নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

দাঁড়ান ভাই !! আমাকে নাস্তিক বলার আগে পুরো লেখাটা একবার পড়ুন ............... (পর্বঃ১)

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯

বিবি খদিজার নামে আমি এই পদ্যটি লিখি:

বিসমিল্লাহ কহিব না, শুধু খদিজার নাম নেবো।

প্রভু, অনুমতি দাও। গোস্বা করিও না, একবার

শুধু তাঁর নামে এ পদ্যখানি লিখিব মাবুদ ।



নবীজীর নাম? উঁহু, তার নামও নেবোনা মালিক

শুধু খদিজার নাম- অপরূপ খদিজার নামে

একবার দুনিয়ায় আমি সব নাম ভুলে যাব

তোমাকেও ভুলে যাব ভুলে যাব নবীকে আমার।



দাঁড়ান !! দাঁড়ান !!! ধর্মানুভূতিতে আঘাত লাগল ? আমার ফাঁসি চান ?? আমি নবীকে অপমান করেছি উপরের কবিতায় ???

একটু অপেক্ষা করুণ ভাই, এই কবিতাটা আমার লেখা না !!!

উপরের কবিতা চরনদুটো ফরহাদ মজহারের 'এবাদত নামা' কাব্য গ্রন্থ হতে সংকলন করা হয়েছে।

শুধু তাই না এই স্বঘোষিত নাস্তিক তার "হেফাজতনামা" বইতে পবিত্র ইসলাম ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন।

মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে কটাক্ষ করেছেন তার বইয়ে।

সেই ফরহাদ মাজহার যখন হেফাজতে ইসলামের মঞ্চে ওঠে, টিভিতে নাস্তিকদের ফাঁসির দাবিতে বক্তব্য দেয় তখন

কেন যেন আমাদের ধর্মীয় অনুভূতি আহত হয় না।



এখন অনেকে ঝগড়া করতে আসবে, আহা নাইবা হল সে নাস্তিক, তা বাবা তুমি তা প্রকাশ করলা ক্যান ?? তোমার ফাঁসি চাই ...



আরে ভাই থামেন থামেন, এই নাস্তিকের লেখায় ০.১% ও আমি প্রকাশ করি নাই, এইটা ছিল সবচেয়ে ভদ্রটা।

কে আলিফ কে কিসের সাথে তুলনা করে আমি দেখাই নাই, কিন্তু ভাই লুঙী যে খুলে গেল আপনার ,

আচ্ছা ভাই আমার দেশ যখন নাস্তিকদের লেখা গুলো সিরিজ আকারে

প্রকাশ করেছিল তখন আপনি কোথায় ছিলেন ? ও দূরে বসে মুড়ি খাচ্ছিলেন বোধয়, তাই না ?

তা না হলে তখন বলেন নাই কেন, ধর্মানুভূতি কোথায় ছিল তখন ??



আচ্ছা আমার দেশ কাবার ইমাম দের কে নিয়ে যে নিকৃষ্ট কাজটা করল সেটার কথা ভুলে গেলেন ?

কাবার ইমামরা নাকি সাইদীর মুক্তির জন্য মানব বন্ধন করেছে (খাইয়া তো কাম নাই) পরে দেখা গেল

এইটা আমার দেশের একটা স্ক্যান্ডাল, এরকম কোন ঘটনাই ঘটে নাই, পুরা মিথ্যা কথা

আচ্ছা ভাই তখন আপনার ধর্মানুভূতি কোথায় ছিল ? সম্ভবত পাশের দেশ ভ্রমনে বেরিয়েছিল ।



প্রতিদিন অর্ধপৃষ্ঠা অর্ধনগ্ন নারীর ছবি ছাপিয়ে মাহমদুর রহমান হয় ইসলামের সৈনিক,

আর নামাজ পড়ে, হজ্ব করে, রোজা রেখে শুধু রাজাকারদের

ফাঁসি চায় বলে শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন হন নাস্তিক



তার মানে খাড়াইল

বিশিষ্ট পীর ফরহাদ মাজার লুঙ্গি অতি উচ্চ স্তরের বুযুর্গ। তাহার সোহবতে ও খেদমতে থাকিয়া মাওলানা মাহমুদুর রহমানের মতো বুযুর্গ লোকও রুহানী ফায়েজ হাসিল করিয়াছেন। আমার দেশ পত্রিকায় তাহার রচনা ও সংকলনসমূহ এই বঙ্গদেশের মুসলিমদের জন্য ফয়েয ও বরকতের আকর স্বরুপ। তথাপি এই আমার দেশ কিনা বন্ধ করিয়া দিয়াছে সরকার? এই নাস্তিক সরকারের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।

বাংলাদেশে দ্বীন ও ইসলামের একমাত্র ইজারাদার মাহমুদুর রহমানের গোপনাঙ্গে যদি একটা ডিম্ব ঢোকে তবে এই জালিম সরকার সমূলে নির্বংশ হবি।





ধর্মানুভূতির এই রাজনৈতিকীকরণের প্রক্রিয়া কি শেষ হবে না ?



হেফাজতে জামাতে ইসলাম খুব সুন্দর ভাবে জামাত থেকে আমাদের দৃষ্টি ঘুরিয়ে দেয়ার একটা পরিকল্পনা

করে, এবং অনেকটা সফলও হয়, কিন্তু আজকের উদ্যমী তরুণেরা আজও শাহবাগ কে জাগিয়ে রেখেছে।

পরিবর্তনের জন্য তো খুব বেশী মানুষ লাগে না, মানুষ থেকে চিন্তাটা বেশী গুরুত্বপূর্ণ। জয় আমাদের হবেই



জয় বাংলা, জয় জনতা

মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

রুশন বলেছেন: মাজহারের ফাঁসি চাই।

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬

ধর্মবাজ বলেছেন: All the quranic miracles will at last disappear with the progress of science.

– mahchudur rahman

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: অবশ্যই।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

অগ্নি সারথি বলেছেন: ছাগুর বাচ্চা গুলা ল্যাদাইতে আসে না কেন?

৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬

নিয়েল হিমু বলেছেন: পোষ্টের চাইতে ৩ নাম্বার কমেন্ট বেশি মজা লাগছে । কারন হুজুর ফরহাদ মাঝহারের আরো কয়েকটা এরকম ছোট্ট ছোট্ট কাট পিছ আমার কাছেও আছে কিন্তু ৩নাম্বার কমেন্টটা আজকেই প্রথম দেখলাম :P

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

হিসলা সিবা বলেছেন: অতি সত্য

৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮

ফজলে মাহ্‌বুব জয় বলেছেন: দারুন লিখেছেন দাদা।

৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪০

শ্রীঘর বলেছেন: ++++++++++++

৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮

লিঙ্কনহুসাইন বলেছেন: দলের লোকদের নাস্তিক বললে কেমতে হইবো

৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

অবিলম্বে এই লুঙ্গি মাজারের লুঙ্গি ছিনিয়া নেয়া হোক। ;) ;) ;)

১০| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩

মাহতাব সমুদ্র বলেছেন: হুম!!!

১১| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: ফরহাদ মাজহারের গ্রেফতার চাই। ব্লগারদের মুক্তি চাই। X(

১২| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩

হিসলা সিবা বলেছেন: ফরহাদ মাজহারের গ্রেফতার চাই। ব্লগারদের মুক্তি চাই। X(

১৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩

হিসলা সিবা বলেছেন: বুঝলাম না কি মন্তব্য ছিল !!!

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৫

এম হুসাইন বলেছেন: বুঝলাম না মডুদের কি হইছে------

আমি অন্য কিছুই বলি নি, পোস্টের শেষের প্যারার উপরের প্যারা থেকে দুটি লাইন কোট করেছিলাম, মডূ তা মুছে দিয়ে আমারে মেইল করছে...... তা নাকি নীতি বিরুদ্ধ, কিন্তু পোস্টে কইলে ঠিক আছে...
কই যে যাই...... :-/ #:-S 8-| :|| ;)

পোস্টে + ।

জয় বাংলা, জয় জনতা!!

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

হিসলা সিবা বলেছেন: হাহাহা , হায়রে মডু। মহা টেনশনে আছেন তারা
কখন ডিবিতে ডাক পড়ে :)

১৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৬

আমিনুর রহমান বলেছেন:

আমার কমেন্টস খানাও মুছে দিয়েছে :( শান্তিমত মাজাহারের লুঙ্গিটাও টান দিতে দিবো না :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.