![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
একটা ছবি আজ দেখলাম, হেফাজতের কিছু ধর্ম ব্যবসায়ীরা সিলেটে জাফর ইকবাল স্যারের বিরুদ্ধে মানব বন্ধন করছে
অশ্রাব্য শ্লোগানের সাথে সাথে তাকে সিলেট ত্যাগ করার হুমকি দিয়েছে তারা, রাস্তার উপর লেখা
"কুলাঙ্গার জাফর ইকবাল সিলেট ছাড়"
এই লোকটা বিশ্বের বৃহত্তম ল্যাবরেটরি থেকে চাকরি ছেড়ে দিয়ে দেশে ফিরে এসেছিলেন ১৮ বছর আগে, আমাদের প্রজন্মকে
মুক্তিযুদ্ধ চেনানো, জামাত শিবির চেনানোর গুরু দায়িত্ব মাথা পেতে নিয়েছিলেন। নিরন্তর লিখে চলেছেন, বাংলাদেশে বিজ্ঞান শিক্ষাকে
একা হাতে জনপ্রিয় করেছেন। তার কাজের ফিরস্তি দেব না, সেই যোগ্যতাও রাকি না কিন্তু একটা ছোট ঘটনা বলি
গত ১২ ফেব্রুয়ারী স্যার সিলেট প্রজন্ম চত্বরে যখন রাস্তায় অবস্থান নিচ্ছিলেন, তখন আমাদের ভলান্টিয়াররা সবাইকে
জামাত সংশ্লিষ্ট প্রতিষ্টানের লিষ্ট দিয়ে যায়। স্যার ঐ লিষ্টটা নিয়েই সবগুলো নাম খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন,
এবং ২/১ টা নাম দেখে খুবই অবাক হন, বলেন,
"এটাও জামাতীদের, আমিতো জানতামই না! কত বড় সাহস, আমাকে একদিন ওখানে নিয়ে গিয়েছিল!!"
ঐ লিষ্টটা স্যার যত্ন করে পকেটে রেখে দেন, এবং পরে ওনার ব্যাক্তিগত ডায়েরীতে আঠা দিয়ে লাগিয়ে রাখেন,
নুন্যতম সুযোগ তিনি দেননা জামাত-শিবিরকে
আমি প্রবল ভাবে চাইব স্যার যেন কখনোই এই ছবিটা না দেখেন, এটা আমাদের ব্যর্থতা এমন একজন লোক কে
আমরা তার প্রাপ্য সম্মান দিতে পারিনি।
ভালো থাকবেন স্যার, আমরা বেঁচে থাকতে আপনার কিচ্ছু করতে পারবেনা জারজগুলো।
জয় বাংলা
২| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২০
রাইভী বলেছেন:
৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪
আলতামাশ বলেছেন: আমি জাফর ইকবালকে অপছন্দ করি।
কারণ, সে শিশুতোষ বই লিখে।
আর সে বইগুলোর মাধ্যমে শিশুদের মনে সুকৌশলে ইসলামের বিভিন্ন বিষয়ের প্রতি অবিশ্বাস এবং ঘৃণা ঢুকানোর চেষ্টা করে।
যেমন, তার প্রায় বেশীরভাগ বইয়ের ভিলেন চরিত্র দেয় দাড়ি- টুপিওয়ালা কোন ব্যক্তিকে এবং অস্বীকার করা হয় জিন জাতির অস্তিত্বকে।
৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬
লাভ বাংলা বলেছেন: ফালতু পোস্ট
৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪
পথের পাঁচ . .. বলেছেন:
লুল
৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪
আমি কবি নই বলেছেন: একটা ভুল তথ্য দিলেন, আপনারা যারা বিশ্বের সেরা ল্যাব বলে যে বেল ল্যবকে চিনেন, জাফর স্যার কোনোদিন ঐ ল্যাবে কাজ করেননি। উনি অন্য আরেকটি ল্যাবে কাজ করেছেন, যেটারও নামের একটা অংশ 'বেল'। এটা একটা বিভ্রান্তি যা নিরসন করা প্রয়োজন।
৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮
ফায়ারম্যান বলেছেন: @ ফার্ুক পারভেজ ,এইডার কথাও একটু কওঃ
৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০
দায়িত্ববান নাগরিক বলেছেন: জয় বাংলা!
৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৬
সেফানুয়েল বলেছেন: ছাগু সব নিপাত যাক গনতন্ত্র মুক্তি পাক। জয় বাংলা
Wonder pic
১০| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭
সেফানুয়েল বলেছেন:
১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৪
হিসলা সিবা বলেছেন: জয় বাংলা
১১| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১০
জাতিস্বর বলেছেন: জাফর স্যারকে নিয়ে যতই কিছু লিখুক,স্যারের টিকিটাও স্পর্শ করবার স্পর্ধা তাদের হবে না।কেননা স্যারের জন্য অতন্দ্র প্রহরী হয়ে রবে তার অসংখ্য ছাত্রছাত্রী আর ভক্তকুল।যাদেরকে পাশ কাটিয়ে এইসব নরকুকুরের সাধ্যও হবে না স্যারের নুন্যতম কোন ক্ষতি করার।
জয় বাংলা!
১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৩
হিসলা সিবা বলেছেন: জয় বাংলা
১২| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২১
সেফানুয়েল বলেছেন:
১৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৪
বাংলা আমার প্রাণ বলেছেন: জাফর ইকবাল নাস্তিকতা আর ধর্মকে অপমান ছাড়া আর কি দিয়েছে এই দেশকে । বিজ্ঞানের কোন ক্ষেত্রে তিনি কি বিশেষ অবদান রেখেছেন।
তিনি না একজন প্রোগ্রামার না একজন বিজ্ঞানী। তিনি কি ? তিনি হচ্ছে একজন চোর যে বিজ্ঞানীদের গবেষণা চুরি করে নিজের নামে চালিয়ে দেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২০
রাইভী বলেছেন: