![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
ক্ষুধার তীব্রতার কাছে ঠিকই হার মানবে, আবেগ উবে যাবে...
অনেকেই হয়ত এভাবে চিন্তা করে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু
এই ছেলেগুলো যে সাহস, দেশপ্রেম আর প্রতিজ্ঞায় ভর করে এই উদ্যোগ হাতে নিয়েছে,
তার প্রতি যথার্থ সম্মান জানানোর ভাষা নাই।
আমরণ অনশন করতে বুকে ঐটা থাকা লাগে,
শহীদ রুমি স্কয়াডের ঐটা আছে,
অহিংস আন্দোলনের শেষ পথ হলো রাস্তা আমরণ অনশন
এটা বেলুন ওড়ানো কিংবা আকাশের ঠিকানায় চিঠি পাঠানো টাইপের জিনিস না,
যেসব চুশীল অনশনকে সমর্থন দিতে পারছেন না তাদের বলি,
কামের কাম তো করতে পারবেন না,খালি বাগড়াটা ভালো মতই দিতে পড়বেন
মুড়ির দাম কম আছে . . .।
জাহানারা ইমামের ছবিটা দাঁড় করানোর জন্য কি পরমাণ কষ্ট তারা করেছেন তা নিজের
চোখে দেখেছি, তাদের ডেডিকেশন কোন পর্যায়ে সেটা আমাদের তথাকথিত চুশীলরা
ধরতে পারছেন না,
আমাদের ইংলিশ ম্যাডাম বলতেন
"বাঙ্গালী নিজে ওপরে ওঠে না, অন্য কেউ উঠতে গেলে টেনে নামিয়ে দেয়।"
আরে ভাই কাম না থাকলে মুড়ি খা, অনশনের পিছনে লাগস ক্যান !!!
শহীদ রুমি স্কয়ারডের সকল বিপ্লবীদের শুভেচ্ছা,
এই রুমি স্কয়ারডের কর্মীরা আন্দোলনের প্রথম থেকে কাজ করে আসছে নীরবে
শাহবাগে "শহীদ জননী জাহানারা ইমাম" এর বিরাট পোট্রেটটা তাদেরই বানানো,
মাত্র কয়েকদিনে এই বিরাট ছবিটি তারা তৈরি করেছিল কয়েকজন ভলেন্টিয়ারদের অক্লান্ত
পরিশ্রমের মধ্যে দিয়ে, জাগরণ মঞ্চের অনেকেরই তা অজানা
প্রত্যেকটা মহাসমাবেশের আগে বিতরণ করা হয়েছে অসঙ্খ্য লিফলেট, লক্ষ একটাই
মানুষকে সংগঠিত করা,
আমাদের দাবীগুলোর সাথে পরিচিত করা,
অবশেষে দাবী আদায়ের জন্য আমরণ অনশনে নেমেছেন রুমি স্কয়ারডের সাত জন,
এবার জয় আমাদের হবেই,
রুমি স্কয়ারড হারতে জানে না, যেমন জানতেন না শহীদ মুক্তিযোদ্ধা রুমি
নিলয়'দাকে শুভেচ্ছা, সাথে ছিলাম, সাথে আছি, সাথে থাকব
জয় বাংলা
void(1);
২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:২০
নিরব বাংলাদেশী বলেছেন: আমি খুব নৈরাশ্যবাদী... আরেকটা শাহবাগ দেখতে চাইনা... তবে মনে মনে চাই একটা বিল্পব আসুক। দাবী দাওয়া গুলো ডিটেইলস জানলে ভালো লাগতো...
৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:২৫
যিনদা মুরদা বলেছেন: চ্যালেঞ্জ ! চ্যালেঞ্জ !! চ্যালেঞ্জ !!!
নাস্তিক ও মুসলিম নামধারী মুনাফিকদের প্রতি জামাতের ইসলামীর চ্যালেঞ্জ ! রাজনীতি/ইসলামী রাষ্ট্র/খেলাফত ব্যাতীত কোন ইসলাম হয় না-শান্তি ও মুক্তির একমাত্র পথ ইসলামী খেলাফত- রাষ্ট্রশক্তি বিহীন ইসলাম ইসলামই নয়.বিস্তারিত জানতে হলে পড়তে হবে নিচের লিঙ্ক এর সকল পোষ্ট -
Click This Link
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:১২
আশিকুর রহমান ১ বলেছেন: রূমী স্কোয়াডের পাশে আছি এবং সমর্থন দিয়ে যাবো যতক্ষন পারি। কারন এই স্কোয়াডের নেতৃত্ব যারা আছেন তারা চেচড়া ডাক্তরের মতো না।