![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
জী বাংলার কমেডি শো 'মীরাক্কেল' জনপ্রিয়তায় পায় শুধু এ দেশিয় মেধাবী পারফর্মারদের কারণেই
'মীরাক্কেল' অনুষ্ঠানটিও এখন এ দেশের দর্শকদের কথা মাথায় রেখেই করছেন নির্মাতা।
কিন্তু এবারের 'মীরাক্কেল'-এর আঙ্গিক আর উপস্থাপকের অতি মাত্রায় ভাঁড়ামি দেখে দর্শকেরাও বিমুখ হতে শুরু করেছে ক্রমশ।
বাংলাদেশের জনগণকে অসংখ্যবার আনন্দ-বেদনা-ভালোবাসার সুনামিতে ভাসিয়েছেন আমাদের টাইগাররা।
আমাদেরকে এক সূতোয় গেঁথেছেন তারা। বাংলাদেশ ক্রিকেট দলের কাছে তাই আমাদের ঋণ শোধিবার নয়।
দল-মত-ধর্ম-জাত নির্বিশেষে বাংলাদেশীরা এক সাথে হেসে ওঠেন এই ক্রিকেটারদের সাফল্যেই।
প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এই টাইগারদের সুবাদেই নতুন করে স্বপ্ন দেখে বাংলাদেশ।
অথচ এই খেলোয়াড়দেরকেই বিদেশের মাটিতে একটি অনুষ্ঠানে খেলো করলেন এক স্বদেশী।
তবে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মিরাক্কেলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে ব্যাঙকারী নোয়াখালী "জামিল হোসেন" না,
সে পাবনার "জামিল আহমেদ"। জামিল হোসেন গতবারের প্রতিযোগী ছিলেন, আর জামিল আহমেদ এই বারের,
সবার জানার জন্য জোকস গুলোর মধ্যে কয়েকটির স্ক্রিপ্ট দিয়ে দিলাম,
ঐ পর্বে তার প্রায় সব জোকসই ছিল এদেশের ক্রিকেটকে ব্যাঙ্গ করে......
১) সেদিন আমার বউ আমাকে বললো, ‘আচ্ছা সারাদিন ধরে তুমি কী করো?'
আমি বললাম, 'এবার বাংলাদেশকে ক্রিকেট বিশ্বকাপ জেতাতেই হবে’।
কী?
জোকটা এর পরেও আছে ভাবছেন?
২) আপনার পছন্দের সুন্দরী রমনীকে কাছে পেয়ে আদর করাটা হচ্ছে ৬ বলে ৩৭ রান দরকারের মত।
একটাই ভরসা, তবু তো বাংলাদেশের বোলাররা আছে!
৩) বাংলাদেশের ব্যাটিং আর সুলভ শৌচাগারের মধ্যে মিল কোথায়?
কখন আসছে, কখন যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না।
৪) আশরাফুলের ছেলে আশরাফুলের বৌকে বললো, 'মা, মা, মা, দেখে যাও।
বাবা ছয়ের পরে ছয় মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে'।
এই শুনে আশরাফুলের বৌ বললো, 'সোনা, অনেক বড় হয়েছো। যাকে তাকে বাবা বোলো না।'
(বাকি জোকসগুলো আর প্রকাশ করা হলো না।) ...
২| ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:০২
শাহজাহান মুনির বলেছেন: জমিল্লাকে জুতা মারা হুক..,,
৩| ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:০২
শাহজাহান মুনির বলেছেন: জমিল্লাকে জুতা মারা হুক..,,
৪| ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:০৮
কাফের বলেছেন: এই গুলা কোনো জোকস হইলো!
ব্যাটা আবাল একটা
৫| ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:০৮
মোহাম্মদ আনোয়ার বলেছেন: ইন্ডিয়া একটি জঘন্য মানসিকতার দেশ। একে সমর্থনকারী বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোকে জঘন্য মানসিকতার হয়ে থাকে।
৬| ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
যে সব বঙ্গে জন্মে করে বঙ্গের অপমানী
সেসব কাহার জন্ম নির্ণয় না জানি!!!!!!!
ছিঃ, পুরস্কারের লোভে মাকেও বুঝি বেঁচে দিবিরে জামাইল্যা ... থুহঃ
৭| ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:১১
আবিদা সুলতানা বলেছেন: যে সব বঙ্গে জন্মে করে বঙ্গের অপমানী
সেসব কাহার জন্ম নির্ণয় না জানি!!!!!!!
৮| ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:১২
লিঙ্কনহুসাইন বলেছেন: এই বেটার কানের নিচে দুইটা থাপ্পড় মারলে ঠিক হইয়া যাইবো
৯| ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:১৯
খুকুমনি বলেছেন: ওর মা অনেক ব্যাটার সাথে শুয়ে ওর মত কুলাঙ্গার জন্ম দিছে তাই নিজের দেশকে সম্মান দিতে জানে না।(ভাই কথাটা বলতে খারাপ লাগছে তা বলতে বাধ্য হলাম কারন স্বার্থের জন্য সালা নিজের মাকে বেঁচতেও পিছুপা হয়নি।)
১০| ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:৩০
হেমায়েতপুরী বলেছেন: বেচারা মনে করসে ইন্দিয়ার প্রশংসা করলে হাসিনা খুসি হইবে
১১| ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:৫৫
আনমনা 007 বলেছেন:
১২| ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:৫৮
শান্ত কুটির বলেছেন: কুলাঙ্গার প্রয়োজনে ওর মাকেও এভাবে বেচে দেবে পুরস্কারের লোভে।
১৩| ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:৫৯
বিডি আমিনুর বলেছেন: ওর জোকস গুলো ওর পু*কি দিয়ে ভরে দেয়া হোক
ওর বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করা হোক।
১৪| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:০১
মাহমুদুর রাহমান বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন:
যে সব বঙ্গে জন্মে করে বঙ্গের অপমানী
সেসব কাহার জন্ম নির্ণয় না জানি!!!!!!!
শেম শেম
১৫| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:০২
লাল চাঁন বলেছেন: পর্বটি দেখে বেশ বিরক্ত হয়েছিলাম, আমাদের ক্রিকেটারদের এভাবে হেয় করা ঠিক হয়নি
১৬| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:১১
পূরান পাগল বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দল আমাদের আবেগ আমাদের অনুভূতি আর এই অনুভুতিকে তাচ্ছিল্য করার জন্য ওই হারামজাদাটার নাগরিকত্ব বাতিল করা হোক অবিলম্বে।
১৭| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:২৬
লেখাজোকা শামীম বলেছেন: নতুন নতুন মীর জাফর দেখি আর ভাবি আমাদের নিজেদের সম্মান করতে আমরা কবে শিখব ? এই শুয়োরের নাগরিকত্ব বাতিল করা হোক।
১৮| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:২৭
আপেল বেচুম বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন:
যে সব বঙ্গে জন্মে করে বঙ্গের অপমানী
সেসব কাহার ওয়ন্ম নির্ণয় না জানি!!!!!!
এই জামিল কি প্রথম বারের জামিল? ওকে তো খুবই ভদ্র মনে হত।
১৯| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৩০
আল ইফরান বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: নতুন নতুন মীর জাফর দেখি আর ভাবি আমাদের নিজেদের সম্মান করতে আমরা কবে শিখব ? এই শুয়োরের নাগরিকত্ব বাতিল করা হোক।
কঠিনভাবে সহমত
২০| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৩১
জননেতা বলেছেন: এই বেটার কানের নিচে দুইটা থাপ্পড় মারলে ঠিক হইয়া যাইবো
২১| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৫৮
কাজিম কামাল বলেছেন: যে সব বঙ্গে জন্মে করে বঙ্গের অপমানী
সেসব কাহার জন্ম নির্ণয় না জানি!!!!!!!
===========
জানিনা কি বলব:
জামাল বলেছে বউ আর দেশ একি জিনিস!! ওর বউ এর সাথে ও যা করতে পারে আমরা কি তা করতে পারব?
ওর বউকি দেশের সবার?
২২| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:২৫
রবিমুন বলেছেন: নতুন নতুন মীর জাফর দেখি আর ভাবি আমাদের নিজেদের সম্মান করতে আমরা কবে শিখব ? ওর নাগরিকত্ব বাতিল করা হোক।
২৩| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:২০
এেলােমেলা সব বলেছেন: stupid একটা ...
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৩ সকাল ৯:৫১
এন ইউ এমিল বলেছেন: