নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

এদেশের কাপড়ে নাপাক......বেশ্যা...... শ্রমজীবী নারীদের রক্ত ঘাম লেগে আছে

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

শফি হুজুরদের ভক্তদের উদ্দেশ্যে,

এবার ঈদে খবরদার দেশী কাপড় কিনবেন না।







এদেশের কাপড়ে নাপাক......বেশ্যা...... শ্রমজীবী নারীদের রক্ত ঘাম লেগে আছে,



ডিটারজেন্ট দিয়ে ধুলেও এই কাপড় পাক হবে না.........



আর একটা কথা, আপনাদের ভাগ্য অনেক ভালো।

এদেশের শ্রমিকরা ফেসবুকে বসতে পারে না, টিভি দেখতে পায় না।

দেখতে পেলে এরকম ভণ্ড হুজুরদের ব্যবস্থা করার জন্য আমাদের শ্রমিক বোনেরাই যথেষ্ট ছিল।



বাল ফেলে টাকা রোজগার আর রক্ত পানি করে রোজগারের মাঝে দুস্তর ফারাক.........

মন্তব্য ১২ টি রেটিং +৮/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর এইসব বালছাল সরকারের দালালীর অন্ধ সমর্থনেই বা কি লাভ!!!!!

ভোটের রাজনীতিতে নৌকার তলা ফুটা দেইখা তারারা না হয় যা পায় তাই আকড়াইয়া ধরে- তাগোর চেমুচ হইলে বলার কিসু নাই!!!

তবে পাবলিক বড় কঠিন চিজরে ভাই- অখনো বোঝেন নাই... ৫-০তেও

ভন্ডামী তারা ঠিকই ধরতে পারে!!!

তাই দিলাম বাদ- শফিরে। এইবার আসে কি বালটা ফালানের আর বলার আছে!!!???/

আছে কিছু ৫-০ রে ঠেকানোর!!!!! সত্য, কর্ম, যুক্তি!!!!!

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৯

হিসলা সিবা বলেছেন: সরকারের দালালি করল কে ??

২| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

নষ্ট ছেলে বলেছেন: মসজিদে নামাজ পড়তে যান? অন্তত শক্রবারে তো যান?
শুনেন এই বাংলাদেশের মসজিদের ৯৯% ইমাম ও মুয়াজ্জিন শফি হুজুরের অন্ধ ভক্ত। এই ভন্ডদের পিছনে কেন নামাজ পড়েন?
এদের পিছনে নামাজ না পড়ার জন্য সবাইকে সতর্ক করছেন না কেন?

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:২০

হিসলা সিবা বলেছেন: তো কি করলাম এইটা ??

৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৩

সেতু আশরাফুল হক বলেছেন: আহাম্মক শফি ওরফে লালা হুজুর গো পিছনে নামাজ হৈব না। এই শাশ্বত কথাটা এই দেশের সাধারণ মানুষ যতদিন বুজবো না ততদিন ভন্ড গুলা ধম বাণিজ করতে থাকবো। নিজের পায়ে কুড়াল মারে এ দেশের মানুষ।

মনে আছে আমেরিকার এক চ্চলচিতের করণে এদেশে হরতাল হয়েছিল। মহামুরুখ লালা হুজুরের দল।

৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:২১

নিষ্‌কর্মা বলেছেন: বাল ফেলে টাকা রোজগার আর রক্ত পানি করে রোজগারের মাঝে দুস্তর ফারাক।

>> সহমত

৫| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৮

নষ্ট ছেলে বলেছেন: একটা দলের হইয়া চামচামী করতাছেন এর বেশি কিছু না।

৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৬

অগ্নি সারথি বলেছেন: শফি হুজুরের নামে কিছু কইলেই তুই আম্লিগ। শিখছস ওই বাল ছাল ই কইতে। আর তো তোগর শফি বাপে কিছু শিখায় নাই। আহাম্মক শফি যে ধর্ম নিয়া সরল মানুষের সাথে রাজনীতি করে এইটা যখন মাইসে বুঝব তখন আর হুজুরের দৌড়ানোর জায়গা থাকব না।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৯

হিসলা সিবা বলেছেন: সহমত

৭| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৪

স্পেলবাইন্ডার বলেছেন: বেশ্যা দলের বেশ্যা পোলাপাইনরাই একটা সামান্য বিষয় নিয়া এত ত্যানা প‌্যাচাইতে পারে...

৮| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১০

হাতীর ডিম বলেছেন: শফির সমালোচনা করলে যে আওয়ামীলীগ হয়ে যায়, আপনার ব্লগে আসার আগে জানতাম না।

সহমত.

অন্ধ দালালি নিপাত যাক

৯| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:২৯

সেতু আশরাফুল হক বলেছেন: লালা হুজুর নিপাত যাক। জাহান্নামের চৌরাস্তায় অরে হাতে হারিকেন আর ____ন্দে বাঁশ দিয়া খাড়া করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.