![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
হেফাজতে ইসলামের ১৩ দফা মানলে বাংলাদেশ ১৩শ বছর পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
শনিবার সকালে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (আইইবি)মিলনায়তনে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন।
ড. ইকবাল বলেন, “হেফাজতের একেকটি দফা মানলে বাংলাদেশ একশ বছর করে পিছিয়ে যাবে। ব্যাহত হবে দেশের উন্নয়ন।”
তিনি বলেন, “ব্যভিচারী এরশাদ হেফাজতে ইসলামকে পানি খাইয়েছেন। আর বিএনপির সিনিয়র নেতারা গেছেন মঞ্চে। এই সমাবেশ শেষে তারা শাহবাগে হামলা করেছিলেন। আমি সেখানে ছিলাম। দেখেছি তরুণদের সাহস। তাদের কাউকে ভয় পেতে দেখিনি। তারা হামলা প্রতিহত করেছে।”
তিনি বলেন, “আমাদের একটি তরুণ সমাজ রয়েছে, যা আর কারো নেই; যারা অনুভব করে মুক্তিযুদ্ধের চেতনা। এই বিশাল শক্তিকে কাজে লাগাতে হবে। আমরা ’৭১ সালে ভয় পাইনি। এখনও ভয় পাবো না। আমাদের পরিষ্কার বলতে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।”
জার্মানির নাৎসী বাহিনীর কথা উল্লেখ করে জাফর ইকবাল বলেন, “জার্মানিতে যেমন নাৎসী বাহিনী রাজনীতি করার অধিকার পায়নি, তেমনি বাংলাদেশেও জামায়াত থাকতে পারে না। বিশ্বাস রাখতে হবে, বিজয় আমাদের হবেই।”
তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য জামায়াত-শিবির সারাদেশে ভয়ঙ্কর নারকীয় তাণ্ডব চালাচ্ছে। অনেক সময় মনে হচ্ছে, সরকার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে তাদের নিষিদ্ধ করা হলেই সব সমস্যা দূর হয়ে যাবে।”
সূত্র: http://bit.ly/14ETa8n
২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪
জাতির চাচা বলেছেন: শাহবাগী গড ফাদার জাফর ইকবাল চেতনার ইজারাদার হয়েছে। সে নিজেই দেশকে পেছনে নিয়ে যেতে চাইছে।
৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩
ব্লগার সুফি বলেছেন: ইসলামী আইন বাস্তবায়নে জাতী পিছায় না।
৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬
নিয়েল হিমু বলেছেন: তো ড. মুহম্মদ জাফর ইকবাল স্যার কি এখানে ভুল কিছু কইছে ? সঠিক তথ্য প্রমাণ যে সব ধর্ম বিদ্বেষীদের বিরুদ্ধে আছে তাদের শাস্তি দেয়া হোক কিন্তু অযথা হয়রানী নয় কাউকে এবং বাকি ১২ দফা গনতন্ত্রের সাথে সাংঘর্ষিক । সো go to hell
৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০
ভুতের আছর বলেছেন: জাফর সাব যা কইছে তাও ভুল আর যা কইবে তাও ভুল
--
আর হেফাজতের কিছু দফা শিথিল করা দরকার।
৬| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: ১০০% ঠিক ।
৭| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬
প্রথম বাংলা বলেছেন: শাহবাগের কারনে জাতি আজ বিভক্ত, এটা এখন আর নির্দলীয় নেই। আর জাফর সাহেবের কাছে মনে হচ্ছে দেশ অনেক এগিয়ে, এই জন্যেই তিনি ট্রাইবোলালের কাছে তার বাবার মামলার সাক্ষ দিতে জাননাই। কারণ উনি জানেন দেশ অনেক এগিয়ে, স্বক্ষি লাগবেনা। এমনি বিচার হবে। কিন্তু আমার মনে হয়না দেশ এগিয়েছে, রাজাকারের বিচার আমরাও চাই, সে সাইদী হোক আর প্রধান প্রধান মন্ত্রির আত্নিয় হোক কিংবা সরাষ্ট্র মন্ত্রি হোক।
আর এত কষ্ট করে মেয়েগুলাকে পথে নামানো হয়েছে, কতদিনের বুদ্ধিজীবিতার ব্যয়ীত ফসল আজকের এই পথের নারী উন্মুক্ত নারী, স্বাধীন পুশাকের নারী । আর হেফাজত বলছে ইসলামী পুশাক বাধ্যতামূলক করতে, তাহলেত আবার সেই আগের যায়গাই চলে গেলাম। ঠিকিত।
হেফাজত জামাতের হেফাজতি করোক এটা কাম্য হতে পারেনা, মনেহয় এখনো তারা জামাতের হয়নি, তবে সরকার এবং শাহবাগ তাদের কে জামাতের হেফাজত কারী বানিয়েই ছাড়বে। আমি সরকারের গনহত্যা এবং জামাতের নাশকতা দুটোরই নিন্দা জানাই । তার চাইতেও বেশি নিন্দা জানাই যারা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। নাস্তিক নাস্তিকের মত থাকলেই হয়, অন্যেরে খুচানোর দরকার কি, কথায় আছে সুখে থাকলে ভুতে কিলায়।
৮| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭
আমি মেহমান বলেছেন: আমি আমাদের স্যাকুলার, মুসলমান নামধারী অবিশ্বাসী স্যারের সাথে সম্পূর্ন একমত। যদিও হেফাজতের ব্যাপারে কিছু কথা আছে.....পরে..।।
স্যারের কথা মত আমাদেরকে এক, এক শ' বছর পিছিয়ে যেতে হবে। এই পিছিয়ে যাওয়া আমাদেরকে এক, এক শ' বছর করে সামনের ও বর্তমান ধংসের কাছ থেকে নিয়ে যাবে সেই সোনালী স্বর্নযুগের দিকে।
সেই মদিনার দিকে যার 'সনদ' নিয়ে রাষ্ট্র পরিচালনার প্ররনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বংগকন্যার মনেও কেন জানি ইদানিং দোলা দিয়েছে!!
সামনের ধংসের চাইতে পিছনের শান্তির মর্ম অবিশ্বাসীরা বুঝতে পারবে কি কখন?????
৯| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭
মুহসিন বলেছেন:
হেফাজত, শাহবাগ ও জনগণ
দেশের অধিকাংশ লোকই মূলতঃ দলনিরপেক্ষ। কখনো তাই আওয়ামী বামপন্থীরা বেশী ভোট পায়, কখনো বিএনপি-ডান বা ইসলামী দলগুলো।
আগামী নির্বাচনে দেখা যাক, কোনদিকে মানুষ প্রাধান্য দিবে।
কিন্তু তার আগেই দুইদলেরই জোর প্রচেষ্টা তাদের পাল্লা ভারী করার।
এইজন্য আওয়ামী বামপন্থীরা অনেকটা প্রকাশ্যেই শাহবাগের গণজাগরণমঞ্চকে সমর্থন দিচ্ছে এবং বিএনপি, জাতীয় পার্টি, জামাত ও অন্য ইসলামী-ডানপন্থী দলগুলো সমর্থন দিচ্ছে হেফাজতে ইসলামকে।
আর এভাবেই শাহবাগের গণজাগরণমঞ্চ বনাম হেফাজতে ইসলাম বিরোধিতা আস্তে আস্তে গাঢ় আকার ধারণ করছে।
নির্বাচনের বছরে এসে আর কত কিছু যে জনগণকে দেখতে হবে কে জানে! আর বেশীর ভাগ ক্ষেত্রে তাদের নীরব দর্শক হয়ে থাকা ছাড়া কিই বা করার আছে!!
১০| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০০
আশফাক সুমন বলেছেন: নিজের জণ্ম পরিচয় ভুলে যাওয়া জাফর ইকবালের সাথে ১০০ % দ্বিমত ।
১১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৬
আ.হ.ম. সবুজ বলেছেন: ১৩ দফা দাবীর মাঝে মেয়েদের মদ খাওয়ার কোন অনুমতী নাই । তাই তো জাফর ইকবাল সাহেব ভাবছেন যে ১৩ দফা দাবি আমাদেরকে ১৩ বছর পিছিয়ে নিবে ।
১২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৮
অরিয়ন বলেছেন: His grand father was 'RAJAKAR', so he always tell lie. This type of people divided our unity.
১৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৮
প্রথম বাংলা বলেছেন: মুহসিন আপনি ঠিক বলেছেন , রাজনীতির টানাপোরেনেই জাতি আজ শাহবাগ এবং শাপলা এই দুই চত্তর নিয়ে আস্তিক এবং নাস্তিক বিতর্কে বিভক্ত।
তবে জাফর সাহেব একজন বিশেষ বেক্তি হিসাবে তার মুখ থেকে ব্যাং রাজনিতিকেদের মত ঢালাউ কথা আশা করিনা। ১৩০০ বছর পিছিয়ে যাবেকি মানে কি? জাফর সাহেবকে বলব , আপনার গল্পের টাইম মেশিন আর কল্পনার হাইপার ড্রাইব বাস্তবে দেখাতে যাইয়েননা মানুষকে, তাহলে আমরা হতাস হব।
নাস্তিক হবার ইচ্ছা থাকলে চুপ চাপ হয়েযান, সরবে নয়।
১৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৮
মাহমুদুর রাহমান বলেছেন: ভুতের আছর বলেছেন: জাফর সাব যা কইছে তাও ভুল আর যা কইবে তাও ভুল
--
আর হেফাজতের কিছু দফা শিথিল করা দরকার।
১৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২১
েসাফী বলেছেন: আমি শুধু জানতে চাই, জাফর স্যার কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? উনি কি কোরআন শরীফ পড়েন? উনি কি সূরা, তসবীহ পড়েন? স্যার কি কখোনই আল্লাহর সাহায্য কামনা করেন না? উনি কি রমজান মাসে রোজা রাখেন?
কেউ জানলে জানাবেন, খুউব-ই উপকৃত হব।
১৬| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫
গেস্টাপো বলেছেন: রাজাকারের নাতীর জাফর ইকবালের ফাসি চাই
১৭| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২
জাতির চাচা বলেছেন: জাফোর আর ইম্রানের মধে মিল আছে দুইটাই রাজাকারের নাতি!!!
১৮| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
মুহসিন বলেছেন: ১৩শ বছর পিছিয়ে কি ইসলামের স্বর্ণযুগে চলে যাবে?
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯
যোগী বলেছেন:
১০০% সহমত