুদ্র মানব বলেছেন: দেখে ভাল লেগেছে , কিন্তু এটা শুধু বাংলাদেশ এর আইপি থেকে গুগুলে দেখা গেছে ।

আমি দেখতে পাই নাই :( :( :(

৯| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:১৬

ফরহাদুল হাসান অভি বলেছেন: যারা দেশের বাইরে আছেন তারা google.com.bd type করে দেখতে পাবেন। আমি সরাসরি লিংক অ্যাটাচ করে দিচ্ছি।
স্বাধীনতা দিবস গুগোল ডূডোল

১০| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৪

অন্ধকার রাজপুত্র বলেছেন: স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা. :)

১১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৫

টানিম বলেছেন: সমস্যাটা এখানে । আপডেট সহ। বিস্তারিত । Click This Link

১২| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২১

নাইট রিডার বলেছেন: আহ! কি যে ভাল লাগছে, আমার হোম পেজ গুগল এ ছিল সেটাকে গুগল বিডি বানিয়ে নিলাম

১৩| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৭

এঞ্জেল বয় বলেছেন: আপনার আগে দেখছি। সত্যি অনেক ভাল লাগতাছে।

১৪| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৮

এঞ্জেল বয় বলেছেন:
আমি সৌদি আরব থেকে দেখতেছি।

১৫| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩০

তর্পন বলেছেন:
আমরা নিজেরা নিজেরা দেখলাম গুগল সম্মান দেখালো। প্রথম আলোর ফাস্ট পেজে আবুলের ছবি ছাপালো দেখে খুশি হয়ে দৌড়ে এসে দেখালো। পরে দেখলো শুধু তার বাড়িতে যে পেপার দিয়েছে সেইটা আলাদা। সেইটাতে তার ছবি।
Click This Link

১৬| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৫

সবুজ-ভাই বলেছেন: @তর্পন পৃথিবীতে ২০০ থেকে ২৫০ দেশ আছে সবার স্বাধীনতা দিবসের ইতিহাস শুনতে গেলে বছর শেষ হয়ে যাবে। কি নাই তা নিয়ে দুঃখ না করে কি আছে তা নিয়ে সন্তূষ্ট থাকতে পারাও কম কথা নয়।

স্বাধীণতা দিবস কে যথেষ্ট পরিমান শ্রদ্ধাই জানিয়েছে গুগল। গুগল কোন সংগঠন না একটি আমেরিকান ব্যবসায়ী প্রতিষ্ঠান সেই হিসেবে যতটুকু করেছে সেটাও আসা করা যায় না। ভাষা শহীদ দিবস কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করা হয়েছে ইউএনও থেকে সেটা নিয়ে একটা আশা বা আবেদন করা যায়। কিন্তু নিজেদের অন্যান্য ব্যাপারে আবদারের একটা সীমা থাকা উচিৎ।

সত্যি যেদিন বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ স্বাধীন হবে সেদিন না হয় গুগল কেন সকল ডোমেই সার্ভারে অনরোধ করে মেইল পাঠাবো যেন বিশ্বে যে কোন সাইট খোলার আগে যেন বাংলাদেশের পতাকা দেখা যায়

১৭| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৫

হিং টিং ছট্ বলেছেন: অনেক সুন্দর

১৮| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: তারা কিন্তু অনেক শ্রদ্ধার এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে সেটাতে।

আমার চির সবুজের প্রকৃতি তুলে ধরা হয়েছে যেমন, তেমনি সেই চির সবুজের বুকে গেথেঁ আছে গুগল। আমার লাল সবুজের উজ্জল পতাকিটিকেও সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে বর্তমান প্রজন্মের হাতে যেমন, তেমনি নতুন প্রজন্মের হাতেও। সুখী পরিবারের জন্য ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট সেটাও সুন্দর করে তুলে ধরেছেন। আবার আমাদের ঐতিহ্যটাও কিন্তু তুলে ধরেছেন নারীদের শাড়ী আর পুরুষদের পাঞ্জাবীর পোষাকটা দিয়ে।

সব মিলিয়ে সুন্দর একটা হোম পেজ দিয়েছে গুগল আমাদের অন্তত আজকের জন্য হলেও। সেটাতে যেমন আনন্দিত, গৌরাবান্বিত বোধ করছি, তাদের ধন্যবাদও দেয়া উচিত।

১৯| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭

নেক্সাস বলেছেন: চমৎকার

২০| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ডাঃ এন এইচ সার্জা বলেছেন: বেশ কিছুটা ভ্রান্তি থাকলেও পুরা ব্যপারটা ক্লিয়ার হলো। প্রথমে ভেবেছিলাম যে বিশ্বের যেকোনো ডোমেইন থেকেই এই ডুডল দেখা যাবে, পরে বুঝলাম শুধু আমাদের জন্যই।

যাই হোক, তারপর ও একজন বাংলাদেশি হিসেবে সত্যিকারের গর্ব বোধ করছি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.